বর্ধমান, 14 এপ্রিল : জেলা প্রশাসনের তরফে ত্রিস্তরীয় পঞ্চায়েতের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে চলছিল সরকারি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল সাংবাদিকদের। অথচ অনুষ্ঠান চলাকালীন সাংবাদিকদের ছবি তোলার পর সেখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মণ্ডল (Controversy over instruction journalists to leave) । যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া।
বুধবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে জেলার 23টি পঞ্চায়েত সমিতি, 215টি গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে চারটি উন্নয়নমূলক প্রকল্পের নিরিখে বেশ কিছু পঞ্চায়েতকে পুরস্কৃত করা হয়।
সেই অনুষ্ঠান কভার করতে গেলে সাংবাদিকদের কয়েকটা ছবি তোলার পর সেখান থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মণ্ডল সেই সময় সাংবাদিকদের বলেন, "অনুষ্ঠানে ছবি তোলার পরে আপনাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে।" এর জেরে সাংবাদিকরা অনুষ্ঠান বয়কট করেন। যা নিয়ে জেলা প্রশাসনও অস্বস্তিতে পড়েছে।
আরও পড়ুন : পোলিং এজেন্টের উপর হামলার প্রতিবাদে কেন্দা ফাঁড়ি ঘেরাও বিজেপির
জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া বলেন, "বিষয়টা শুনেছি। দুঃখজনক ঘটনা। তথ্য সংস্কৃতি আধিকারিকের সঙ্গে কথা বলব।" বিজেপি নেতা শ্যামল রায় বলেন, "অনুষ্ঠানে সাংবাদিকরা থাকলে পঞ্চায়েতের বিভিন্ন অনিয়মের কথা তারা জানতে পেরে যেত। তাই হয়তো তাদের সেখানে থাকতে দেয়নি। আসলে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের তরফে বিভিন্ন অনিয়ম ধরা পড়ছে। আর এদিন সাংবাদিকদের সেখান থেকে চলে যেতে বলে, সেই কাজে সিলমোহর দিল তথ্য সংস্কৃতি আধিকারিক।"