ETV Bharat / state

Koustav Bagchi Slams Arjun Singh: সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে মাফিয়াদের সম্পর্ক আছে, অভিযোগ কৌস্তভ বাগচীর - শক্তিগড় হাইরোডের উপরে

খুন হওয়া কয়লা মাফিয়া রাজু ঝার সঙ্গে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের সম্পর্ক নিয়ে কটাক্ষ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর ৷ পাশাপাশি খুনের সঙ্গে যে বড় মাথার জড়িয়ে থাকার কথা অর্জুন বলছেন, সাহস থাকলে তার নাম দলের অন্দরে বলুন, সাংসদকে চ্য়ালেঞ্জ ছুড়ে দিলেন কৌস্তভ ৷

Etv Bharat
কৌস্তভ বাগচী
author img

By

Published : Apr 9, 2023, 10:00 PM IST

মাফিয়াদের সঙ্গে সম্পর্ক আছে অর্জুন সিংয়ের, অভিযোগ কৌস্তভ বাগচীর

দুর্গাপুর, 9 এপ্রিল: রাজু ঝা খুনের ঘটনায় অর্জুন সিংয়ের মন্তব্য়ের পালটা দিল কংগ্রেস ৷ আট দিন আগে শক্তিগড় হাইরোডের উপরে ভর সন্ধ্য়ায় খুন হন কয়লা মাফিয়া রাজু ঝা ৷ সেই ঘটনার পরই রাজ্য় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে । বিশেষ করে অর্জুন সিংয়ের মন্তব্য়ের জেরে পরিস্থিতি আরও ঘোরাল হয়েছে ৷ এবার সাংসদের মন্তব্য়কে হাতিয়ার করে রবিবার তাঁকেই বিঁধলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী ৷ রাজু খুনের পিছনে যে বড় মাথার যুক্ত থাকার কথা বলছেন অর্জুন সিং, তাঁর নাম প্রকাশ্য়ে আনতে চ্য়ালেঞ্জ ছুড়লেন কৌস্তভ ৷

2021-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সাংসদ অর্জুন সিং এবং দিলীপ ঘোষদের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন রাজেশ ওরফে রাজু ঝা । তারপর অর্জুন সিং ফের তাঁর পুরনো দল তৃণমূলের ঘরেই ফিরে যান । গত শুক্রবার অর্জুন সিং দুর্গাপুরে রাজু ঝায়ের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন । প্রায় 20 মিনিট রাজুর দুর্গাপুরের বিধাননগরের বাড়িতে ছিলেন তিনি । এরপরই রাজুর খুনের ঘটনায় বিতর্কিত মন্তব্য় করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ৷ তাঁর সাফ বক্তব্য়, এই খুন খুব সাধারণভাবে ঘটেনি । এর নেপথ্যে কোনও বড় মাথা আছে ।

ব্যারাকপুরের সাংসদের এই কথা প্রসঙ্গে রবিবার তাঁকেই পালটা কটাক্ষ করলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী । অর্জুন সিং-এর সঙ্গে দুষ্কৃতীদের যোগ রয়েছে বলেও এদিন দুর্গাপুরে বিস্ফোরক মন্তব্য করেন কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচী । তিনি বলেন, "অর্জুন সিং-দের মতো লোকজনদের সঙ্গে দুষ্কৃতীদের কীভাবে যোগাযোগ থাকে, আমি বুঝে উঠতে পারি না । উনি আগে ঠিক করুন উনি বিজেপি না তৃণমূলে আছেন ৷ আবার তো বিজেপিতে যাব যাব করছেন তিনি ।" একইসঙ্গে কৌস্তভ বাগচীর কটাক্ষ, "ওই বড় মাথার প্রশ্নটা দলে তুলুন সাহস থাকলে ।"

আরও পড়ুন: রাজ্যপালকে এড়াতে উপাচার্য নিয়োগে বদল! অর্ডিন্যান্সের ভাবনা ব্রাত্যদের

মাফিয়াদের সঙ্গে সম্পর্ক আছে অর্জুন সিংয়ের, অভিযোগ কৌস্তভ বাগচীর

দুর্গাপুর, 9 এপ্রিল: রাজু ঝা খুনের ঘটনায় অর্জুন সিংয়ের মন্তব্য়ের পালটা দিল কংগ্রেস ৷ আট দিন আগে শক্তিগড় হাইরোডের উপরে ভর সন্ধ্য়ায় খুন হন কয়লা মাফিয়া রাজু ঝা ৷ সেই ঘটনার পরই রাজ্য় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে । বিশেষ করে অর্জুন সিংয়ের মন্তব্য়ের জেরে পরিস্থিতি আরও ঘোরাল হয়েছে ৷ এবার সাংসদের মন্তব্য়কে হাতিয়ার করে রবিবার তাঁকেই বিঁধলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী ৷ রাজু খুনের পিছনে যে বড় মাথার যুক্ত থাকার কথা বলছেন অর্জুন সিং, তাঁর নাম প্রকাশ্য়ে আনতে চ্য়ালেঞ্জ ছুড়লেন কৌস্তভ ৷

2021-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সাংসদ অর্জুন সিং এবং দিলীপ ঘোষদের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন রাজেশ ওরফে রাজু ঝা । তারপর অর্জুন সিং ফের তাঁর পুরনো দল তৃণমূলের ঘরেই ফিরে যান । গত শুক্রবার অর্জুন সিং দুর্গাপুরে রাজু ঝায়ের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন । প্রায় 20 মিনিট রাজুর দুর্গাপুরের বিধাননগরের বাড়িতে ছিলেন তিনি । এরপরই রাজুর খুনের ঘটনায় বিতর্কিত মন্তব্য় করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ৷ তাঁর সাফ বক্তব্য়, এই খুন খুব সাধারণভাবে ঘটেনি । এর নেপথ্যে কোনও বড় মাথা আছে ।

ব্যারাকপুরের সাংসদের এই কথা প্রসঙ্গে রবিবার তাঁকেই পালটা কটাক্ষ করলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী । অর্জুন সিং-এর সঙ্গে দুষ্কৃতীদের যোগ রয়েছে বলেও এদিন দুর্গাপুরে বিস্ফোরক মন্তব্য করেন কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচী । তিনি বলেন, "অর্জুন সিং-দের মতো লোকজনদের সঙ্গে দুষ্কৃতীদের কীভাবে যোগাযোগ থাকে, আমি বুঝে উঠতে পারি না । উনি আগে ঠিক করুন উনি বিজেপি না তৃণমূলে আছেন ৷ আবার তো বিজেপিতে যাব যাব করছেন তিনি ।" একইসঙ্গে কৌস্তভ বাগচীর কটাক্ষ, "ওই বড় মাথার প্রশ্নটা দলে তুলুন সাহস থাকলে ।"

আরও পড়ুন: রাজ্যপালকে এড়াতে উপাচার্য নিয়োগে বদল! অর্ডিন্যান্সের ভাবনা ব্রাত্যদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.