ETV Bharat / state

কম মজুরিতে কাজ নয়, তাঁত শ্রমিকদের বোঝাল CITU - পূর্বস্থলীর খবর

পাওয়ার লুম কারখানার মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের জানান কম বেতনে কাজ করলে কারখানা খুলবে ৷ তার জেরে ন্যায্য মূল্যে কাজ করানোর দাবি নিয়ে CITU-র পক্ষ থেকে তাঁত শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেন ৷

CITU
কম মজুরিতে কাজ নয় তাঁত শ্রমিকদের বোঝাল CITU
author img

By

Published : Jun 7, 2020, 3:09 AM IST

পূর্বস্থলী, 6 জুন : কম বেতনে শ্রমিকরা কাজ করলে তবেই খুলবে পাওয়ার লুম কারখানা ৷ তার জেরে পূর্ব বর্ধমান CPIM সমর্থিত CITU-র পক্ষ থেকে তাঁত শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের সাথে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় ৷ তাদের দাবি কম মজুরিতে শ্রমিকদের কাজ নয়।

লকডাউন এর জেরে বিভিন্ন ব্যবসায় পড়েছে ব্যাপক প্রভাব । সেইসঙ্গে তাঁতশিল্প ব্যাপক ক্ষতি হয়েছে। বিক্রি নেই কাপড়ের যার ফলে কম মজুরি দিয়ে শ্রমিকদের কাজ করাচ্ছেন জাহান্নগর শ্রীরামপুর এলাকার অধিকাংশ পাওয়ার লুম মালিকরা । পূর্বস্থলী শ্রীরামপুরে পাওয়ার লুম মালিকদের বাড়ি গিয়ে পূর্বস্থলী CITU-র পক্ষ থেকে বিভিন্ন শ্রমিকদের একত্রিত করে এই দাবি নিয়ে বিক্ষোভ শামিল হয় । তাদের দাবি ন্যায্য মূল্য দিয়ে কাজ করাতে হবে শ্রমিকদের ৷

মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের জানান যদি তাঁরা মাইনে কম নেন তাহলে তারা কারখানা খুলতে পারবে। তা ছাড়া কারখানা তারা খুলতে পারবে না ৷ জাহান্নগর শ্রীরামপুর পাওয়ার লুম কারখানার আজ মালিকের সাথে সব শ্রমিক একত্রিত হয়ে জানিয়ে দেন পুরানো মাইনেতেই তাঁদের কাজে নিতে হবে ৷ মালিক কর্তৃপক্ষ ভাবনাচিন্তা করে দেখার আশ্বাস দিয়েছে ।

এদিকে CITU জানিয়েছে, পুরানো মাইনেতেই যদি শ্রমিকদের কাজে না রাখা হয় তারা বৃহত্তর আন্দোলনে যাবে ৷

পূর্বস্থলী, 6 জুন : কম বেতনে শ্রমিকরা কাজ করলে তবেই খুলবে পাওয়ার লুম কারখানা ৷ তার জেরে পূর্ব বর্ধমান CPIM সমর্থিত CITU-র পক্ষ থেকে তাঁত শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের সাথে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় ৷ তাদের দাবি কম মজুরিতে শ্রমিকদের কাজ নয়।

লকডাউন এর জেরে বিভিন্ন ব্যবসায় পড়েছে ব্যাপক প্রভাব । সেইসঙ্গে তাঁতশিল্প ব্যাপক ক্ষতি হয়েছে। বিক্রি নেই কাপড়ের যার ফলে কম মজুরি দিয়ে শ্রমিকদের কাজ করাচ্ছেন জাহান্নগর শ্রীরামপুর এলাকার অধিকাংশ পাওয়ার লুম মালিকরা । পূর্বস্থলী শ্রীরামপুরে পাওয়ার লুম মালিকদের বাড়ি গিয়ে পূর্বস্থলী CITU-র পক্ষ থেকে বিভিন্ন শ্রমিকদের একত্রিত করে এই দাবি নিয়ে বিক্ষোভ শামিল হয় । তাদের দাবি ন্যায্য মূল্য দিয়ে কাজ করাতে হবে শ্রমিকদের ৷

মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের জানান যদি তাঁরা মাইনে কম নেন তাহলে তারা কারখানা খুলতে পারবে। তা ছাড়া কারখানা তারা খুলতে পারবে না ৷ জাহান্নগর শ্রীরামপুর পাওয়ার লুম কারখানার আজ মালিকের সাথে সব শ্রমিক একত্রিত হয়ে জানিয়ে দেন পুরানো মাইনেতেই তাঁদের কাজে নিতে হবে ৷ মালিক কর্তৃপক্ষ ভাবনাচিন্তা করে দেখার আশ্বাস দিয়েছে ।

এদিকে CITU জানিয়েছে, পুরানো মাইনেতেই যদি শ্রমিকদের কাজে না রাখা হয় তারা বৃহত্তর আন্দোলনে যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.