কালনা, 31 মার্চ : চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন আনন্দ দত্ত (Chairman of Kalna Municipality takes Oath) । ভাইস চেয়ারম্যান হয়েছেন তপন পোড়েল । কিন্তু তাদের মানবে তো সবাই ? প্রশ্ন দলের অন্দরেই ৷
এমনই পরিস্থিতি কালনা পৌরসভায় ৷ দলের বেশিরভাগ কাউন্সিলর আনন্দ দত্তকে মন থেকে চেয়ারম্যান হিসেবে মেনে নিয়েছেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে দলের অন্দরেই ৷ ফলে আগামী দিনে নতুন করে কোনও অচলাবস্থা তৈরি হয় কিনা তা নিয়েও কানাঘুষো শুরু হয়েছে ।
প্রসঙ্গত, জয়ের পর কালনা পৌরসভার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন আনন্দ দত্ত, ভাইস চেয়ারম্যান করা হয় তপন পোড়েলকে । কিন্তু শপথ নেওয়ার দিনে চেয়ারম্যান হিসেবে আনন্দ দত্তকে মানতে চাননি তৃণমূল-কংগ্রেসের একাংশ । এই নিয়ে কর্মীদের মধ্যে বিক্ষোভও দেখা যায় । পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছন মন্ত্রী স্বপন দেবনাথ । মন্ত্রীর সঙ্গেও কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন 10নং ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু । পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে মন্ত্রীর সামনেই পৌরসভার বিল্ডিং থেকে ঝাঁপ দিতে যান ওই কাউন্সিলর । ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কালনা পৌরসভায় ।
আরও পড়ুন : Kalna Municipality Oath Clash : শপথ নেওয়ার আগেই মন্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি, ঝাঁপ দেওয়ার চেষ্টা কাউন্সিলরের
দলীয় সূত্রে জানা গিয়েছে, পৌরসভার 18টি আসনের মধ্যে 12জন কাউন্সিলরই নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান তপন পোড়েলের অনুগামী হিসেবে পরিচিত । বাকিরা কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগের অনুগামী বলে পরিচিত । তপন পোড়েলের অনুগামীদের আশা ছিল তপনবাবুকেই কালনা পৌরসভার চেয়ারম্যান করা হবে । কিন্তু তৃণমূলের জেলা সভাপতি চেয়ারম্যান হিসেবে আনন্দ দত্ত ও ভাইস চেয়ারম্যান হিসেবে তপন পোড়েলের নাম ঘোষণার পরেই ক্ষোভে ফুঁসতে থাকে তপনবাবুর অনুগামীরা । এরপরেই তপন পোড়েলকে সাসপেন্ড করে দল । পরে কলকাতায় বৈঠকের পরে তপন পোড়েলকে ভাইস চেয়ারম্যানের পদ দেওয়া হয় ।
যেহেতু বেশিরভাগ কাউন্সিলরই তপন পোড়েলের দিকে রয়েছে তাই তাঁকে দলের কথা ভেবে তাড়িয়ে দেওয়ার সাহস করেনি দলীয় নেতৃত্ব । ফলে নতুন করে ফের আগের মতোই আনন্দ দত্তকে চেয়ারম্যান ও তপন পোড়েলকে ভাইস চেয়ারম্যান করা হয় । কিন্তু দেখা যায় যেদিন আনন্দ দত্ত ও তপন পোড়েল শপথ নেন সেদিন তপন পোড়েলের অনুগামীরা শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন অজুহাতে অংশ নেননি । স্বভাবতই ফের নতুন করে কালনা পৌরসভায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে সমস্যা তৈরি হতে পারে বলে দলের মধ্যেই সংশয় দেখা দেয় । যদিও দলীয় নেতৃত্বের দাবি, দল যাকে চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান হিসেবে ঠিক করেছেন তাঁকেই দলের সবাই মানতে বাধ্য । ফলে কোনও সমস্যা থাকার কথা নয় ।