মন্তেশ্বর, 15 জুলাই : তৃণমূল কর্মীদের জোর করে BJP-তে আনার চেষ্টা ব্যর্থ হয়েছে । তাই তাঁদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল থেকে সদ্য BJP-তে যোগ দেওয়া শেখ বাবর আলির বিরুদ্ধে ।
অভিযোগ পেয়ে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার পুলিশ BJP কর্মী শেখ বাবর আলিসহ তিনজনকে গ্রেপ্তার করে । তাঁদের আজ কালনা আদালতে তোলা হয় । বাবরের চারদিনের পুলিশ হেপাজত ও বাকিদের 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । BJP-র দাবি মিথ্যে অভিযোগে তাঁদের ফাঁসানো হচ্ছে ।
মন্তেশ্বরের তৈয়বপুরের বাসিন্দা জোবেদ আলি শেখ । তিনি দীর্ঘদিনের তৃণমূল কর্মী । দিন কয়েক আগে স্থানীয় শেখ বাবর আলি তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন । এরপরে বাবর BJP-তে যোগ দেওয়ার জন্য জোবেদের পরিবারের উপর চাপ দিচ্ছিল বলে অভিযোগ । এই বিষয়ে জোবেদ বলেন, "BJP করতে হবে বলে আমার ছেলে কাজল শেখকে ওরা চাপ দেয় । রাজি না হলে মারতে থাকে। রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে আমরা আটকাতে যাই । আমাদেরও হেনস্থা করা হয় । শূন্যে গুলি চালিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় । আমার ছেলে বর্ধমান মেডিকেলে চিকিৎসাধীন ।" গোটা ঘটনা নিয়ে থানায় অভিযোগ জানান জোবেদ ।
যদিও BJP কর্মী শেখ বাবর আলি বলেন, ''পুলিশ আমাকে কেন গ্রেপ্তার করেছে সেই বিষয়ে কিছুই জানি না । BJP-তে যোগদান করেছি বলেই আমাকে গ্রেপ্তার করা হয়েছে বলে মনে হয় ।''
BJP নেতা গদাধর বারিক বলেন, "মিথ্যা অভিযোগে আমাদের কর্মীদের ফাঁসানো হয়েছে । আমরা এর মোকাবিলা করব রাজনৈতিকভাবেই ।'' এর পালটা তৃণমূল ব্লক সভাপতি শেখ আজিজুল হক বলেন, "আমাদের কর্মীদের বিভিন্নভাবে হুমকি ও ভয় দেখিয়ে BJP দলে টানার চেষ্টা করছে।''