ETV Bharat / state

Heavy Rain in Burdwan : অতিবৃষ্টি আর ডিভিসির জলে বিপুল ক্ষতির মুখে বর্ধমানের ধান

খরিফ মরশুমে পূর্ব বর্ধমান জেলায় 1 লক্ষ 9 হাজার 574 হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছিল । এর মধ্যে 72 হাজার 11 হেক্টর ধানের জমি এখন জলের তলায় । এছাড়া প্রায় 500 হেক্টর জমির বীজতলাও জলের তলায় চলে গিয়েছে ।

s
s
author img

By

Published : Aug 4, 2021, 10:45 PM IST

বর্ধমান, ৪ আগস্ট : একদিকে অতিবৃষ্টি অন্যদিকে জল ছাড়ছে ডিভিসি । ফলে বিরাট ক্ষতির মুখে শস্যগোলা বর্ধমান । ধান ও সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা । জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন টানা বৃষ্টির জেরে ও ডিভিসি (DVC) জল ছাড়ায় বেশিরভাগ কৃষিজমি জলমগ্ন হয়ে গিয়েছে ।

খরিফ মরশুমে পূর্ব বর্ধমান জেলায় 1 লক্ষ 9 হাজার 574 হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছিল । এর মধ্যে 72 হাজার 11 হেক্টর ধানের জমি এখন জলের তলায় । এছাড়া প্রায় 500 হেক্টর জমির বীজতলাও জলের তলায় চলে গিয়েছে । কৃষি দফতরের মতে, গত কয়েকদিনে 78.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে জেলায় । বৃষ্টির জেরে বর্ধমান এক ও দুই নম্বর ব্লক, মেমারি, রায়না, গলসি, জামালপুর, খণ্ডঘোষ, পূর্বস্থলী, কালনা, কাটোয়া এলাকার কৃষিজমি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে । কারণ বেশিরভাগ এলাকাতেই চাষের কাজ শুরু হয়ে গিয়েছিল । এখন বীজতলায় জল দাঁড়িয়ে যাওয়ায় চাষের ক্ষতির বিপুল সম্ভাবনা ।

আরও পড়ুন: আগামী তিন দিন ভারী বৃষ্টির সর্তকতা, নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা বঙ্গে

কৃষি দফতরের ডেপুটি ডিরেক্টর জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, "দামোদর তীরবর্তী এলাকায় যে সব জমি উপরিভাগের সেই এলাকাগুলির জল নামতে শুরু করেছে । কিন্তু নিচু এলাকায় জল রয়ে গিয়েছে । চাষিরা যাতে ক্ষতির মুখে না পড়ে সেইজন্য কৃষি দফতরের তরফে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে ।"

বর্ধমান, ৪ আগস্ট : একদিকে অতিবৃষ্টি অন্যদিকে জল ছাড়ছে ডিভিসি । ফলে বিরাট ক্ষতির মুখে শস্যগোলা বর্ধমান । ধান ও সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা । জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন টানা বৃষ্টির জেরে ও ডিভিসি (DVC) জল ছাড়ায় বেশিরভাগ কৃষিজমি জলমগ্ন হয়ে গিয়েছে ।

খরিফ মরশুমে পূর্ব বর্ধমান জেলায় 1 লক্ষ 9 হাজার 574 হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছিল । এর মধ্যে 72 হাজার 11 হেক্টর ধানের জমি এখন জলের তলায় । এছাড়া প্রায় 500 হেক্টর জমির বীজতলাও জলের তলায় চলে গিয়েছে । কৃষি দফতরের মতে, গত কয়েকদিনে 78.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে জেলায় । বৃষ্টির জেরে বর্ধমান এক ও দুই নম্বর ব্লক, মেমারি, রায়না, গলসি, জামালপুর, খণ্ডঘোষ, পূর্বস্থলী, কালনা, কাটোয়া এলাকার কৃষিজমি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে । কারণ বেশিরভাগ এলাকাতেই চাষের কাজ শুরু হয়ে গিয়েছিল । এখন বীজতলায় জল দাঁড়িয়ে যাওয়ায় চাষের ক্ষতির বিপুল সম্ভাবনা ।

আরও পড়ুন: আগামী তিন দিন ভারী বৃষ্টির সর্তকতা, নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা বঙ্গে

কৃষি দফতরের ডেপুটি ডিরেক্টর জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, "দামোদর তীরবর্তী এলাকায় যে সব জমি উপরিভাগের সেই এলাকাগুলির জল নামতে শুরু করেছে । কিন্তু নিচু এলাকায় জল রয়ে গিয়েছে । চাষিরা যাতে ক্ষতির মুখে না পড়ে সেইজন্য কৃষি দফতরের তরফে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.