বর্ধমান, 1 মে : হাসপাতালে চিকিৎসা করাতে এসে কুকুরের কামড়ে আহত হলেন রোগী, যার জেরে আতঙ্কে রয়েছেন রোগী থেকে পরিবারের লোকজন। একে এসেছেন চিকিৎসা করাতে তার ওপর আবার রোগ ৷ এ তো যেন গোদের ওপর বিষফোঁড়া (Dog bite problem at Anamoy Super Speciality wing Hospital) ৷
গত কয়েকদিনে বেশ কয়েকজনকে হাসপাতাল ক্যাম্পাসের মধ্যেই কুকুরে কামড়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে খবর, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের উইং অনাময় সুপার স্পেশালিটি হাসপাতাল অর্থাৎ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালেরল এটি একটি শাখা। শুধু জেলা নয় ভিন জেলা থেকেও রোগীরা এখানে চিকিৎসা করাতে আসেন। আর চিকিৎসা করাতে এসে কুকুরের কামড়ে জখম হয়েছেন বেশ কয়েকজন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ ।
আরও পড়ুন : বাঁদরের কামড়ে মৃত্যু বৃদ্ধের, ধরতে পাতা হল ফাঁদ
যার কারণে স্বভাবতই হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতাল ক্যাম্পাসে থাকা ন্যায্য মূল্যের ওষুধের দোকানের ফার্মাসিস্ট শুভাশিস রায় বলেন, হঠাৎ করে একটি কুকুর ছুটে এসে এক ব্যক্তিকে কামড়ে দেয়। তিনি চিকিৎসা করানোর জন্য হাসপাতালে এসেছিলেন। গত কয়েকদিন ধরেই এখানে বেশ কয়েকজনকে কুকুরে কামড়েছে।