ETV Bharat / state

বর্ধমানে SFI জেলা সম্পাদককে মাটিতে ফেলে মারধর - এসএফআই জেলা সম্পাদক

CAA, NRC ও মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবিতে আজ দেশজুড়ে হরতালের ডাক দেয় বাম-কংগ্রেস । সেইমতো আজ বর্ধমানে মিছিল বের করে SFI । অভিযোগ, সেইসময় SFI জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ।

CITU BANDH
SFI জেলা সম্পাদককে মারধর
author img

By

Published : Jan 8, 2020, 12:30 PM IST

বর্ধমান, 8 জানুয়ারি : বাম-কংগ্রেসের ডাকে দেশজুড়ে শুরু হয়েছে হরতাল । প্রভাব পড়েছে রাজ্যের বিভিন্ন জেলাতেও । বর্ধমানেও আজ মিছিল করে SFI । অভিযোগ, সেইসময় SFI জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ।

CAA, NRC ও মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবিতে আজ দেশজুড়ে হরতালের ডাক দেয় বাম-কংগ্রেস । সেইমতো আজ বর্ধমানে মিছিল বের করে SFI । বর্ধমান মিউনিসিপাল বয়েজ় হাইস্কুলের সামনে SFI পোস্টার ঝুলিয়ে দেয় । পোস্টারে লেখা ছিল, আজ ক্লাস ছুটি । তারপর ছাত্রদের স্কুলে ঢুকতে বাধা দেয় । খবর পেয়ে সেখানে পৌঁছায় তৃণমূল কর্মীরা । SFI কর্মীদের উপর চড়াও হয় । SFI জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরির সঙ্গে শুরু হয় বচসা । অভিযোগ, এরপরই অনির্বাণকে মাটিতে ফেলে মারতে শুরু করে তৃণমূল কর্মীরা ।

বর্ধমানে SFI-তৃণমূল বচসা । দেখুন ভিডিয়ো...

এই ঘটনার খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ পৌঁছায় । উদ্ধার করে নিয়ে যায় SFI জেলা সম্পাদককে ।

বর্ধমান, 8 জানুয়ারি : বাম-কংগ্রেসের ডাকে দেশজুড়ে শুরু হয়েছে হরতাল । প্রভাব পড়েছে রাজ্যের বিভিন্ন জেলাতেও । বর্ধমানেও আজ মিছিল করে SFI । অভিযোগ, সেইসময় SFI জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ।

CAA, NRC ও মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবিতে আজ দেশজুড়ে হরতালের ডাক দেয় বাম-কংগ্রেস । সেইমতো আজ বর্ধমানে মিছিল বের করে SFI । বর্ধমান মিউনিসিপাল বয়েজ় হাইস্কুলের সামনে SFI পোস্টার ঝুলিয়ে দেয় । পোস্টারে লেখা ছিল, আজ ক্লাস ছুটি । তারপর ছাত্রদের স্কুলে ঢুকতে বাধা দেয় । খবর পেয়ে সেখানে পৌঁছায় তৃণমূল কর্মীরা । SFI কর্মীদের উপর চড়াও হয় । SFI জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরির সঙ্গে শুরু হয় বচসা । অভিযোগ, এরপরই অনির্বাণকে মাটিতে ফেলে মারতে শুরু করে তৃণমূল কর্মীরা ।

বর্ধমানে SFI-তৃণমূল বচসা । দেখুন ভিডিয়ো...

এই ঘটনার খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ পৌঁছায় । উদ্ধার করে নিয়ে যায় SFI জেলা সম্পাদককে ।

Intro:বর্ধমানে এস এফ আইয়ের উপর হামলার অভিযোগ, অভিযুক্ত তৃণমূল

পুলক যশ, বর্ধমান


এস এফ আই জেলা সম্পাদককে মাটিতে ফেলে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। এদিন বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলের সামনে এস এফ আইয়ের তরফে পোস্টার ঝুলিয়ে দেয় এস এফ আই। পোস্টারে লেখা ছিল, আজ ক্লাস অফ। তারা স্কুলের ছাত্রদের স্কুলে ঢুকতে বাধা দেয়। খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেখানে হাজির হয়। তারা এস এফ আইয়ের ছেলেদের দিকে তেড়ে যায়। বচসা শুরু হয় এস এফ আইয়ের জেলা সম্পাদকের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা এস এফ আইয়ের জেলা সম্পাদককে মাটিতে ফেলে মারধর করতে শুরু করে বলে অভিযোগ। বর্ধমান থানার পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে যায়।Body:বর্ধমানে এস এফ আইয়ের উপর হামলার অভিযোগ, অভিযুক্ত তৃণমূলConclusion:বর্ধমানে এস এফ আইয়ের উপর হামলার অভিযোগ, অভিযুক্ত তৃণমূল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.