ETV Bharat / state

চুরি যাওয়া 110টি মোটরবাইক উদ্ধার, ভিন জেলার চুরি চক্রের হদিস পুলিশের

ইতিমধ্যেই পুলিশ বিভিন্ন জায়গা থেকে মোট 110 টি মোটর বাইক উদ্ধার করেছে । গ্রেপ্তার করা হয়েছে 12 জনকে ।

Bike
Bike
author img

By

Published : Sep 9, 2020, 12:21 PM IST

বর্ধমান, 9 সেপ্টেম্বর : চুরি যাওয়া মোটর বাইকের তদন্তে নেমে ভিন জেলার মোটর চোরাচালান চক্রের হদিস পেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ । ইতিমধ্যেই পুলিশ বিভিন্ন জায়গা থেকে মোট 110 টি মোটর বাইক উদ্ধার করেছে । গ্রেপ্তার করা হয়েছে 12 জনকে । মঙ্গলবার 30 জন বাইকের মালিককে উদ্ধার করা মোটর বাইক তুলে দেওয়া হয় ।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রয়াত হওয়ায় 1 সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করা হয়নি । মঙ্গলবার দুপুরে বর্ধমানের পুলিশ লাইনে পুলিশের দিবসের একটা অনুষ্ঠান করা হয় । সেই অনুষ্ঠানে 30টি বাইক উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেয় পূর্ব বর্ধমান জেলা পুলিশ । মঙ্গলবার দুপুরে বর্ধমানের পুলিশ লাইনে পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের উপস্থিতিতে বাইকগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয় ।

জানা গেছে, গত 4-5 মাসে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে চুরি যাওয়া বাইকের তদন্তে নেমে জেলা পুলিশ 110 টি মোটর বাইক উদ্ধার করে । কিন্তু, 30টি বাইকের ক্ষেত্রে আইনত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় তাদের হাতে বাইকগুলি তুলে দেওয়া হয় ।

পুলিশ জানিয়েছে, তদন্তে নেমে পুলিশ চারটে গ্যাংয়ের মোট 12 জনকে গ্রেপ্তার করেছে । ভিন জেলার আর কোথায় কোথায় এই চক্র কাজ করত তার তল্লাশি শুরু করেছে পুলিশ ।

পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, “যতগুলি মোটর বাইক প্রাপকদের হাতে তুলে দেওয়া হল বাইক উদ্ধারের সংখ্যা তার চেয়ে অনেক বেশি । এখনও পর্যন্ত 110 টি মোটর বাইক উদ্ধার করা হয়েছে । 30 টি মোটর বাইকের ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় তাদের হাতে বাইকগুলি তুলে দেওয়া হয় । বাকি বাইকগুলি তুলে দেওয়ার আইনি প্রক্রিয়া চলছে ।” পুলিশ সুপার বলেন, “এদিন যে বাইকগুলি তুলে দেওয়া হচ্ছে সেই বাইকগুলি বর্ধমান ভাতার, মেমারি, গলসি, মঙ্গলকোট থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে । বাকি বাইকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।"

বর্ধমান, 9 সেপ্টেম্বর : চুরি যাওয়া মোটর বাইকের তদন্তে নেমে ভিন জেলার মোটর চোরাচালান চক্রের হদিস পেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ । ইতিমধ্যেই পুলিশ বিভিন্ন জায়গা থেকে মোট 110 টি মোটর বাইক উদ্ধার করেছে । গ্রেপ্তার করা হয়েছে 12 জনকে । মঙ্গলবার 30 জন বাইকের মালিককে উদ্ধার করা মোটর বাইক তুলে দেওয়া হয় ।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রয়াত হওয়ায় 1 সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করা হয়নি । মঙ্গলবার দুপুরে বর্ধমানের পুলিশ লাইনে পুলিশের দিবসের একটা অনুষ্ঠান করা হয় । সেই অনুষ্ঠানে 30টি বাইক উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেয় পূর্ব বর্ধমান জেলা পুলিশ । মঙ্গলবার দুপুরে বর্ধমানের পুলিশ লাইনে পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের উপস্থিতিতে বাইকগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয় ।

জানা গেছে, গত 4-5 মাসে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে চুরি যাওয়া বাইকের তদন্তে নেমে জেলা পুলিশ 110 টি মোটর বাইক উদ্ধার করে । কিন্তু, 30টি বাইকের ক্ষেত্রে আইনত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় তাদের হাতে বাইকগুলি তুলে দেওয়া হয় ।

পুলিশ জানিয়েছে, তদন্তে নেমে পুলিশ চারটে গ্যাংয়ের মোট 12 জনকে গ্রেপ্তার করেছে । ভিন জেলার আর কোথায় কোথায় এই চক্র কাজ করত তার তল্লাশি শুরু করেছে পুলিশ ।

পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, “যতগুলি মোটর বাইক প্রাপকদের হাতে তুলে দেওয়া হল বাইক উদ্ধারের সংখ্যা তার চেয়ে অনেক বেশি । এখনও পর্যন্ত 110 টি মোটর বাইক উদ্ধার করা হয়েছে । 30 টি মোটর বাইকের ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় তাদের হাতে বাইকগুলি তুলে দেওয়া হয় । বাকি বাইকগুলি তুলে দেওয়ার আইনি প্রক্রিয়া চলছে ।” পুলিশ সুপার বলেন, “এদিন যে বাইকগুলি তুলে দেওয়া হচ্ছে সেই বাইকগুলি বর্ধমান ভাতার, মেমারি, গলসি, মঙ্গলকোট থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে । বাকি বাইকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.