ভাতার(পূর্ব বর্ধমান), 1 মার্চ : চৈত্র মাস আসতে এখনও কিছুদিন বাকি । কিন্তু তার আগেই শুরু হয়ে গেছে সেল । তাও আবার শাড়ি বা জামাকাপড়ের সেল নয় । সেল লেগেছে মুরগির মাংসে । তা আবার জানানো হচ্ছে মাইকে ঘোষণা করে । পূর্ব বর্ধমানের ভাতার বাজারে গেলেই দেখা মিলবে মুরগির মাংসের সেলের ।
কাটা 100 টাকা কিলো । আর গোটা 55 টাকা । ভাতার বাজারে গেলেই এখন শোনা যাচ্ছে মুরগির মাংসের সেলের এই ঘোষণা । এত কম দামে মুরগির মাংস বিক্রি হওয়ায় ভিড় উপচে পড়েছে ক্রেতাদেরও ।
মুরগির দামে হঠাৎ এই পতনের কারণ হিসেবে কোরোনা ভাইরাস নিয়ে ছড়িয়ে পড়া গুজবকে দায়ি করছেন ভাতার বাজারের মুরগির মাংসের বিক্রেতারা । তাঁরা জানান, এলাকায় গুজব ছড়িয়েছে মুরগির মাংস থেকে কোরোনা ভাইরাস ছড়াচ্ছে । আর তাতেই বিক্রি কমেছে মুরগির মাংসে । ফলে ক্ষতির মুখ দেখতে হচ্ছে তাঁদের । তাই ক্ষতি থেকে বাঁচতে মুরগির দাম কমিয়ে দিয়েছেন তাঁরা । আর কোরোনা ভাইরাসের আতঙ্ক থাকলেও কম দামে মুরগি পেয়ে সবাই কিনতে ভিড় জমাচ্ছে মুরগির মাংসের দোকানে ।