ETV Bharat / state

CPIM : লক আপে মহিলা কর্মীদের ধর্ষণের হুমকি দিয়েছে পুলিশ, অভিযোগ সিপিএমের

বুধবার বর্ধমান শহরের কার্জনগেট চত্বরে চোর ধরো জেল ভরো আন্দোলন কর্মসূচি ছিল ৷ সেই সময় ব্যাপক বিশৃঙ্খলা হয় ৷ সিপিএমের (CPIM) অভিযোগ, পুলিশ বিনা প্ররোচনায় তাদের উপরে অত্যাচার করেছে । থানায় নিয়ে যাওয়ার পর মহিলা কর্মীদের ধর্ষণের হুমকিও (Rape Threat) দিয়েছে ৷

CPIM Alleged that Police gives Rape Threat to Female Leaders in Burdwan
CPIM : লক আপে মহিলা কর্মীদের ধর্ষণের হুমকি দিয়েছে পুলিশ, অভিযোগ সিপিএমের
author img

By

Published : Sep 1, 2022, 8:30 PM IST

বর্ধমান, 1 সেপ্টেম্বর : রাজনৈতিক কর্মীদের গ্রেফতার করার পরে যে ধরনের আচরণ করা উচিত, পুলিশ সেই আচরণ করেনি । বরং সিপিএমের (CPIM) কর্মীদের সঙ্গে শত্রু হিসেবে চিহ্নিত করে, তাঁদের সঙ্গে অন্যায় ভাবে অত্যাচার করেছে । এমনকি মহিলা কর্মীদের ধর্ষণ করারও হুমকি (Rape Threat) দিয়েছে পুলিশ ৷ বৃহস্পতিবার এমনই অভিযোগ তুলেছে সিপিএম ।

সিপিএমের অভিযোগ, বুধবার বর্ধমান শহরের কার্জনগেট চত্বরে চোর ধরো জেল ভরো আন্দোলন করার সময় পুলিশ বিনা প্ররোচনায় তাদের উপরে অত্যাচার করেছে । এরপর সিপিএমের কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় তাঁদের গাড়ি আটকে ভাঙচুর করা হয় । 31 জন মহিলা কর্মী-সহ 173 জনকে পুলিশ গ্রেফতার করেছে ।

সিপিএম নেত্রী পৃথা তা বলেন, ‘‘আমাদের উপরে পুলিশ অত্যাচার করেছে । শুধু আমার বলে বলছি না । আমাদের অনেকেরই কারও হাত ভেঙেছে পা ভেঙেছে, মাথা ফেটেছে । পুলিশ কোনোভাবেই কালকে রাজনৈতিক ব্যক্তিদের ধরলে যে আচরণ করা উচিত, সেই আচরণ করেনি । পুলিশ ব্যক্তিগত শত্রু হিসেবে সিপিএমের কর্মীদের সঙ্গে আচরণ করেছে ।’’

তাঁর অভিযোগ, ‘‘থানার হাবিলদার থেকে সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) কেউ আমাদের ছাড়েনি । আমরা লক আপের ভিতরে আছি বাইরে থেকে আমাদের মহিলাদের সঙ্গে কুৎসিত অঙ্গভঙ্গি করা হয়েছে ৷ ধর্ষণ করার হুমকি দেওয়া হয়েছে । থানায় নিয়ে যাওয়ার আগে ও পরে পুলিশ আমায় পিটিয়েছে এবং বেশির ক্ষেত্রেই তারা পুরুষ পুলিশ । শুধু আমাকেই নয়, আমাদের মহিলা কর্মীদেরও পুরুষ পুলিশের অত্যাচার সহ্য করতে হয়েছে ।’’

লক আপে মহিলা কর্মীদের ধর্ষণের হুমকি দিয়েছে পুলিশ, অভিযোগ সিপিএমের

সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অপূর্ব চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা কাল সুষ্ঠভাবে আন্দোলনে নেমেছিলাম । কিন্তু বিনা প্ররোচনায় পুলিশ আমাদের উপরে হামলা করেছে । আমাদের মহিলা কর্মীদের উপরে পুলিশ হামলা করেছে । তাদের মধ্যে বেশিরভাগই ছিল পুরুষ পুলিশ । এমনকি মহিলাদের ধর্ষণ করারও হুমকি দেওয়া হয়েছে ।’’

এদিকে বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস হুমকি দিয়ে বলেছেন, তাঁদের পাঁচ মিনিট সময় লাগবে না তাঁরা দেখিয়ে দেবেন তাণ্ডব কাকে বলে । এমনকি গতকাল জেলার হাজার হাজার তৃণমূল (Trinamool Congress) কর্মী জেলা সিপিএমের অফিস ভাঙচুর করার পরিকল্পনা করেছিলেন । তৃণমূল কংগ্রেসের কলকাতা নেতৃত্ব শান্ত থাকার নির্দেশ দিলে তাঁরা থেমে যান । বিধায়কের কথা প্রসঙ্গে সিপিএমেরজেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অপূর্ব চট্টোপাধ্যায়ের পালটা হুঁশিয়ারি, ওরা দলীয় কার্যালয়ে ভাঙচুর করতেই পারে । কিন্তু তাদের এর মূল্য চোকাতে হবে । এছাড়া যেভাবে পুলিশ দলদাসে পরিণত হয়ে মহিলা কর্মীদের ধর্ষণের হুমকি দিয়েছে বলে অভিযোগ যে উঠেছে তার নিন্দা করেছেন তাঁরা ।

আরও পড়ুন : বামেদের কর্মসূচি ঘিরে রণক্ষেত্র বর্ধমান

বর্ধমান, 1 সেপ্টেম্বর : রাজনৈতিক কর্মীদের গ্রেফতার করার পরে যে ধরনের আচরণ করা উচিত, পুলিশ সেই আচরণ করেনি । বরং সিপিএমের (CPIM) কর্মীদের সঙ্গে শত্রু হিসেবে চিহ্নিত করে, তাঁদের সঙ্গে অন্যায় ভাবে অত্যাচার করেছে । এমনকি মহিলা কর্মীদের ধর্ষণ করারও হুমকি (Rape Threat) দিয়েছে পুলিশ ৷ বৃহস্পতিবার এমনই অভিযোগ তুলেছে সিপিএম ।

সিপিএমের অভিযোগ, বুধবার বর্ধমান শহরের কার্জনগেট চত্বরে চোর ধরো জেল ভরো আন্দোলন করার সময় পুলিশ বিনা প্ররোচনায় তাদের উপরে অত্যাচার করেছে । এরপর সিপিএমের কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় তাঁদের গাড়ি আটকে ভাঙচুর করা হয় । 31 জন মহিলা কর্মী-সহ 173 জনকে পুলিশ গ্রেফতার করেছে ।

সিপিএম নেত্রী পৃথা তা বলেন, ‘‘আমাদের উপরে পুলিশ অত্যাচার করেছে । শুধু আমার বলে বলছি না । আমাদের অনেকেরই কারও হাত ভেঙেছে পা ভেঙেছে, মাথা ফেটেছে । পুলিশ কোনোভাবেই কালকে রাজনৈতিক ব্যক্তিদের ধরলে যে আচরণ করা উচিত, সেই আচরণ করেনি । পুলিশ ব্যক্তিগত শত্রু হিসেবে সিপিএমের কর্মীদের সঙ্গে আচরণ করেছে ।’’

তাঁর অভিযোগ, ‘‘থানার হাবিলদার থেকে সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) কেউ আমাদের ছাড়েনি । আমরা লক আপের ভিতরে আছি বাইরে থেকে আমাদের মহিলাদের সঙ্গে কুৎসিত অঙ্গভঙ্গি করা হয়েছে ৷ ধর্ষণ করার হুমকি দেওয়া হয়েছে । থানায় নিয়ে যাওয়ার আগে ও পরে পুলিশ আমায় পিটিয়েছে এবং বেশির ক্ষেত্রেই তারা পুরুষ পুলিশ । শুধু আমাকেই নয়, আমাদের মহিলা কর্মীদেরও পুরুষ পুলিশের অত্যাচার সহ্য করতে হয়েছে ।’’

লক আপে মহিলা কর্মীদের ধর্ষণের হুমকি দিয়েছে পুলিশ, অভিযোগ সিপিএমের

সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অপূর্ব চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা কাল সুষ্ঠভাবে আন্দোলনে নেমেছিলাম । কিন্তু বিনা প্ররোচনায় পুলিশ আমাদের উপরে হামলা করেছে । আমাদের মহিলা কর্মীদের উপরে পুলিশ হামলা করেছে । তাদের মধ্যে বেশিরভাগই ছিল পুরুষ পুলিশ । এমনকি মহিলাদের ধর্ষণ করারও হুমকি দেওয়া হয়েছে ।’’

এদিকে বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস হুমকি দিয়ে বলেছেন, তাঁদের পাঁচ মিনিট সময় লাগবে না তাঁরা দেখিয়ে দেবেন তাণ্ডব কাকে বলে । এমনকি গতকাল জেলার হাজার হাজার তৃণমূল (Trinamool Congress) কর্মী জেলা সিপিএমের অফিস ভাঙচুর করার পরিকল্পনা করেছিলেন । তৃণমূল কংগ্রেসের কলকাতা নেতৃত্ব শান্ত থাকার নির্দেশ দিলে তাঁরা থেমে যান । বিধায়কের কথা প্রসঙ্গে সিপিএমেরজেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অপূর্ব চট্টোপাধ্যায়ের পালটা হুঁশিয়ারি, ওরা দলীয় কার্যালয়ে ভাঙচুর করতেই পারে । কিন্তু তাদের এর মূল্য চোকাতে হবে । এছাড়া যেভাবে পুলিশ দলদাসে পরিণত হয়ে মহিলা কর্মীদের ধর্ষণের হুমকি দিয়েছে বলে অভিযোগ যে উঠেছে তার নিন্দা করেছেন তাঁরা ।

আরও পড়ুন : বামেদের কর্মসূচি ঘিরে রণক্ষেত্র বর্ধমান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.