ETV Bharat / state

রেললাইন থেকে উদ্ধার শিক্ষকের ছিন্নভিন্ন দেহ - kalna teacher death body

রেললাইন থেকে এক শিক্ষকের ছিন্নভিন্ন দেহ উদ্ধার হল ৷ মৃত ওই শিক্ষকের নাম মলয় প্রামাণিক (36) ৷  তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের কালনার ধাত্রীগ্রামের মালতিপুর এলাকায় ৷

প্রতীকী ছবি
author img

By

Published : Aug 17, 2019, 11:51 PM IST

কালনা, 17 অগাস্ট : রেললাইন থেকে এক শিক্ষকের ছিন্নভিন্ন দেহ উদ্ধার হল ৷ কালনা-গুপ্তিপাড়া রেললাইনের মাঝখান থেকে ওই শিক্ষকের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে কালনা GRP ৷

মৃত ওই শিক্ষকের নাম মলয় প্রামাণিক (36) ৷ তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের কালনার ধাত্রীগ্রামের মালতিপুর এলাকায় ৷ জানা গেছে, মলয়বাবু নাগরগাছি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন ৷ আজ সকালে কালনা-গুপ্তিপাড়া রেললাইনের মাঝে স্থানীয়রা একটি ছিন্নভিন্ন দেখে পুলিশে খবর দেন ৷ কালনা GRP ঘটনাস্থানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ৷ পরে তথ্যপ্রমাণ দেখে মৃতের পরিবারকে খবর দেওয়া হলে তারা মৃতদেহ শনাক্ত করেন ৷

আরও পড়ুন: চিন্তন শিবিরের মাঝে জেলা সভাপতিকে সরানোর দাবি BJP কর্মীদেরই !

মৃতের পরিবার জানায়, আজ সকালে মলয় স্কুল গেলেও বাড়ি ফেরেনি । স্থানীয়দের দাবি, একটি মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল ওই শিক্ষকের ৷ মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মলয়বাবু আত্মহত্যা করেছেন ৷

কালনা, 17 অগাস্ট : রেললাইন থেকে এক শিক্ষকের ছিন্নভিন্ন দেহ উদ্ধার হল ৷ কালনা-গুপ্তিপাড়া রেললাইনের মাঝখান থেকে ওই শিক্ষকের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে কালনা GRP ৷

মৃত ওই শিক্ষকের নাম মলয় প্রামাণিক (36) ৷ তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের কালনার ধাত্রীগ্রামের মালতিপুর এলাকায় ৷ জানা গেছে, মলয়বাবু নাগরগাছি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন ৷ আজ সকালে কালনা-গুপ্তিপাড়া রেললাইনের মাঝে স্থানীয়রা একটি ছিন্নভিন্ন দেখে পুলিশে খবর দেন ৷ কালনা GRP ঘটনাস্থানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ৷ পরে তথ্যপ্রমাণ দেখে মৃতের পরিবারকে খবর দেওয়া হলে তারা মৃতদেহ শনাক্ত করেন ৷

আরও পড়ুন: চিন্তন শিবিরের মাঝে জেলা সভাপতিকে সরানোর দাবি BJP কর্মীদেরই !

মৃতের পরিবার জানায়, আজ সকালে মলয় স্কুল গেলেও বাড়ি ফেরেনি । স্থানীয়দের দাবি, একটি মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল ওই শিক্ষকের ৷ মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মলয়বাবু আত্মহত্যা করেছেন ৷

Intro:রেললাইন থেকে উদ্ধার শিক্ষকের ছিন্নভিন্ন দেহ

সন্তোষ দাস, কালনা


রেললাইন থেকে এক শিক্ষকের ছিন্নভিন্ন দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দেখা দিয়েছে মৃত্যু নিয়েও রহস্য।

মৃত ওই শিক্ষকের নাম মলয় প্রামাণিক(৩৬)। তার বাড়ি কালনার ধাত্রীগ্রামের মালতিপুর এলাকায়।তিনি নাগরগাছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতেন বলে জানা যায়। কালনা-গুপ্তিপাড়া রেললাইনের মাঝখান থেকে ছিন্নভিন্ন দেহ উদ্ধার করেন কালনা জিআরপি।শনিবার মৃতদেহ ময়নাতদন্ত করা হয় কালনা হাসপাতালে।প্রাথমিকভাবে পুলিশ এই ঘটনা আত্মহত্যা বলে মনে করলেও এই মৃত্যু রহস্যজনক বলেই মনে করছেন শিক্ষকের পরিবার।
স্থানীয় ও জিআরপিসূত্রে জানা যায় যে,কালনা ও গুপ্তিপাড়া রেললাইনের মাঝে একটি ছিন্নভিন্ন দেহ শুক্রবার বিকালের দিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।পরে কালনা জিআরপি ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন।পরে তথ্যপ্রমাণাদি দেখে মৃতের পরিবারকে খবর দেওয়া হলে তারা মৃতদেহ সনাক্ত করেন।তার পরিবার জানায় শুক্রবার তিনি স্কুলেও যান।কিন্তু স্কুল থেকে তিনি আর বাড়ি ফেরেননি।স্থানীয়দের দাবি একটি মেয়ের ভালোবাসার সম্পর্ক ছিলো ওই শিক্ষকের।মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।পুলিশ এই মৃত্যুর ঘটনা প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করলেও এই ঘটনা রহস্যজনক বলেই মনে করছেন বলে জানান শিক্ষকের পরিবার।মা রিক্তা প্রামাণিক ছেলের মৃত্যুর সঠিক তদন্তের দাবি তোলেন।Body:রেললাইন থেকে Conclusion:উদ্ধার শিক্ষকের দেহ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.