ETV Bharat / state

'দলীয় কর্মীর গায়ে হাত পড়লে এক ঘণ্টায় জ্বালিয়ে দেব!' তৃণমূল ব্লক সভাপতির হুঁশিয়ারি ঘিরে নিন্দার ঝড়

Controversy on TMC Leader Speech: জনসমক্ষে দাঁড়িয়ে বলছেন দলীয় কর্মীদের গায়ে হাত দিলে 1 ঘণ্টার মধ্যে সব জ্বালিয়ে দেব ৷ ভাতারে তৃণমূলের ব্লক সভাপতির এহেন মন্তব্যে শুরু বিতর্ক ৷

Etv Bharat
ভাতারের তৃণমূল ব্লক সভাপতি বাসুদেব যশ
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 8:12 AM IST

ভাতারের তৃণমূল ব্লক সভাপতি বাসুদেব যশের হুঁশিয়ারি

ভাতার, 27 নভেম্বর: মিটিং থেকে জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতার ৷ রবিবার পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার তৃণমূল বিধায়ক দলীয় মিটিং থেকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন,"বদল নয়, এবার বদলা নেব । কোনও তৃণমূল কর্মীর গায়ে যদি হাত পড়ে তাহলে এক ঘণ্টার মধ্যে জ্বালিয়ে ছাড়খাড় করে দেব ।" এই নিয়েই শুরু রাজনৈতিক চাপানউতোর ।

গত বৃহস্পতিবার ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে 'ইনসাফ যাত্রা' অনুষ্ঠিত হয় ভাতার এলাকায় । এর প্রতিবাদে রবিবার পথে নামে শাসকদল । রবিবার বিকেলে ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর নেতৃত্বে ভাতারের বলগোনা বাজার থেকে ভাতার বাজার পর্যন্ত মিছিল বের হয় । সেখানে তৃণমূল কংগ্রেস অভিযোগ করে, 2011 সালে জানুয়ারি মাসে ভাতার স্কুল নির্বাচনকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনা ঘটে । সিপিএমের দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল । অল্পের জন্য রক্ষা পায় তৃণমূল নেতা মানগোবিন্দ অধিকারী । ফলে আজ ওরা কীভাবে ইনসাফ চাইতে পারে ? ইনসাফ চাইবে তৃণমূল ।

এদিন ভাতার ব্লকের তৃণমূল সভাপতি বাসুদেব যশ হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরাই ইনসাফ চাইছি । আমাদের নেতা মানগোবিন্দ অধিকারী আক্রান্ত হয়েছিলেন । অল্পের জন্য প্রাণে বেঁচে যান । রক্তে লাল হয়ে যায় ভাতার এলাকা ৷ কিন্তু অপরাধীরা কোনও সাজা পায়নি । তাই আমরাও ইনসাফ চাই দোষীদের সাজা হোক । বড় বড় কথা আর মিটিং মিছিল করে কোনও লাভ হবে না । আর যদি মনে করে 34 বছরের মতো আবার আমাদের উপরে হামলা করবে, আমাদের ঠ্যাঙাবে তাহলে মঞ্চ থেকে বলে যাচ্ছি একটা তৃণমূল কর্মীর গায়ে যদি হাত পড়ে তাহলে এক ঘণ্টার মধ্যে সেখানে জ্বালিয়ে ছাড়খাড় করে দেব ।"

জনসমক্ষে দাঁড়িয়ে এভাবে জ্বালিয়ে দেওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন এই তৃণমূল নেতা ৷

আরও পড়ুন :

1 বিডিও নিয়োগের তথ্য না পেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

2 আপনার চাকরি করা দুঃসাধ্য হয়ে যাবে, বিডিওকে হুঁশিয়ারি জেলা বিজেপি সভাপতির

3 চোখের আলো প্রকল্প ঘিরে চিকিৎসকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি স্বাস্থ্যভবনের

ভাতারের তৃণমূল ব্লক সভাপতি বাসুদেব যশের হুঁশিয়ারি

ভাতার, 27 নভেম্বর: মিটিং থেকে জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতার ৷ রবিবার পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার তৃণমূল বিধায়ক দলীয় মিটিং থেকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন,"বদল নয়, এবার বদলা নেব । কোনও তৃণমূল কর্মীর গায়ে যদি হাত পড়ে তাহলে এক ঘণ্টার মধ্যে জ্বালিয়ে ছাড়খাড় করে দেব ।" এই নিয়েই শুরু রাজনৈতিক চাপানউতোর ।

গত বৃহস্পতিবার ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে 'ইনসাফ যাত্রা' অনুষ্ঠিত হয় ভাতার এলাকায় । এর প্রতিবাদে রবিবার পথে নামে শাসকদল । রবিবার বিকেলে ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর নেতৃত্বে ভাতারের বলগোনা বাজার থেকে ভাতার বাজার পর্যন্ত মিছিল বের হয় । সেখানে তৃণমূল কংগ্রেস অভিযোগ করে, 2011 সালে জানুয়ারি মাসে ভাতার স্কুল নির্বাচনকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনা ঘটে । সিপিএমের দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল । অল্পের জন্য রক্ষা পায় তৃণমূল নেতা মানগোবিন্দ অধিকারী । ফলে আজ ওরা কীভাবে ইনসাফ চাইতে পারে ? ইনসাফ চাইবে তৃণমূল ।

এদিন ভাতার ব্লকের তৃণমূল সভাপতি বাসুদেব যশ হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরাই ইনসাফ চাইছি । আমাদের নেতা মানগোবিন্দ অধিকারী আক্রান্ত হয়েছিলেন । অল্পের জন্য প্রাণে বেঁচে যান । রক্তে লাল হয়ে যায় ভাতার এলাকা ৷ কিন্তু অপরাধীরা কোনও সাজা পায়নি । তাই আমরাও ইনসাফ চাই দোষীদের সাজা হোক । বড় বড় কথা আর মিটিং মিছিল করে কোনও লাভ হবে না । আর যদি মনে করে 34 বছরের মতো আবার আমাদের উপরে হামলা করবে, আমাদের ঠ্যাঙাবে তাহলে মঞ্চ থেকে বলে যাচ্ছি একটা তৃণমূল কর্মীর গায়ে যদি হাত পড়ে তাহলে এক ঘণ্টার মধ্যে সেখানে জ্বালিয়ে ছাড়খাড় করে দেব ।"

জনসমক্ষে দাঁড়িয়ে এভাবে জ্বালিয়ে দেওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন এই তৃণমূল নেতা ৷

আরও পড়ুন :

1 বিডিও নিয়োগের তথ্য না পেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

2 আপনার চাকরি করা দুঃসাধ্য হয়ে যাবে, বিডিওকে হুঁশিয়ারি জেলা বিজেপি সভাপতির

3 চোখের আলো প্রকল্প ঘিরে চিকিৎসকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি স্বাস্থ্যভবনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.