বর্ধমান, 18 সেপ্টেম্বর : এখন থেকে একটা ক্লিকেই মিলবে বর্ধমান পৌরসভার সমস্ত পরিষেবা । শনিবার থেকে বর্ধমান পৌরসভায় ডিজিটাল পরিষেবা চালু হয়েছে । পৌরসভার নির্দিষ্ট অ্যাপে গিয়ে শহরবাসী যেকোনও পরিষেবা পেতে পারেন । সেইসঙ্গে অ্যাপসের মাধ্যমে জানানো যাবে অভাব অভিযোগ । একথা জানিয়েছেন বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায় ।
দীর্ঘদিন ধরে বর্ধমান পৌরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে শহরবাসী । তাঁদের অভিযোগ, পৌরসভায় কোনও কাজের জন্য একাধিকবার গেলেও সেই পরিষেবা পাওয়া যায় না । এমনকি বিভিন্ন কাজের জন্য বেশি টাকা দাবি করা হয় । এরপর মাসের পর মাস কেটে গেল সমস্যা সমাধান হয় না । তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, মানুষের দুয়ারে নয়, ঘরের অন্দরে পৌরসভাকে নিয়ে যেতে হবে । সে কথা মাথায় রেখেই বর্ধমান পৌরসভায় ডিজিটাল পরিষেবা চালু করার চিন্তাভাবনা করেছিল নতুন প্রশাসক মন্ডলী । সেইমতো শনিবার থেকে ডিজিটালের মাধ্যমে পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে ।
আরও পড়ুন : Lakshmi Bhandar Scheme : বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও লক্ষীর ভান্ডার প্রকল্পের যৌক্তিকতা নিয়ে উঠছে প্রশ্ন
এই বিষয়ে বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায় বলেন, মানুষের হয়রানি কমাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন পৌরসভাকে মানুষের ঘরের অন্দরে নিয়ে যেতে । বর্ধমান পৌরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল ৷ সেই অভিযোগ যাতে আর না ওঠে সেই জন্য ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই সব সমস্যার সমাধান করতে পারবেন । মোবাইলে পৌরসভার নির্দিষ্ট অ্যাপসে গিয়ে তারা বাড়ির ট্যাক্স মিউটেশন সহ সমস্ত পরিষেবা পাবেন । এছাড়া কারও যদি কোনও অভিযোগ থাকে সেই অভিযোগও তাঁরা অ্যাপসের মাধ্যমে জানাতে পারবেন । মানুষের হয়রানি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।