বর্ধমান, 1 জানুয়ারি : তৃণমূল কংগ্রেসের কম্বল বিতরণ অনুষ্ঠানে শিকেয় কোভিড-বিধি ৷ প্রচন্ড ভিড়ে ঠেলাঠেলির জেরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন । তাদের তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানে (crowd overflowed at TMC blanket distribution ceremony) ।
তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্ধমানের কার্জন গেট এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় । সেখানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস-সহ অন্যান্যরা । বিকেল থেকেই এই অনুষ্ঠানকে ঘিরে মানুষের ভিড় উপচে পড়ে । চার হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় (TMC blanket distribution) ।
আরও পড়ুন : চন্দননগরে দুই ওয়ার্ডে স্বামী-স্ত্রীকে টিকিট দিল তৃণমূল
ঠিক সন্ধে নামার মুখে কম্বল নেওয়াকে কেন্দ্র করে ব্যাপক ঠেলাঠেলি শুরু হয় । সেই সময় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন । বাধ্য হয়ে কিছুক্ষণের জন্য কম্বল বিতরণ অনুষ্ঠান বন্ধ রাখা হয় । অসুস্থদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । বিষয়টি নিয়ে সরব হয়েছে জেলা বিজেপি ।