ETV Bharat / state

করোনাকালে এক টাকায় এক পোয়া দুধ মিলছে পাল্লারোডে - পল্লিমঙ্গল সমিতি

বিশ্বাস না হলেও এটাই সত্যি ৷ এক টাকা দিলেই মিলছে এক পোয়া দুধ ৷ পাল্লারোডের পল্লিমঙ্গল সমিতির উদ্যোগে প্রতিদিন অন্তত 300 জন মানুষকে এই দুধ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷

করোনাকালে এক টাকায় এক পোয়া দুধ মিলছে পাল্লারোডে
করোনাকালে এক টাকায় এক পোয়া দুধ মিলছে পাল্লারোডে
author img

By

Published : May 24, 2021, 10:31 PM IST

পাল্লারোড, 24 এপ্রিল : এক টাকায় পাওয়া যাচ্ছে এক পোয়া দুধ ৷ আর এই দুধ নেওয়ার জন্য লাইন পড়েছে পূর্ব বর্ধমান জেলার পাল্লারোড এলাকায় । সেখানকার পল্লিমঙ্গল সমিতির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে । যার জেরে খুশি স্থানীয় মানুষজন ।

কার্যত লকডাউনের জেরে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষেরা । বাইরে বেরোতে না পারায় তাঁদের কাজ বন্ধ । ফলে সংসার চালানো তাঁদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে । এই অবস্থায় স্থানীয় ক্লাবটির এই উদ্যোগে উপকৃত হচ্ছে পরিবারগুলি ।

এক টাকায় এক পোয়া দুধ দিচ্ছে পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি
এক টাকায় এক পোয়া দুধ দিচ্ছে পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি
অন্যদিকে কড়া বিধিনিষেধের জন্য গোয়ালারা বাইরে দুধ বিক্রি করতে গিয়েও সমস্যার সম্মুখীন হচ্ছেন । জৌগ্রামের একটা দুধের সংস্থার অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন গোয়ালারা । তাই তাঁদের দুধ যাতে নষ্ট না হয় এবং অন্তত দিনের খরচের কিছুটা অংশও যাতে তাঁরা পান তাই সেই দুধ কিনে নিচ্ছে পল্লিমঙ্গল সমিতি । এরপর একদম নূন্যতম মূল্য এক টাকার বিনিময়ে এক পোয়া দুধ তারা সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছে । প্রতিদিন অন্তত 300 জন মানুষকে এই দুধ দেওয়া হবে বলে সমিতি সূত্রে খবর । আরও পড়ুন : কথা রাখলেন মমতা, তৃণমূলের ইস্তাহারের 3 প্রতিশ্রুতিতে ছাড়পত্র মন্ত্রিসভার


স্থানীয় বাসিন্দা পিনাকি বন্দ্যোপাধ্যায় জানান, পল্লিমঙ্গল সমিতি যে উদ্যোগ নিয়েছে তার কোনও তুলনা হয় না ৷ এক টাকার বিনিময়ে এক পোয়া দুধ এটা জানতে পেরে মানুষের মধ্যে একটা সাড়া পড়ে গেছে । করোনার এই সংকটময় পরিস্থিতিতে এক টাকায় এক পোয়া দুধ এটা আশা করা যায় না ।


পল্লিমঙ্গল সমিতির কর্মকর্তা সন্দীপন সরকার বলেন, ‘‘এক টাকায় এক পোয়া দুধ প্রতিদিন 300 জনকে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে । কার্যত লকডাউনের জন্য অনেক গোয়ালা বাইরে দুধ বিক্রি করতে পারছেন না । ফলে দুধ বিক্রি করতে না পেরে তারা সমস্যার মুখে পড়ছে ন। সেই দুধ ন্যূনতম দামে আমরা কিনে সেটা মানুষকে দিয়ে দিচ্ছি চার টাকা লিটার দরে ।’’

পাল্লারোড, 24 এপ্রিল : এক টাকায় পাওয়া যাচ্ছে এক পোয়া দুধ ৷ আর এই দুধ নেওয়ার জন্য লাইন পড়েছে পূর্ব বর্ধমান জেলার পাল্লারোড এলাকায় । সেখানকার পল্লিমঙ্গল সমিতির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে । যার জেরে খুশি স্থানীয় মানুষজন ।

কার্যত লকডাউনের জেরে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষেরা । বাইরে বেরোতে না পারায় তাঁদের কাজ বন্ধ । ফলে সংসার চালানো তাঁদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে । এই অবস্থায় স্থানীয় ক্লাবটির এই উদ্যোগে উপকৃত হচ্ছে পরিবারগুলি ।

এক টাকায় এক পোয়া দুধ দিচ্ছে পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি
এক টাকায় এক পোয়া দুধ দিচ্ছে পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি
অন্যদিকে কড়া বিধিনিষেধের জন্য গোয়ালারা বাইরে দুধ বিক্রি করতে গিয়েও সমস্যার সম্মুখীন হচ্ছেন । জৌগ্রামের একটা দুধের সংস্থার অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন গোয়ালারা । তাই তাঁদের দুধ যাতে নষ্ট না হয় এবং অন্তত দিনের খরচের কিছুটা অংশও যাতে তাঁরা পান তাই সেই দুধ কিনে নিচ্ছে পল্লিমঙ্গল সমিতি । এরপর একদম নূন্যতম মূল্য এক টাকার বিনিময়ে এক পোয়া দুধ তারা সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছে । প্রতিদিন অন্তত 300 জন মানুষকে এই দুধ দেওয়া হবে বলে সমিতি সূত্রে খবর । আরও পড়ুন : কথা রাখলেন মমতা, তৃণমূলের ইস্তাহারের 3 প্রতিশ্রুতিতে ছাড়পত্র মন্ত্রিসভার


স্থানীয় বাসিন্দা পিনাকি বন্দ্যোপাধ্যায় জানান, পল্লিমঙ্গল সমিতি যে উদ্যোগ নিয়েছে তার কোনও তুলনা হয় না ৷ এক টাকার বিনিময়ে এক পোয়া দুধ এটা জানতে পেরে মানুষের মধ্যে একটা সাড়া পড়ে গেছে । করোনার এই সংকটময় পরিস্থিতিতে এক টাকায় এক পোয়া দুধ এটা আশা করা যায় না ।


পল্লিমঙ্গল সমিতির কর্মকর্তা সন্দীপন সরকার বলেন, ‘‘এক টাকায় এক পোয়া দুধ প্রতিদিন 300 জনকে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে । কার্যত লকডাউনের জন্য অনেক গোয়ালা বাইরে দুধ বিক্রি করতে পারছেন না । ফলে দুধ বিক্রি করতে না পেরে তারা সমস্যার মুখে পড়ছে ন। সেই দুধ ন্যূনতম দামে আমরা কিনে সেটা মানুষকে দিয়ে দিচ্ছি চার টাকা লিটার দরে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.