ETV Bharat / state

কবিগুরুর পাশে মমতা, রাজের ছবি; বিতর্ক বর্ধমানে - Controversy erupts over pictures of Rabindranath Tagore in burdwan

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর ছবি রাখায় বিতর্ক বর্ধমানে ৷

rabindranath contro
rabindranath contro
author img

By

Published : May 9, 2021, 10:29 PM IST

Updated : May 9, 2021, 10:48 PM IST

বর্ধমান, 9 মে :কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160 তম জন্মদিনে তাঁর ছবির পাশে স্থান পেল তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর ছবি । বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর এলাকা এই অনুষ্ঠানকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় ও মা রীনা গঙ্গোপাধ্যায় ।

বর্ধমানের বাজেপ্রতাপপুর এলাকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাপের বাড়ি । আজ বাজেপ্রতাপপুর এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালনের অনুষ্ঠানে কবিগুরুর ছবির দুপাশে দুটি ছবি রাখা হয় । একদিকে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ৷ অন্যদিকে ছিল বিধায়ক রাজ চক্রবর্তীর ছবি । কবিগুরুর ছবিতে মালা দেওয়ার পাশাপাশি বাকিদেরও শ্রদ্ধা নিবেদন করা হয় । যা নিয়েই দেখা দিয়েছে বিতর্ক ।

আরও পড়ুন : সামশেরগঞ্জে এক টাকায় দুপুরের খাবার, বিনামূল্যে ওষুধ-অক্সিজেন

বর্ধমানের মানুষজন বলছেন, কবিগুরুর জন্মদিনে তাঁর ছবির পাশে রাজনৈতিক ব্যক্তিত্বকে পুজো করা হচ্ছে এটা লজ্জার বিষয় । তাদের বক্তব্য, শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্য়ায় দীর্ঘদিন সিপিএমের সঙ্গে যুক্ত ছিলেন । এখন তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত । তাই নিজেকে তৃণমূল প্রমাণ করতে তিনি হয়ত দিকশূন্য হয়ে এই ধরনের কাজ করছেন । বর্ধমান দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী সন্দীপ নন্দী বলেন, "এর থেকে লজ্জাজনক বিষয় আর কী হতে পারে ৷ তৃণমূলের পক্ষেই এটা সম্ভব ৷" বর্ধমানের তৃণমূল নেতৃত্বের পক্ষে বলা হয়, "রবীন্দ্রনাথ সবার উপরে ৷ দলের এরকম কেউ কিছু করেছে কি না খোঁজ নিয়ে দেখতে হবে ৷" যদিও এই বিষয়ে মুখ খুলতে চায়নি দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় ।

কবিগুরুর জন্মদিন পালনের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়া ও রাজ চক্রবর্তী বারাকপুরের বিধায়ক হওয়ায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের নিয়ে এদিন ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

বর্ধমান, 9 মে :কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160 তম জন্মদিনে তাঁর ছবির পাশে স্থান পেল তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর ছবি । বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর এলাকা এই অনুষ্ঠানকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় ও মা রীনা গঙ্গোপাধ্যায় ।

বর্ধমানের বাজেপ্রতাপপুর এলাকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাপের বাড়ি । আজ বাজেপ্রতাপপুর এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালনের অনুষ্ঠানে কবিগুরুর ছবির দুপাশে দুটি ছবি রাখা হয় । একদিকে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ৷ অন্যদিকে ছিল বিধায়ক রাজ চক্রবর্তীর ছবি । কবিগুরুর ছবিতে মালা দেওয়ার পাশাপাশি বাকিদেরও শ্রদ্ধা নিবেদন করা হয় । যা নিয়েই দেখা দিয়েছে বিতর্ক ।

আরও পড়ুন : সামশেরগঞ্জে এক টাকায় দুপুরের খাবার, বিনামূল্যে ওষুধ-অক্সিজেন

বর্ধমানের মানুষজন বলছেন, কবিগুরুর জন্মদিনে তাঁর ছবির পাশে রাজনৈতিক ব্যক্তিত্বকে পুজো করা হচ্ছে এটা লজ্জার বিষয় । তাদের বক্তব্য, শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্য়ায় দীর্ঘদিন সিপিএমের সঙ্গে যুক্ত ছিলেন । এখন তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত । তাই নিজেকে তৃণমূল প্রমাণ করতে তিনি হয়ত দিকশূন্য হয়ে এই ধরনের কাজ করছেন । বর্ধমান দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী সন্দীপ নন্দী বলেন, "এর থেকে লজ্জাজনক বিষয় আর কী হতে পারে ৷ তৃণমূলের পক্ষেই এটা সম্ভব ৷" বর্ধমানের তৃণমূল নেতৃত্বের পক্ষে বলা হয়, "রবীন্দ্রনাথ সবার উপরে ৷ দলের এরকম কেউ কিছু করেছে কি না খোঁজ নিয়ে দেখতে হবে ৷" যদিও এই বিষয়ে মুখ খুলতে চায়নি দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় ।

কবিগুরুর জন্মদিন পালনের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়া ও রাজ চক্রবর্তী বারাকপুরের বিধায়ক হওয়ায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের নিয়ে এদিন ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

Last Updated : May 9, 2021, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.