ETV Bharat / state

Panchayat Election Results 2023: সিপিআইএম জিতলেও জয়ী করা হয় তৃণমূলকে ! গণনায় কারচুপির ভাইরাল অডিয়ো নিয়ে বিতর্ক - viral audio

বর্ধমানে পঞ্চায়েত নির্বাচনে গণনায় কারচুপি সংক্রান্ত একটি অডিয়ো ভাইরাল হওয়ায়, তাই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে ৷ সেই অডিয়োয় দু জন তৃণমূল কর্মীর কথোপকথন রয়েছে বলে অভিযোগ বিরোধীদের ৷ যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

Panchayat Election Results 2023
Panchayat Election Results 2023
author img

By

Published : Jul 16, 2023, 10:48 AM IST

পূর্ব বর্ধমান, 16 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা ভোটের পরে গণনায় কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দল । এ বার গণনায় কারচুপির কথা প্রসঙ্গে একটা অডিয়ো ক্লিপ ভাইরাল হল (অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত)। অডিয়োতে কথোপকথন শুনে দুই তৃণমূল কংগ্রেসের কর্মীর কথাবার্তা বলেই দাবি করছে বিরোধীরা ।

অডিয়ো ক্লিপে বলতে শোনা গিয়েছে, ক্ষেতিয়া ও বাঘাড় গ্রাম পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী জিতলেও সেই ভোটের ফল বদলে দেওয়া হয়েছে । তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দেওয়া হয়েছে । তৃণমূল সূত্রে জানা গিয়েছে, যে দুজনের মধ্যে কথোপকথন হয়েছে, তাঁদের মধ্যে একজন হচ্ছেন বর্ধমান 1নং ব্লকের তৃণমূল কর্মী তন্ময় ঘোষ ও অপরজন তৃণমূল কর্মী শেখ সুকুর । বিষয়টি নিয়ে তৃণমূল নেতৃত্বের দাবি, দলের বিরুদ্ধে মিথ্যে রটানো হচ্ছে । তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

সিপিআইএমের জেলা সম্পাদক সৈয়দ হোসেন বলেন, "অডিয়ো ভাইরাল হয়েছে । যেখানে তৃণমূল নেতার কথোপকথনে ভোট লুট নিয়ে কথাবার্তা হয়েছে । শুধু তাই নয়, বিভিন্ন জায়গা থেকে ব্যালট পেপার উদ্ধার হচ্ছে । তাতে প্রিসাইডিং অফিসারের সই করা আছে । আমাদের এজেন্টদের মারধর করেছে । গণনাকেন্দ্রে ঢুকতে দেয়নি । জনগণের মতের কোনও প্রতিফলন এই গণনার মধ্যে নেই ।"

তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস যদি নিয়ম মেনে নির্বাচনে অংশ নিত, তাহলে তাদের খুঁজে পাওয়া যেত না । মানুষ প্রতিরোধ করে সাহস করে যেটুকু ভোট দিয়েছেন সেই ফলাফলকেও বদলে দেওয়া হল গণনার দিন । সবই প্রকাশ্যে আসতে শুরু করেছে । সিসিটিভি অফ করে ব্যালট বাক্স বদলে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: 'নওশাদরা দরজা খুললেই ভাঙড়ে যাব', বিধায়ককে পালটা শুভেন্দুর

তৃণমূল কংগ্রেসের বর্ধমান 1নং ব্লকের সভাপতি কাকলি তা গুপ্ত বলেন, যে দু'জন ছেলে কথা বলেছে তারা মিথ্যে প্রচার করেছে । সঠিক ভাবে গণনার পরে সেখানে কোনও সুযোগ থাকে না । সেই বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে । অনেক জায়গায় সিপিএম ও বিজেপির এজেন্ট ছিল । যাঁরা কথোপকথন করছেন তাঁদের মধ্যে একজনকে দলে সে ভাবে রাখা হয় না । তাঁরা দলের ক্ষতি করছেন । গণনার ক্ষেত্রে মিথ্যে কথা বলা হচ্ছে । খুব কড়াকড়ি গণনা হয়েছে । যাঁরা কথোপকথন করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

পূর্ব বর্ধমান, 16 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা ভোটের পরে গণনায় কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দল । এ বার গণনায় কারচুপির কথা প্রসঙ্গে একটা অডিয়ো ক্লিপ ভাইরাল হল (অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত)। অডিয়োতে কথোপকথন শুনে দুই তৃণমূল কংগ্রেসের কর্মীর কথাবার্তা বলেই দাবি করছে বিরোধীরা ।

অডিয়ো ক্লিপে বলতে শোনা গিয়েছে, ক্ষেতিয়া ও বাঘাড় গ্রাম পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী জিতলেও সেই ভোটের ফল বদলে দেওয়া হয়েছে । তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দেওয়া হয়েছে । তৃণমূল সূত্রে জানা গিয়েছে, যে দুজনের মধ্যে কথোপকথন হয়েছে, তাঁদের মধ্যে একজন হচ্ছেন বর্ধমান 1নং ব্লকের তৃণমূল কর্মী তন্ময় ঘোষ ও অপরজন তৃণমূল কর্মী শেখ সুকুর । বিষয়টি নিয়ে তৃণমূল নেতৃত্বের দাবি, দলের বিরুদ্ধে মিথ্যে রটানো হচ্ছে । তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

সিপিআইএমের জেলা সম্পাদক সৈয়দ হোসেন বলেন, "অডিয়ো ভাইরাল হয়েছে । যেখানে তৃণমূল নেতার কথোপকথনে ভোট লুট নিয়ে কথাবার্তা হয়েছে । শুধু তাই নয়, বিভিন্ন জায়গা থেকে ব্যালট পেপার উদ্ধার হচ্ছে । তাতে প্রিসাইডিং অফিসারের সই করা আছে । আমাদের এজেন্টদের মারধর করেছে । গণনাকেন্দ্রে ঢুকতে দেয়নি । জনগণের মতের কোনও প্রতিফলন এই গণনার মধ্যে নেই ।"

তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস যদি নিয়ম মেনে নির্বাচনে অংশ নিত, তাহলে তাদের খুঁজে পাওয়া যেত না । মানুষ প্রতিরোধ করে সাহস করে যেটুকু ভোট দিয়েছেন সেই ফলাফলকেও বদলে দেওয়া হল গণনার দিন । সবই প্রকাশ্যে আসতে শুরু করেছে । সিসিটিভি অফ করে ব্যালট বাক্স বদলে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: 'নওশাদরা দরজা খুললেই ভাঙড়ে যাব', বিধায়ককে পালটা শুভেন্দুর

তৃণমূল কংগ্রেসের বর্ধমান 1নং ব্লকের সভাপতি কাকলি তা গুপ্ত বলেন, যে দু'জন ছেলে কথা বলেছে তারা মিথ্যে প্রচার করেছে । সঠিক ভাবে গণনার পরে সেখানে কোনও সুযোগ থাকে না । সেই বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে । অনেক জায়গায় সিপিএম ও বিজেপির এজেন্ট ছিল । যাঁরা কথোপকথন করছেন তাঁদের মধ্যে একজনকে দলে সে ভাবে রাখা হয় না । তাঁরা দলের ক্ষতি করছেন । গণনার ক্ষেত্রে মিথ্যে কথা বলা হচ্ছে । খুব কড়াকড়ি গণনা হয়েছে । যাঁরা কথোপকথন করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.