ETV Bharat / state

ট্রাফিক পুলিশকে মাস্ক পরিয়ে দিলেন DSP ট্রাফিক - DSP traffic gave mask to a traffic police in burdwan

ট্রাফিক পুলিশকে মাস্ক পরিয়ে দিলেন এক পুলিশ আধিকারিক । বর্ধমানের কার্জন গেট এলাকায় মাস্ক না পরে ডিউটি করছিলেন এক ট্রাফিক পুলিশ । তা নজরে আসে DSP ট্রাফিকের ।

DSP traffic gave mask to a traffic police in burdwan
ট্রাফিক পুলিশকে মাস্ক পরিয়ে দিল DSP ট্রাফিক
author img

By

Published : Apr 18, 2020, 8:06 PM IST

বর্ধমান, 18 এপ্রিল : ট্রাফিক পুলিশকে মাস্ক পরিয়ে দিলেন এক পুলিশ আধিকারিক । বর্ধমানের কার্জন গেট এলাকায় মাস্ক না পরে ডিউটি করছিলেন এক ট্রাফিক পুলিশ । তা নজরে আসে DSP ট্রাফিকের । তিনি তৎক্ষণাৎ ওই ট্রাফিক পুলিশকে একটি মাস্ক পরিয়ে দেন ।

লকডাউনে যাতে কেউ নিয়ম না ভেঙে বাড়ি থেকে বের হয় সেটা দেখার জন্য সতর্ক পুলিশ ৷ বর্ধমানের বিভিন্ন এলাকায় রাস্তায় মোতায়েন রয়েছে পুলিশও । যারা প্রয়োজনে বাইরে বের হচ্ছে, তারা যাতে মাস্ক পরে বাইরে বের হয় সে বিষয়ে সচেতন করছেন পুলিশরা । একারণে আজ এক পুলিশকর্মীকে মাস্ক না পরে ডিউটি করতে দেখেন DSP ট্রাফিক । তিনি ওই পুলিশকর্মীকে মাস্ক না পরার কারণ জিজ্ঞাসা করেন । ট্রাফিক পুলিশ জানায়, তার মাস্ক মাটিতে পড়ে যাওয়ায় তিনি মুখে রুমাল বেঁধে ডিউটি করছেন । মারাত্মক গরমের কারণে কিছুক্ষণের জন্য সেটা খুলে রেখেছেন ।

এরপরে DSP ট্রাফিক নতুন একটি মাস্ক ট্রাফিক পুলিশকে পরিয়ে দেন ৷ জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, " যাঁরা প্রয়োজনে বাইরে বেরোবেন, তাঁরা যেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন । প্রয়োজন হলে পুলিশ আইনত ব্যবস্থা নেবে । "

বর্ধমান, 18 এপ্রিল : ট্রাফিক পুলিশকে মাস্ক পরিয়ে দিলেন এক পুলিশ আধিকারিক । বর্ধমানের কার্জন গেট এলাকায় মাস্ক না পরে ডিউটি করছিলেন এক ট্রাফিক পুলিশ । তা নজরে আসে DSP ট্রাফিকের । তিনি তৎক্ষণাৎ ওই ট্রাফিক পুলিশকে একটি মাস্ক পরিয়ে দেন ।

লকডাউনে যাতে কেউ নিয়ম না ভেঙে বাড়ি থেকে বের হয় সেটা দেখার জন্য সতর্ক পুলিশ ৷ বর্ধমানের বিভিন্ন এলাকায় রাস্তায় মোতায়েন রয়েছে পুলিশও । যারা প্রয়োজনে বাইরে বের হচ্ছে, তারা যাতে মাস্ক পরে বাইরে বের হয় সে বিষয়ে সচেতন করছেন পুলিশরা । একারণে আজ এক পুলিশকর্মীকে মাস্ক না পরে ডিউটি করতে দেখেন DSP ট্রাফিক । তিনি ওই পুলিশকর্মীকে মাস্ক না পরার কারণ জিজ্ঞাসা করেন । ট্রাফিক পুলিশ জানায়, তার মাস্ক মাটিতে পড়ে যাওয়ায় তিনি মুখে রুমাল বেঁধে ডিউটি করছেন । মারাত্মক গরমের কারণে কিছুক্ষণের জন্য সেটা খুলে রেখেছেন ।

এরপরে DSP ট্রাফিক নতুন একটি মাস্ক ট্রাফিক পুলিশকে পরিয়ে দেন ৷ জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, " যাঁরা প্রয়োজনে বাইরে বেরোবেন, তাঁরা যেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন । প্রয়োজন হলে পুলিশ আইনত ব্যবস্থা নেবে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.