বর্ধমান, 1 সেপ্টেম্বর : রাজনৈতিক কর্মীদের গ্রেফতার করার পরে যে ধরনের আচরণ করা উচিত, পুলিশ সেই আচরণ করেনি । বরং সিপিএমের (CPIM) কর্মীদের সঙ্গে শত্রু হিসেবে চিহ্নিত করে, তাঁদের সঙ্গে অন্যায় ভাবে অত্যাচার করেছে । এমনকি মহিলা কর্মীদের ধর্ষণ করারও হুমকি (Rape Threat) দিয়েছে পুলিশ ৷ বৃহস্পতিবার এমনই অভিযোগ তুলেছে সিপিএম ।
সিপিএমের অভিযোগ, বুধবার বর্ধমান শহরের কার্জনগেট চত্বরে চোর ধরো জেল ভরো আন্দোলন করার সময় পুলিশ বিনা প্ররোচনায় তাদের উপরে অত্যাচার করেছে । এরপর সিপিএমের কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় তাঁদের গাড়ি আটকে ভাঙচুর করা হয় । 31 জন মহিলা কর্মী-সহ 173 জনকে পুলিশ গ্রেফতার করেছে ।
সিপিএম নেত্রী পৃথা তা বলেন, ‘‘আমাদের উপরে পুলিশ অত্যাচার করেছে । শুধু আমার বলে বলছি না । আমাদের অনেকেরই কারও হাত ভেঙেছে পা ভেঙেছে, মাথা ফেটেছে । পুলিশ কোনোভাবেই কালকে রাজনৈতিক ব্যক্তিদের ধরলে যে আচরণ করা উচিত, সেই আচরণ করেনি । পুলিশ ব্যক্তিগত শত্রু হিসেবে সিপিএমের কর্মীদের সঙ্গে আচরণ করেছে ।’’
তাঁর অভিযোগ, ‘‘থানার হাবিলদার থেকে সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) কেউ আমাদের ছাড়েনি । আমরা লক আপের ভিতরে আছি বাইরে থেকে আমাদের মহিলাদের সঙ্গে কুৎসিত অঙ্গভঙ্গি করা হয়েছে ৷ ধর্ষণ করার হুমকি দেওয়া হয়েছে । থানায় নিয়ে যাওয়ার আগে ও পরে পুলিশ আমায় পিটিয়েছে এবং বেশির ক্ষেত্রেই তারা পুরুষ পুলিশ । শুধু আমাকেই নয়, আমাদের মহিলা কর্মীদেরও পুরুষ পুলিশের অত্যাচার সহ্য করতে হয়েছে ।’’
সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অপূর্ব চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা কাল সুষ্ঠভাবে আন্দোলনে নেমেছিলাম । কিন্তু বিনা প্ররোচনায় পুলিশ আমাদের উপরে হামলা করেছে । আমাদের মহিলা কর্মীদের উপরে পুলিশ হামলা করেছে । তাদের মধ্যে বেশিরভাগই ছিল পুরুষ পুলিশ । এমনকি মহিলাদের ধর্ষণ করারও হুমকি দেওয়া হয়েছে ।’’
এদিকে বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস হুমকি দিয়ে বলেছেন, তাঁদের পাঁচ মিনিট সময় লাগবে না তাঁরা দেখিয়ে দেবেন তাণ্ডব কাকে বলে । এমনকি গতকাল জেলার হাজার হাজার তৃণমূল (Trinamool Congress) কর্মী জেলা সিপিএমের অফিস ভাঙচুর করার পরিকল্পনা করেছিলেন । তৃণমূল কংগ্রেসের কলকাতা নেতৃত্ব শান্ত থাকার নির্দেশ দিলে তাঁরা থেমে যান । বিধায়কের কথা প্রসঙ্গে সিপিএমেরজেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অপূর্ব চট্টোপাধ্যায়ের পালটা হুঁশিয়ারি, ওরা দলীয় কার্যালয়ে ভাঙচুর করতেই পারে । কিন্তু তাদের এর মূল্য চোকাতে হবে । এছাড়া যেভাবে পুলিশ দলদাসে পরিণত হয়ে মহিলা কর্মীদের ধর্ষণের হুমকি দিয়েছে বলে অভিযোগ যে উঠেছে তার নিন্দা করেছেন তাঁরা ।
আরও পড়ুন : বামেদের কর্মসূচি ঘিরে রণক্ষেত্র বর্ধমান