ETV Bharat / state

রেশন কার্ড জালিয়াতি, ধৃত যুবক

টাকার বিনিময়ে রেশন কার্ড করে দেবেন বলেছিল যুবক ৷ উপভোক্তাদের কাছ থেকে মাথা পিছু 400 টাকা, 500 টাকা করে আদায়ও করছিল সে ৷ বিষয়টিতে গ্রামবাসীদের সন্দেহ হয় ৷ বিষয়টি যুগ্ম ব্লক উন্নয়ন আধিকারিককে জানান গ্রামবাসীরা ৷ অভিযুক্তকে তাঁর কাছে নিয়ে যান ।

author img

By

Published : Sep 18, 2019, 11:42 PM IST

fraud man

মেমারি, 18 সেপ্টেম্বর : টাকার বিনিময়ে রেশন কার্ড করে দেবে বলেছিল যুবক ৷ পূর্ব বর্ধমানের মেমারির ঘটনা ৷ রেশন কার্ড জালিয়াতির অভিযোগে আলিমুদ্দিন মল্লিক নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ সে মেমারির সিমলা গ্রামের বাসিন্দা । ধৃতকে বুধবার বর্ধমান আদালতে তোলা হয়েছে ।

এই ঘটনায় খাদ্য দপ্তরের আধিকারিক জড়িত রয়েছে বলে উপভোক্তাদের অভিযোগ । মেমারি 1 নম্বর খাদ্য দপ্তরের আধিকারিক কমল কুমার সরকার সমস্ত অভিযোগ অস্বীকার করেন । তিনি বলেন, ধৃত যুবককে তিনি চেনেন না ।

গ্রামের রেশনকার্ড উপভোক্তাদের অভিযোগ, 1 নম্বর BDO অফিসের খাদ্য দপ্তর আধিকারিকের ঘরে বেশ কয়েকদিন দেখা যাচ্ছিল তাকে ৷ গ্রামবাসীদের আলিমুদ্দিন বলে, তার সঙ্গে খাদ্য দপ্তরের আধিকারিকের যোগাযোগ আছে । সে টাকার বিনিময়ে উপভোক্তাদের রেশন কার্ড করে দেবে ৷

উপভোক্তাদের কাছ থেকে মাথা পিছু 400 টাকা, 500 টাকা করে আদায়ও করছিল সে ৷ বিষয়টিতে গ্রামবাসীদের সন্দেহ হয় ৷ তাঁরা বিষয়টি যুগ্ম ব্লক উন্নয়ন আধিকারিককে জানান এবং আলিমুদ্দিনকে তাঁর কাছে নিয়ে যান । তার কাছ থেকে উদ্ধার করা হয় বেশ কিছু রেশন কার্ডের ফর্ম, ভোটার ও আধার কার্ড । গ্রামবাসীরা জানান , দুর্গাপুর পঞ্চায়েত এলাকায় বাংলা আবাস যোজনার অধীনে ঘর তৈরির প্রতিশ্রুতিও দিয়েছিল আলিমুদ্দিন ।

মেমারি, 18 সেপ্টেম্বর : টাকার বিনিময়ে রেশন কার্ড করে দেবে বলেছিল যুবক ৷ পূর্ব বর্ধমানের মেমারির ঘটনা ৷ রেশন কার্ড জালিয়াতির অভিযোগে আলিমুদ্দিন মল্লিক নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ সে মেমারির সিমলা গ্রামের বাসিন্দা । ধৃতকে বুধবার বর্ধমান আদালতে তোলা হয়েছে ।

এই ঘটনায় খাদ্য দপ্তরের আধিকারিক জড়িত রয়েছে বলে উপভোক্তাদের অভিযোগ । মেমারি 1 নম্বর খাদ্য দপ্তরের আধিকারিক কমল কুমার সরকার সমস্ত অভিযোগ অস্বীকার করেন । তিনি বলেন, ধৃত যুবককে তিনি চেনেন না ।

গ্রামের রেশনকার্ড উপভোক্তাদের অভিযোগ, 1 নম্বর BDO অফিসের খাদ্য দপ্তর আধিকারিকের ঘরে বেশ কয়েকদিন দেখা যাচ্ছিল তাকে ৷ গ্রামবাসীদের আলিমুদ্দিন বলে, তার সঙ্গে খাদ্য দপ্তরের আধিকারিকের যোগাযোগ আছে । সে টাকার বিনিময়ে উপভোক্তাদের রেশন কার্ড করে দেবে ৷

উপভোক্তাদের কাছ থেকে মাথা পিছু 400 টাকা, 500 টাকা করে আদায়ও করছিল সে ৷ বিষয়টিতে গ্রামবাসীদের সন্দেহ হয় ৷ তাঁরা বিষয়টি যুগ্ম ব্লক উন্নয়ন আধিকারিককে জানান এবং আলিমুদ্দিনকে তাঁর কাছে নিয়ে যান । তার কাছ থেকে উদ্ধার করা হয় বেশ কিছু রেশন কার্ডের ফর্ম, ভোটার ও আধার কার্ড । গ্রামবাসীরা জানান , দুর্গাপুর পঞ্চায়েত এলাকায় বাংলা আবাস যোজনার অধীনে ঘর তৈরির প্রতিশ্রুতিও দিয়েছিল আলিমুদ্দিন ।

Intro:টাকার বিনিময়ে রেশন কার্ড পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার এক

সন্তোষ দাস, মেমারি

টাকার বিনিময়ে উপভোক্তাদের রেশন কার্ড পাইয়ে দেবার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ববর্ধমানের মেমারিতে। ধৃত যুবকের নাম আলিমুদ্দিন মল্লিক। বাড়ি মেমারির সিমলা গ্রামে।উপভোক্তাদের অভিযোগ ধৃত আলিমুদ্দিন মল্লিককে মেমারি ১ নম্বর বিডিও অফিসের খাদ্য দপ্তরের আধিকারিকের ঘরে বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছিল।সে গ্রামবাসীদের কাছে দাবী করে তার সঙ্গে খাদ্য দপ্তরের আধিকারিকের ভালো যোগাযোগ আছে।এই সব বলে সে টাকার বিনিময়ে উপভোক্তাদের রেশন কার্ড করে দেবে বলে প্রচার করছিল।উপভোক্তাদের কাছ থেকে চারশো, পাঁচশো করে টাকাও তোলে। গোটা বিষয়টিতে গ্রামবাসীদের সন্দেহ হয়। তারা তখন বিষয়টি জয়েন্ট বিডিওকে জানায় এবং আলিমুদ্দিনকে তাঁর কাছে নিয়ে যায় উপভোক্তারা।তার কাছ থেকে রেশন কার্ডের ফর্ম,ভোটার ও আধার কার্ড পাওয়া যায়।গ্রামবাসীদের আরও অভিযোগ দুর্গাপুর পঞ্চায়েত এলাকায় গিয়ে সে বাংলার আবাসযোজনার ঘর করে দেব বলেও দাবি করে। উপভোক্তা তথা গ্রামবাসীদের অভিযোগ গোটা ঘটনায় খাদ্য দপ্তের আধিকারিক জড়িত আছে।তাঁদের আরও অভিযোগ একজন যুবক কি করে বিডিও অফিস চত্বরে বা খাদ্য দপ্তরের আধিকারিকের ঘরে ঢুকলো বা ফর্ম নিয়ে ফিলাপ করে।যদিও মেমারি ১ নম্বর খাদ্য দপ্তরের আধিকারিক কমল কুমার সরকার সমস্ত অভিযোগ অস্বীকার করেন। দাবী করেন ধৃত যুবককে তিনি চেনেন না।ধৃতকে বুধবার বর্ধমান আদালতে তোলা হয়।Body:টাকার বিনিময়ে রেশন কার্ড Conclusion:পাইয়ে দেওয়ার অভিযোগে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.