ETV Bharat / state

তিন রাজ্যে একাধিক ট্রেন ডাকাতি, গ্রেপ্তার ছোট্টু

author img

By

Published : Jul 27, 2019, 8:44 PM IST

পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার ও ঝাড়খণ্ডে ছোট্টুর বিরুদ্ধে একাধিক ট্রেন ডাকাতির অভিযোগ ছিল ৷ কয়েকদিন আগে গৌড় এক্সপ্রেসে ডাকাতি করে ৷ আজ বর্ধমান এবং হাওড়া GRP যৌথ অভিযান চালিয়ে মালদা থেকে তাকে গ্রেপ্তার করে ।

ফাইল ফোটো

বর্ধমান, 27 জুলাই : গৌড় এক্সপ্রেসে ডাকাতির ঘটনায় ছোট্টু পোদ্দার নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বর্ধমান GRP । গৌড় এক্সপ্রেস সহ নানা ট্রেনে চুরি ছিনতাইয়ের ঘটনায় দীর্ঘদিন ধরে ছোট্টুর খোঁজে ছিল পুলিশ । আজ বর্ধমান এবং হাওড়া GRP যৌথ অভিযান চালিয়ে মালদা থেকে তাকে গ্রেপ্তার করে ।

কয়েকদিন আগে, নওদার ঢাল স্টেশন পার করে মালদার দিকে যাচ্ছিল গৌড় এক্সপ্রেস ৷ সেই সময় বাতানুকূল টু টিয়ার কামরায় উঠে পড়ে একদল দুষ্কৃতী৷ যাত্রীদের মারধর করে তাদের মোবাইল ফোন, ল্যাপটপ, টাকা ও অন্যান্য সামগ্রী ছিনিয়ে নেয় ৷ পরে ট্রেনের চেইন টেনে গুসকরা স্টেশন নেমে যায় । ঘটনায় রিচা জিহান ও দেবলীনা সিংহ নামে দুই মহিলা যাত্রী আহত হন । যাত্রীরা প্রথমে সাঁইথিয়া ও পরে মালদা স্টেশনে অভিযোগ দায়ের করে । তদন্তে নামে বর্ধমান GRP ৷ শেষমেশ বর্ধমান ও হাওড়া GRP যৌথভাবে অভিযান চালিয়ে মালদা থেকে গ্রেপ্তার করে ছোট্টুকে ।

পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার ও ঝাড়খণ্ডে ছোট্টুর বিরুদ্ধে একাধিক ট্রেন ডাকাতির অভিযোগ ছিল ৷ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল পুলিশ ৷ আজ ছোট্টু পোদ্দারকে পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হয় ৷ সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে ৷

বর্ধমান, 27 জুলাই : গৌড় এক্সপ্রেসে ডাকাতির ঘটনায় ছোট্টু পোদ্দার নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বর্ধমান GRP । গৌড় এক্সপ্রেস সহ নানা ট্রেনে চুরি ছিনতাইয়ের ঘটনায় দীর্ঘদিন ধরে ছোট্টুর খোঁজে ছিল পুলিশ । আজ বর্ধমান এবং হাওড়া GRP যৌথ অভিযান চালিয়ে মালদা থেকে তাকে গ্রেপ্তার করে ।

কয়েকদিন আগে, নওদার ঢাল স্টেশন পার করে মালদার দিকে যাচ্ছিল গৌড় এক্সপ্রেস ৷ সেই সময় বাতানুকূল টু টিয়ার কামরায় উঠে পড়ে একদল দুষ্কৃতী৷ যাত্রীদের মারধর করে তাদের মোবাইল ফোন, ল্যাপটপ, টাকা ও অন্যান্য সামগ্রী ছিনিয়ে নেয় ৷ পরে ট্রেনের চেইন টেনে গুসকরা স্টেশন নেমে যায় । ঘটনায় রিচা জিহান ও দেবলীনা সিংহ নামে দুই মহিলা যাত্রী আহত হন । যাত্রীরা প্রথমে সাঁইথিয়া ও পরে মালদা স্টেশনে অভিযোগ দায়ের করে । তদন্তে নামে বর্ধমান GRP ৷ শেষমেশ বর্ধমান ও হাওড়া GRP যৌথভাবে অভিযান চালিয়ে মালদা থেকে গ্রেপ্তার করে ছোট্টুকে ।

পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার ও ঝাড়খণ্ডে ছোট্টুর বিরুদ্ধে একাধিক ট্রেন ডাকাতির অভিযোগ ছিল ৷ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল পুলিশ ৷ আজ ছোট্টু পোদ্দারকে পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হয় ৷ সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে ৷

Intro:গৌড় এক্সপ্রেসের ডাকাতির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত

পুলক যশ, বর্ধমান

গৌড় এক্সপ্রেস এ ডাকাতির ঘটনায় বর্ধমান জিআরপি ছোট্টু পোদ্দার নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল। রেলের দাবি গৌড় এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেনে চুরি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ দীর্ঘদিন ধরে ছোট্টুর খোঁজে তল্লাশি চালাচ্ছিল। এদিন বর্ধমান এবং হাওড়া জিআরপি যৌথ অভিযান চালিয়ে মালদা থেকে তাকে গ্রেপ্তার করে।ছোট্টু পোদ্দারকে পূর্ব বর্ধমান জেলা আদালতে তুলে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে কিছুদিন আগে নওয়াদার ঢাল স্টেশন পার করে গৌড় এক্সপ্রেস যখন মালদার দিকে যাচ্ছিল সেই সময় বাতানুকূল টু টিয়ার এ-২ ও এ-৩ কামড়ায় দুষ্কৃতীরা উঠে পড়ে। তারা যাত্রীদের মারধর করে মোবাইল ফোন ল্যাপটপ টাকা পয়সা সম্প্রদায় অন্যান্য দ্রব্য সামগ্রী ছিনিয়ে নিয়ে নেওয়ার পরে ট্রেনের চেইন টেনে দিয়ে গুসকরা স্টেশন নেমে পড়ে।ঘটনায় রিচা জিহান ও দেবলীনা সিংহ নামে দুই মহিলা যাত্রীও আহত হন। যাত্রীরা প্রথমে সাঁইথিয়া উপরে মালদা স্টেশনে অভিযোগ দায়ের করে। এরপর তদন্তে নামে বর্ধমান জিআরপি বর্ধমান জিআরপি এবং হাওড়া জিআরপি যৌথভাবে অভিযান চালিয়ে মালদা থেকে তাকে গ্রেপ্তার করে।Body:গৌড় এক্সপ্রেসের Conclusion:ডাকাতি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.