পাল্লারোড, 24 এপ্রিল : এক টাকায় পাওয়া যাচ্ছে এক পোয়া দুধ ৷ আর এই দুধ নেওয়ার জন্য লাইন পড়েছে পূর্ব বর্ধমান জেলার পাল্লারোড এলাকায় । সেখানকার পল্লিমঙ্গল সমিতির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে । যার জেরে খুশি স্থানীয় মানুষজন ।
কার্যত লকডাউনের জেরে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষেরা । বাইরে বেরোতে না পারায় তাঁদের কাজ বন্ধ । ফলে সংসার চালানো তাঁদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে । এই অবস্থায় স্থানীয় ক্লাবটির এই উদ্যোগে উপকৃত হচ্ছে পরিবারগুলি ।
স্থানীয় বাসিন্দা পিনাকি বন্দ্যোপাধ্যায় জানান, পল্লিমঙ্গল সমিতি যে উদ্যোগ নিয়েছে তার কোনও তুলনা হয় না ৷ এক টাকার বিনিময়ে এক পোয়া দুধ এটা জানতে পেরে মানুষের মধ্যে একটা সাড়া পড়ে গেছে । করোনার এই সংকটময় পরিস্থিতিতে এক টাকায় এক পোয়া দুধ এটা আশা করা যায় না ।
পল্লিমঙ্গল সমিতির কর্মকর্তা সন্দীপন সরকার বলেন, ‘‘এক টাকায় এক পোয়া দুধ প্রতিদিন 300 জনকে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে । কার্যত লকডাউনের জন্য অনেক গোয়ালা বাইরে দুধ বিক্রি করতে পারছেন না । ফলে দুধ বিক্রি করতে না পেরে তারা সমস্যার মুখে পড়ছে ন। সেই দুধ ন্যূনতম দামে আমরা কিনে সেটা মানুষকে দিয়ে দিচ্ছি চার টাকা লিটার দরে ।’’