ETV Bharat / state

Burdwan Covid Rule : কোভিড রুখতে নয়া নিয়ম বর্ধমানে, দেখে নিন কবে কোন দোকান বন্ধ

author img

By

Published : Jan 8, 2022, 7:07 AM IST

কোভিড মোকাবিলায় রাজ্যের গাইডলাইনের পাশাপাশি একগুচ্ছ নয়া নিয়ম জারি করেছে বর্ধমান উত্তর মহকুমা শাসকের দফতর (Burdwan Sub-division has issued a set of new Covid Rules)।

Burdwan Covid Rule
কোভিড রুখতে নয়া নিয়ম বর্ধমানে, দেখে নিন কবে কোন দোকান বন্ধ

বর্ধমান, 8 জানুয়ারি : রাজ্যে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ । পরিস্থিতি সামাল দিতে রাজ্যের গাইডলাইনের পাশাপাশি আরও বেশ কিছু নিয়ম লাগু করল বর্ধমান উত্তর মহকুমা শাসকের দফতর । বর্ধমান পৌরসভা এলাকায় দোকান-বাজার খোলার ক্ষেত্রে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে (Burdwan Sub-division has issued a set of new Covid Rules)।

ওই নির্দেশিকায় জানানো হয়েছে,

  • উল্লাস থেকে নবাবহাটের দিকে রাস্তার বাঁ দিকের দোকান সোমবার, বুধবার, শুক্রবার বন্ধ থাকবে । ওই রাস্তার ডানদিকের দোকান মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ থাকবে ।
  • কার্জন গেট থেকে উত্তর ফটকের দিকের রাস্তার বাঁ দিকের দোকান সোমবার, বুধবার এবং শুক্রবার বন্ধ থাকবে ৷ ওই রাস্তায় ডানদিকের দোকান মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ থাকবে ৷
  • আরবি ঘোষ রোড থেকে হাসপাতাল পর্যন্ত বাঁ দিকের দোকান সোমবার, বুধবার এবং শুক্রবার বন্ধ থাকবে ৷ একই রাস্তার ডানদিকের দোকানগুলি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার বন্ধ থাকবে ৷
  • বর্ধমান স্টেশন থেকে রানিগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার বাঁ দিকের দোকান শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকবে ৷ ওই রুটের ডানদিকের দোকানগুলি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আরও পড়ুন : বর্ধমান পৌরসভার অডিট রিপোর্টে 23 কোটি টাকার দুর্নীতির অভিযোগ

  • জেলাশাসকের অফিস সংলগ্ন এলাকা, কোর্ট কম্পাউন্ড ও জেলা পুলিশ সুপারের অফিস সংলগ্ন সমস্ত দোকান মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।
  • সুপারমার্কেটগুলিতে রবিবার বাদে জোড় ও বিজোড় পদ্ধতিতে দোকান খোলা থাকবে ।
  • বর্ধমান পৌরসভা এলাকায় 10 জানুয়ারি মাছ, মাংস, সবজি এবং মিষ্টির দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । ওইদিন দুপুর নাগাদ বৈঠকে গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।
  • প্রতিটি দোকানের সামনে ‘No mask No sell’ লিখে বোর্ড ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

বর্ধমান, 8 জানুয়ারি : রাজ্যে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ । পরিস্থিতি সামাল দিতে রাজ্যের গাইডলাইনের পাশাপাশি আরও বেশ কিছু নিয়ম লাগু করল বর্ধমান উত্তর মহকুমা শাসকের দফতর । বর্ধমান পৌরসভা এলাকায় দোকান-বাজার খোলার ক্ষেত্রে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে (Burdwan Sub-division has issued a set of new Covid Rules)।

ওই নির্দেশিকায় জানানো হয়েছে,

  • উল্লাস থেকে নবাবহাটের দিকে রাস্তার বাঁ দিকের দোকান সোমবার, বুধবার, শুক্রবার বন্ধ থাকবে । ওই রাস্তার ডানদিকের দোকান মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ থাকবে ।
  • কার্জন গেট থেকে উত্তর ফটকের দিকের রাস্তার বাঁ দিকের দোকান সোমবার, বুধবার এবং শুক্রবার বন্ধ থাকবে ৷ ওই রাস্তায় ডানদিকের দোকান মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ থাকবে ৷
  • আরবি ঘোষ রোড থেকে হাসপাতাল পর্যন্ত বাঁ দিকের দোকান সোমবার, বুধবার এবং শুক্রবার বন্ধ থাকবে ৷ একই রাস্তার ডানদিকের দোকানগুলি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার বন্ধ থাকবে ৷
  • বর্ধমান স্টেশন থেকে রানিগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার বাঁ দিকের দোকান শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকবে ৷ ওই রুটের ডানদিকের দোকানগুলি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আরও পড়ুন : বর্ধমান পৌরসভার অডিট রিপোর্টে 23 কোটি টাকার দুর্নীতির অভিযোগ

  • জেলাশাসকের অফিস সংলগ্ন এলাকা, কোর্ট কম্পাউন্ড ও জেলা পুলিশ সুপারের অফিস সংলগ্ন সমস্ত দোকান মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।
  • সুপারমার্কেটগুলিতে রবিবার বাদে জোড় ও বিজোড় পদ্ধতিতে দোকান খোলা থাকবে ।
  • বর্ধমান পৌরসভা এলাকায় 10 জানুয়ারি মাছ, মাংস, সবজি এবং মিষ্টির দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । ওইদিন দুপুর নাগাদ বৈঠকে গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।
  • প্রতিটি দোকানের সামনে ‘No mask No sell’ লিখে বোর্ড ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.