বর্ধমান, 12 জুন : বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুলে বইবিতর্ক নিয়ে তদন্তের নির্দেশ দিল জেলা প্রশাসন। স্কুলের তরফে কীভাবে বিতর্কিত বইকেবেছে নেওয়া হয়েছিল তা খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন জেলাশাষক ।যদিও ইতিমধ্যেই এই ঘটনায় স্কুলের দুই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেনরাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
সম্প্রতি কৃষ্ণাঙ্গব্যক্তি জর্জ ফ্লয়েড-এর হত্যা ঘিরে উত্তাল অ্যামেরিকা ৷ অ্যামেরিকার বিভিন্নপ্রদেশে মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন ৷ জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশস্টেশন ৷ নিউইয়র্কে জারি করা হয় কারফিউ ৷ এই পরিস্থিতিতে প্রাক প্রাথমিকের বইয়েকুৎসিত বোঝাতে কৃষ্ণাঙ্গ ব্যক্তির ছবি প্রকাশ্যে আসার পর থেকে শুরু হয়েছে সমালোচনা, বিতর্ক ৷ কলকাতার বঙ্গবাসী কলেজের অধ্যাপকসুদীপ মজুমদার বলেন, "মেয়েকে পড়াতেগিয়ে দেখতে পাই প্রি প্রাইমারি বইতে অক্ষর চেনাতে গিয়ে ইউ ফর আগলি কথা ব্যবহার করাহয়েছে। পাশে দেওয়া হয়েছে একজন কৃষ্ণাঙ্গ বর্ণের মানুষের ছবি। ফলে একজন অভিভাবক ওশিক্ষক হিসেবে বিচলিত হয়ে পড়ি। কারণ কৃষ্ণাঙ্গ বর্ণের মানুষের ছবি দিয়ে অক্ষরচেনানো হলে শিশু মনে প্রতিক্রিয়া হবে। তারা কুৎসিত শব্দটাকে চিনবে অন্যভাবে। তাইবিষয়টি প্রাইমারি স্কুল পরিদর্শকের নজরে এনেছি । স্কুল কর্তৃপক্ষের নজরে আনছি।"এনিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে মুখ খুলতে চায়নি কর্তৃপক্ষ।
পূর্ব বর্ধমানেরজেলাশাসক বিজয় ভারতী বলেন,"কী করে স্কুলকর্তৃপক্ষ ওই বই রেফারেন্স বই হিসাবে বাছাই করেছিল সেটা তদন্ত করে রিপোর্ট দিতেবলা হয়েছে। যে শিক্ষক বা শিক্ষিকা বইটি পড়ান তাঁদেরই বইয়ের প্রতি দায়িত্ব বেশিথেকে যায়। এছাড়া জেলায় অন্য কোনও প্রাথমিক স্কুলে এই বই পড়ানো হচ্ছে কিনা সেটাওখতিয়ে দেখতে বলা হয়েছে ।
কীভাবে হয়েছিল প্রি প্রাইমারির বই বাছাই? তদন্তের নির্দেশ জেলাশাসকের - বর্ধমান
পাঠ্য বইয়ে কুৎসিত বোঝাতে কৃষ্ণাঙ্গ বর্ণের মানুষের ছবি ব্যবহার নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক ৷ সেই বই কীভাবে প্রি প্রাইমারির জন্য বাছাই করা হয়েছিল তার তদন্তের নির্দেশ দিলেন জেলাশাসক ৷
বর্ধমান, 12 জুন : বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুলে বইবিতর্ক নিয়ে তদন্তের নির্দেশ দিল জেলা প্রশাসন। স্কুলের তরফে কীভাবে বিতর্কিত বইকেবেছে নেওয়া হয়েছিল তা খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন জেলাশাষক ।যদিও ইতিমধ্যেই এই ঘটনায় স্কুলের দুই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেনরাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
সম্প্রতি কৃষ্ণাঙ্গব্যক্তি জর্জ ফ্লয়েড-এর হত্যা ঘিরে উত্তাল অ্যামেরিকা ৷ অ্যামেরিকার বিভিন্নপ্রদেশে মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন ৷ জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশস্টেশন ৷ নিউইয়র্কে জারি করা হয় কারফিউ ৷ এই পরিস্থিতিতে প্রাক প্রাথমিকের বইয়েকুৎসিত বোঝাতে কৃষ্ণাঙ্গ ব্যক্তির ছবি প্রকাশ্যে আসার পর থেকে শুরু হয়েছে সমালোচনা, বিতর্ক ৷ কলকাতার বঙ্গবাসী কলেজের অধ্যাপকসুদীপ মজুমদার বলেন, "মেয়েকে পড়াতেগিয়ে দেখতে পাই প্রি প্রাইমারি বইতে অক্ষর চেনাতে গিয়ে ইউ ফর আগলি কথা ব্যবহার করাহয়েছে। পাশে দেওয়া হয়েছে একজন কৃষ্ণাঙ্গ বর্ণের মানুষের ছবি। ফলে একজন অভিভাবক ওশিক্ষক হিসেবে বিচলিত হয়ে পড়ি। কারণ কৃষ্ণাঙ্গ বর্ণের মানুষের ছবি দিয়ে অক্ষরচেনানো হলে শিশু মনে প্রতিক্রিয়া হবে। তারা কুৎসিত শব্দটাকে চিনবে অন্যভাবে। তাইবিষয়টি প্রাইমারি স্কুল পরিদর্শকের নজরে এনেছি । স্কুল কর্তৃপক্ষের নজরে আনছি।"এনিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে মুখ খুলতে চায়নি কর্তৃপক্ষ।
পূর্ব বর্ধমানেরজেলাশাসক বিজয় ভারতী বলেন,"কী করে স্কুলকর্তৃপক্ষ ওই বই রেফারেন্স বই হিসাবে বাছাই করেছিল সেটা তদন্ত করে রিপোর্ট দিতেবলা হয়েছে। যে শিক্ষক বা শিক্ষিকা বইটি পড়ান তাঁদেরই বইয়ের প্রতি দায়িত্ব বেশিথেকে যায়। এছাড়া জেলায় অন্য কোনও প্রাথমিক স্কুলে এই বই পড়ানো হচ্ছে কিনা সেটাওখতিয়ে দেখতে বলা হয়েছে ।
কীভাবে হয়েছিল প্রি প্রাইমারির বই বাছাই? তদন্তের নির্দেশ জেলাশাসকের