ETV Bharat / state

CPM Deputation: পঞ্চায়েত ভোট সংক্রান্ত একাধিক অভিযোগ নিয়ে জেলাশাসককে ডেপুটেশন বামেদের - several complaints related to Panchayat polls

CPM Deputation to District Magistrate: ভোট লুঠ ও গণনায় কারচুপি-সহ একাধিক অভিযোগ নিয়ে জেলাশাসকের দ্বারস্থ হল সিপিএম ৷ রবিবার মিছিল করে জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দেয় তারা ৷

CPM
বামেদের ডেপুটেশন
author img

By

Published : Jul 25, 2023, 2:20 PM IST

বর্ধমান, 25 জুলাই: জেলা জুড়ে ভোট লুঠ ও গণনায় কারচুপির অভিযোগ তুলে জেলাশাসককে ডেপুটেশন দিল সিপিএম । সোমবার দুপুরে বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে মিছিল করে বাম নেতৃত্ব । পরে তারা জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দেয় । বামেদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মনোনয়ন জমা দিতে গিয়ে বেশ কিছু ব্লকে বিডিও দফতরের সামনে তাদের কর্মীদের উপরে আক্রমণ করা হয় ৷ এর মধ্যে রয়েছে বর্ধমান সদর 1 ও সদর 2 ব্লক, মঙ্গলকোট, কেতুগ্রাম 1 ও 2 ব্লক, আউশগ্রাম, গলসি, খণ্ডঘোষ-সহ বিভিন্ন জায়গা ।

তার মধ্যে পূর্ব বর্ধমানের বড়শুলের ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল । সেখানে মনোনয়নকে কেন্দ্র করে তৃণমূল ও সিপিএমের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা ৷ ঘটনায় আহত হন একাধিক দলের কর্মী ৷ এমনটাই দাবি করেছিল সিপিএম ৷ বিডিও অফিসগুলিতে কোন প্রস্তুতি ছিল না বলে তারা অভিযোগ করে ৷ কিন্তু এরপরেও কীভাবে মাত্র দু'দিনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 5220টি মনোনয়ন জমা পড়ে সেই প্রশ্নই তুলেছে বাম শিবির । পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের দিনে কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ভোট ও গণনার সময় জেলার অনেক বুথেই দেখা মেলেনি সিআরপিএফের । বামেদের দাবি, আউশগ্রামে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হাতে সিপিএমের কর্মী রাজীবুল হকের মৃত্যু হয় । ভোটের দিন সিপিএমের সমর্থক পুলক সরকার আক্রান্ত হন ও পরে এনআরএসে তাঁর মৃত্যু হয় । এছাড়া নির্বাচনের দিন পুলিশ ও বিডিওর সামনে সিপিএমের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি ।

আরও পড়ুন: 44টি ব্যালট উদ্ধারের দাবি সিপিএমের, তৃণমূল বলছে 'পূর্ব পরিকল্পিত চাল'

সিপিএমের আরও অভিযোগ, মেমারি, ভাতার, পূর্বস্থলী-সহ বেশ কিছু এলাকা থেকে ব্যালট পেপার উদ্ধার হয়েছে । কয়েকটি এলাকায় সিপিএমের প্রার্থীরা জিতলেও তাদের কারচুপি করে হারিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ । এছাড়া ভোট পরবর্তী সন্ত্রাসে খণ্ডঘোষ, গলসি, বর্ধমান সদর 1 ব্লকে অনেক সিপিএমের কর্মীর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে । ফলে এই সমস্ত ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে সরব হয়েছে বাম নেতৃত্ব ।

বর্ধমান, 25 জুলাই: জেলা জুড়ে ভোট লুঠ ও গণনায় কারচুপির অভিযোগ তুলে জেলাশাসককে ডেপুটেশন দিল সিপিএম । সোমবার দুপুরে বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে মিছিল করে বাম নেতৃত্ব । পরে তারা জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দেয় । বামেদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মনোনয়ন জমা দিতে গিয়ে বেশ কিছু ব্লকে বিডিও দফতরের সামনে তাদের কর্মীদের উপরে আক্রমণ করা হয় ৷ এর মধ্যে রয়েছে বর্ধমান সদর 1 ও সদর 2 ব্লক, মঙ্গলকোট, কেতুগ্রাম 1 ও 2 ব্লক, আউশগ্রাম, গলসি, খণ্ডঘোষ-সহ বিভিন্ন জায়গা ।

তার মধ্যে পূর্ব বর্ধমানের বড়শুলের ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল । সেখানে মনোনয়নকে কেন্দ্র করে তৃণমূল ও সিপিএমের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা ৷ ঘটনায় আহত হন একাধিক দলের কর্মী ৷ এমনটাই দাবি করেছিল সিপিএম ৷ বিডিও অফিসগুলিতে কোন প্রস্তুতি ছিল না বলে তারা অভিযোগ করে ৷ কিন্তু এরপরেও কীভাবে মাত্র দু'দিনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 5220টি মনোনয়ন জমা পড়ে সেই প্রশ্নই তুলেছে বাম শিবির । পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের দিনে কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ভোট ও গণনার সময় জেলার অনেক বুথেই দেখা মেলেনি সিআরপিএফের । বামেদের দাবি, আউশগ্রামে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হাতে সিপিএমের কর্মী রাজীবুল হকের মৃত্যু হয় । ভোটের দিন সিপিএমের সমর্থক পুলক সরকার আক্রান্ত হন ও পরে এনআরএসে তাঁর মৃত্যু হয় । এছাড়া নির্বাচনের দিন পুলিশ ও বিডিওর সামনে সিপিএমের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি ।

আরও পড়ুন: 44টি ব্যালট উদ্ধারের দাবি সিপিএমের, তৃণমূল বলছে 'পূর্ব পরিকল্পিত চাল'

সিপিএমের আরও অভিযোগ, মেমারি, ভাতার, পূর্বস্থলী-সহ বেশ কিছু এলাকা থেকে ব্যালট পেপার উদ্ধার হয়েছে । কয়েকটি এলাকায় সিপিএমের প্রার্থীরা জিতলেও তাদের কারচুপি করে হারিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ । এছাড়া ভোট পরবর্তী সন্ত্রাসে খণ্ডঘোষ, গলসি, বর্ধমান সদর 1 ব্লকে অনেক সিপিএমের কর্মীর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে । ফলে এই সমস্ত ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে সরব হয়েছে বাম নেতৃত্ব ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.