ETV Bharat / state

Burdwan University Saraswati Puja: বাগদেবীর আরাধনায় চমক দিতে প্রস্তুত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস - সরস্বতী পুজো 2023

সরস্বতী পুজোয় বরাবরই থিমে বিশ্বাসী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলি (Burdwan University Campus Saraswati Puja)৷ আবাসিকরা নিজেদের উদ্যোগে নিরলস পরিশ্রম করে সাজিয়ে তোলেন মণ্ডপ থেকে হস্টেল চত্বর ৷

ETV Bharat
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলের পুজো
author img

By

Published : Jan 25, 2023, 10:44 PM IST

Updated : Jan 26, 2023, 6:25 AM IST

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলিতে সরস্বতী পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি

বর্ধমান, 25 জানুয়ারি: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেল ক্যাম্পাসের সরস্বতী পুজোর আয়োজন সম্বন্ধে কম বেশি সকলেই প্রায় অবগত ৷ পুজোর রাতে মণ্ডপ ও প্রতিমা দেখতে রীতিমতো দর্শনার্থীদের ঢল নামে হস্টেলগুলিতে ৷ তাই পুজোর আগের দিন স্বাভাবিকভাবেই সেখানে এখন তুমুল ব্যস্ততা ৷ শিল্পীর ভূমিকায় ছাত্রছাত্রীরা নিজেরাই । রাত পোহালেই এই একটা দিনই সেই সব হস্টেলে ঢোকার অনুমতি মিলবে আট থেকে আশি সকলেরই ।

বর্ধমান বিশ্ববিদ্যালয় সংলগ্ন গোলাপবাগ ক্যাম্পাসে রয়েছে ছাত্র ও ছাত্রীদের একাধিক হস্টেল (Burdwan University Golapbag Campus Saraswati Puja)। ভিন জেলা ও রাজ্য থেকে আসা ছাত্রছাত্রীদের কাছে একটা নতুন পরিবারের মতো এই হস্টেল । সকলেই অপেক্ষায় থাকেন সরস্বতী পুজোর দিনের জন্য । থিমের প্রতিযোগিতায় একে অপরকে টেক্কা দিতে চলে নিরন্তর পরিশ্রম ৷ ক্লাস থেকে এসে চলে মণ্ডপ তৈরির কাজে হাত দেওয়া ৷

শহর বর্ধমানের ঐতিহ্যকে এবার থিমের মাধ্যমে চেনাবে অরবিন্দ ছাত্রাবাস ৷ এখানকার আবাসিক ছাত্র দীপেন্দু দলুই বলেন, "যেহেতু বর্ধমানে আছি সেই কারণে আমাদের ভাবনায় ফুটে উঠেছে বর্ধমানের ঐতিহ্য । ক্যাম্পাসে ঢোকার মুখেই রয়েছে কার্জন গেট, ভিতরে আছে দেবী সর্বমঙ্গলা ও 108 শিবমন্দির, বর্ধমান বিশ্ববিদ্যালয়-সহ একাধিক ঐতিহ্য । দর্শনার্থীদের সঙ্গে যেসব শিশুরা আসবে তারাও যেন তার জেলাকে তার শহরকে চিনতে পারে তাই এহেন ভাবনা ।"

এবার পরিবেশ দূষণ সম্পর্কে বার্তা দেবে নেতাজি হস্টেল ৷ ছাত্র সৌম্যদীপ মাইতির কথায়, আজ পরিবেশ দূষণের অন্যতম কারণ প্লাসটিকের ব্যবহার । এর ফলে জল ও স্থল-সহ সব জায়গাতেই প্রাণীরা অস্বিত্ব সংকটের দিকে এগিয়ে যাচ্ছে । সমুদ্রের গভীরে থাকা মাছ-সহ অন্যান্য জলজ প্রাণীরাও সমস্যায় পড়ছে । তাই এখানে দেবী সরস্বতী ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ।"

গৃহবন্দি অবস্থা থেকে মুক্তির স্বাদ পাবেন চিত্তরঞ্জন হস্টেলের থিমে ৷ এই বিষয়ে ছাত্র রঞ্জিত গোনাই বলেন, "পাখিদের মাধ্যমে আমরা স্বাধীনতার সুখকে তুলে ধরতে চেয়েছি । আসলে লকডাউনের সময় প্রতিটা মানুষ অনুভব করেছিল ঘরবন্দি থাকলে মানুষ কীভাবে হাঁপিয়ে ওঠে । বন্দি না থাকলে কেউ মুক্তির স্বাদ অনুভব করতে পারে না । আর সেটা বোঝানোর জন্যই এখানে পাখিদের মাধ্যম হিসেবে তুলে ধরা হয়েছে ।"

আরও পড়ুন : আল্পনা থেকে ক্লাসরুমে পেপার কাটিং, স্কুলে স্কুলে শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলিতে সরস্বতী পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি

বর্ধমান, 25 জানুয়ারি: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেল ক্যাম্পাসের সরস্বতী পুজোর আয়োজন সম্বন্ধে কম বেশি সকলেই প্রায় অবগত ৷ পুজোর রাতে মণ্ডপ ও প্রতিমা দেখতে রীতিমতো দর্শনার্থীদের ঢল নামে হস্টেলগুলিতে ৷ তাই পুজোর আগের দিন স্বাভাবিকভাবেই সেখানে এখন তুমুল ব্যস্ততা ৷ শিল্পীর ভূমিকায় ছাত্রছাত্রীরা নিজেরাই । রাত পোহালেই এই একটা দিনই সেই সব হস্টেলে ঢোকার অনুমতি মিলবে আট থেকে আশি সকলেরই ।

বর্ধমান বিশ্ববিদ্যালয় সংলগ্ন গোলাপবাগ ক্যাম্পাসে রয়েছে ছাত্র ও ছাত্রীদের একাধিক হস্টেল (Burdwan University Golapbag Campus Saraswati Puja)। ভিন জেলা ও রাজ্য থেকে আসা ছাত্রছাত্রীদের কাছে একটা নতুন পরিবারের মতো এই হস্টেল । সকলেই অপেক্ষায় থাকেন সরস্বতী পুজোর দিনের জন্য । থিমের প্রতিযোগিতায় একে অপরকে টেক্কা দিতে চলে নিরন্তর পরিশ্রম ৷ ক্লাস থেকে এসে চলে মণ্ডপ তৈরির কাজে হাত দেওয়া ৷

শহর বর্ধমানের ঐতিহ্যকে এবার থিমের মাধ্যমে চেনাবে অরবিন্দ ছাত্রাবাস ৷ এখানকার আবাসিক ছাত্র দীপেন্দু দলুই বলেন, "যেহেতু বর্ধমানে আছি সেই কারণে আমাদের ভাবনায় ফুটে উঠেছে বর্ধমানের ঐতিহ্য । ক্যাম্পাসে ঢোকার মুখেই রয়েছে কার্জন গেট, ভিতরে আছে দেবী সর্বমঙ্গলা ও 108 শিবমন্দির, বর্ধমান বিশ্ববিদ্যালয়-সহ একাধিক ঐতিহ্য । দর্শনার্থীদের সঙ্গে যেসব শিশুরা আসবে তারাও যেন তার জেলাকে তার শহরকে চিনতে পারে তাই এহেন ভাবনা ।"

এবার পরিবেশ দূষণ সম্পর্কে বার্তা দেবে নেতাজি হস্টেল ৷ ছাত্র সৌম্যদীপ মাইতির কথায়, আজ পরিবেশ দূষণের অন্যতম কারণ প্লাসটিকের ব্যবহার । এর ফলে জল ও স্থল-সহ সব জায়গাতেই প্রাণীরা অস্বিত্ব সংকটের দিকে এগিয়ে যাচ্ছে । সমুদ্রের গভীরে থাকা মাছ-সহ অন্যান্য জলজ প্রাণীরাও সমস্যায় পড়ছে । তাই এখানে দেবী সরস্বতী ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ।"

গৃহবন্দি অবস্থা থেকে মুক্তির স্বাদ পাবেন চিত্তরঞ্জন হস্টেলের থিমে ৷ এই বিষয়ে ছাত্র রঞ্জিত গোনাই বলেন, "পাখিদের মাধ্যমে আমরা স্বাধীনতার সুখকে তুলে ধরতে চেয়েছি । আসলে লকডাউনের সময় প্রতিটা মানুষ অনুভব করেছিল ঘরবন্দি থাকলে মানুষ কীভাবে হাঁপিয়ে ওঠে । বন্দি না থাকলে কেউ মুক্তির স্বাদ অনুভব করতে পারে না । আর সেটা বোঝানোর জন্যই এখানে পাখিদের মাধ্যম হিসেবে তুলে ধরা হয়েছে ।"

আরও পড়ুন : আল্পনা থেকে ক্লাসরুমে পেপার কাটিং, স্কুলে স্কুলে শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি

Last Updated : Jan 26, 2023, 6:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.