বর্ধমান , 14 মে : বর্ধমানে আজ ত্রাণ বিলি করতে আসেন তৃণমূল নেত্রী দোলা সেন ৷ ত্রাণ বিলির সময় তিনি বলেন ,‘‘ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ঘরে ঘরে বিনা পয়সায় ও রেশনের যোগ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন । অন্য কোনও রাজ্য এই ধরনের ব্যবস্থা করতে পারেনি।’’ ঠিক সেই সময় এক ব্যক্তি হাতে একাধিক রেশন কার্ড নিয়ে তা দেখিয়ে দোলা সেনকে প্রশ্ন করেন , তাঁর এতগুলি কার্ড থাকা সত্ত্বেও কোনও কার্ডে তিনি রেশন পাচ্ছেন না কেন ? দোলা সেন তাঁকে বোঝানোর চেষ্টা করেন , সামনের সপ্তাহ থেকে তিনি রেশন পাবেন । এর মধ্যে তৃণমূলের অন্যান্য কর্মীরা ওই ব্যক্তিকে ডেকে নিয়ে কিছু বোঝানোর চেষ্টা করেন । নিমেষেই সেই ব্যক্তিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ।
এরপর আজ স্বভাবতই প্রশ্ন ওঠে , ওই ব্যক্তির মতো অনেকেই কার্ড থাকা সত্ত্বেও রেশন পাচ্ছেন না । তাঁদের একবার খাদ্য দপ্তর , একবার পৌরসভায় কার্ড নিয়ে ছুটতে হচ্ছে । কিন্তু সমস্যা রয়েই যাচ্ছে । BJP-র পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে , তৃণমূল ত্রাণ বিলি করছে ৷ এর মাধ্যমে এটা প্রমাণ হয়ে যাচ্ছে , রেশনের সামগ্রী মানুষের কাছে পৌঁছাচ্ছে না । তার মানে রেশনে চুরি চলছে ।
অন্যদিকে , বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP সাংসদ আলুওয়ালিয়া ফোনে জানান , রাজ্যের প্রত্যেক মানুষ যদি সঠিকভাবে রেশনের পণ্য সামগ্রী পেয়ে থাকেন , তাহলে তৃণমূলের পক্ষ থেকে ত্রাণ বিলি করা হচ্ছে কেন ? যদি তৃণমূল জানে মানুষ রেশন পাচ্ছে না তখন মুখ্যমন্ত্রীর উচিত ব্যবস্থা নেওয়া । কিন্তু তিনি সেটা না করে নিজেদের সাংসদদের বিভিন্ন জায়গায় পাঠিয়ে ত্রাণ বিলি শুরু করেছেন । তাহলে এটা প্রমাণ হয়ে গেল রেশন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ জিনিস পাচ্ছে না ৷ তাই তৃণমূল কংগ্রেস ত্রাণ বিলি করছে ।