ETV Bharat / state

Memari Bus Accident : মেমারিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত 7 - Memari Bus Accident

মেমারিতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উলটে গেল বাস (Bus Lost Control and Overturned in Memari) ৷ ঘটনায় 7 জন যাত্রী আহত হয়েছেন ৷

Bus Accident
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস
author img

By

Published : May 2, 2022, 2:27 PM IST

মেমারি, 2 মে : নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী সরকারি বাস । এদিন ঘটনাটি ঘটেছে বর্ধমানের মেমারির কানাইডাঙ্গা এলাকায় (Memari Bus Accident) । দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 7 জন । আহতদের প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে অনাময় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কলকাতার ধর্মতলা থেকে বর্ধমানগামী একটি যাত্রীবাহী বাস জাতীয় সড়ক দিয়ে আসার সময় ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় । সেখানে ছুটে যান স্থানীয়রা । তাঁরাই প্রথমে বাসযাত্রীদের উদ্ধারের কাজে হাত লাগান । খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেমারি থানার পুলিশ । যাত্রীদের মধ্যে অনেকেই কমবেশি আহত হয়েছেন । তবে 7 জনের চোট গুরুতর ।

আহত যাত্রী মিলন কীর্তনিয়া বলেন, "বাসে ঘুমে চোখ লেগে যায় । হঠাৎ ঝাঁকুনিতে দেখি বাসটা খালের দিকে পড়ে যাচ্ছে । উলটে যাওয়ার পরেই কোনওরকমে জানলা থেকে বাইরে লাফ দিই । তারপর আর কিছু জানি না । আমার পিসির ও আমার মুখে চোট লাগে । বাকিরাও অল্পবিস্তর চোট পেয়েছে ।"

আরও পড়ুন : এগরায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত 32

পুলিশ জানিয়েছে, এদিন সরকারি একটা বাস কলকাতা থেকে আসানসোল যাওয়ার পথে ডিভাইডারে ধাক্কা মেরে রেলিং ভেঙে উলটে যায় । বাসের মেকানিক্যাল টেস্ট করালেই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে । ওই ঘটনার জেরে কিছুক্ষণ যানচলাচল বন্ধ ছিল ।

মেমারি, 2 মে : নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী সরকারি বাস । এদিন ঘটনাটি ঘটেছে বর্ধমানের মেমারির কানাইডাঙ্গা এলাকায় (Memari Bus Accident) । দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 7 জন । আহতদের প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে অনাময় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কলকাতার ধর্মতলা থেকে বর্ধমানগামী একটি যাত্রীবাহী বাস জাতীয় সড়ক দিয়ে আসার সময় ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় । সেখানে ছুটে যান স্থানীয়রা । তাঁরাই প্রথমে বাসযাত্রীদের উদ্ধারের কাজে হাত লাগান । খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেমারি থানার পুলিশ । যাত্রীদের মধ্যে অনেকেই কমবেশি আহত হয়েছেন । তবে 7 জনের চোট গুরুতর ।

আহত যাত্রী মিলন কীর্তনিয়া বলেন, "বাসে ঘুমে চোখ লেগে যায় । হঠাৎ ঝাঁকুনিতে দেখি বাসটা খালের দিকে পড়ে যাচ্ছে । উলটে যাওয়ার পরেই কোনওরকমে জানলা থেকে বাইরে লাফ দিই । তারপর আর কিছু জানি না । আমার পিসির ও আমার মুখে চোট লাগে । বাকিরাও অল্পবিস্তর চোট পেয়েছে ।"

আরও পড়ুন : এগরায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত 32

পুলিশ জানিয়েছে, এদিন সরকারি একটা বাস কলকাতা থেকে আসানসোল যাওয়ার পথে ডিভাইডারে ধাক্কা মেরে রেলিং ভেঙে উলটে যায় । বাসের মেকানিক্যাল টেস্ট করালেই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে । ওই ঘটনার জেরে কিছুক্ষণ যানচলাচল বন্ধ ছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.