ETV Bharat / state

Burdwan Covid Rule : কোভিড রুখতে নয়া নিয়ম বর্ধমানে, দেখে নিন কবে কোন দোকান বন্ধ - রাজ্যের গাইডলাইনের পাশাপাশি আরও বেশ কিছু নিয়ম লাগু করল বর্ধমান উত্তর মহকুমা শাসকের দফতর

কোভিড মোকাবিলায় রাজ্যের গাইডলাইনের পাশাপাশি একগুচ্ছ নয়া নিয়ম জারি করেছে বর্ধমান উত্তর মহকুমা শাসকের দফতর (Burdwan Sub-division has issued a set of new Covid Rules)।

Burdwan Covid Rule
কোভিড রুখতে নয়া নিয়ম বর্ধমানে, দেখে নিন কবে কোন দোকান বন্ধ
author img

By

Published : Jan 8, 2022, 7:07 AM IST

বর্ধমান, 8 জানুয়ারি : রাজ্যে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ । পরিস্থিতি সামাল দিতে রাজ্যের গাইডলাইনের পাশাপাশি আরও বেশ কিছু নিয়ম লাগু করল বর্ধমান উত্তর মহকুমা শাসকের দফতর । বর্ধমান পৌরসভা এলাকায় দোকান-বাজার খোলার ক্ষেত্রে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে (Burdwan Sub-division has issued a set of new Covid Rules)।

ওই নির্দেশিকায় জানানো হয়েছে,

  • উল্লাস থেকে নবাবহাটের দিকে রাস্তার বাঁ দিকের দোকান সোমবার, বুধবার, শুক্রবার বন্ধ থাকবে । ওই রাস্তার ডানদিকের দোকান মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ থাকবে ।
  • কার্জন গেট থেকে উত্তর ফটকের দিকের রাস্তার বাঁ দিকের দোকান সোমবার, বুধবার এবং শুক্রবার বন্ধ থাকবে ৷ ওই রাস্তায় ডানদিকের দোকান মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ থাকবে ৷
  • আরবি ঘোষ রোড থেকে হাসপাতাল পর্যন্ত বাঁ দিকের দোকান সোমবার, বুধবার এবং শুক্রবার বন্ধ থাকবে ৷ একই রাস্তার ডানদিকের দোকানগুলি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার বন্ধ থাকবে ৷
  • বর্ধমান স্টেশন থেকে রানিগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার বাঁ দিকের দোকান শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকবে ৷ ওই রুটের ডানদিকের দোকানগুলি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আরও পড়ুন : বর্ধমান পৌরসভার অডিট রিপোর্টে 23 কোটি টাকার দুর্নীতির অভিযোগ

  • জেলাশাসকের অফিস সংলগ্ন এলাকা, কোর্ট কম্পাউন্ড ও জেলা পুলিশ সুপারের অফিস সংলগ্ন সমস্ত দোকান মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।
  • সুপারমার্কেটগুলিতে রবিবার বাদে জোড় ও বিজোড় পদ্ধতিতে দোকান খোলা থাকবে ।
  • বর্ধমান পৌরসভা এলাকায় 10 জানুয়ারি মাছ, মাংস, সবজি এবং মিষ্টির দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । ওইদিন দুপুর নাগাদ বৈঠকে গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।
  • প্রতিটি দোকানের সামনে ‘No mask No sell’ লিখে বোর্ড ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

বর্ধমান, 8 জানুয়ারি : রাজ্যে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ । পরিস্থিতি সামাল দিতে রাজ্যের গাইডলাইনের পাশাপাশি আরও বেশ কিছু নিয়ম লাগু করল বর্ধমান উত্তর মহকুমা শাসকের দফতর । বর্ধমান পৌরসভা এলাকায় দোকান-বাজার খোলার ক্ষেত্রে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে (Burdwan Sub-division has issued a set of new Covid Rules)।

ওই নির্দেশিকায় জানানো হয়েছে,

  • উল্লাস থেকে নবাবহাটের দিকে রাস্তার বাঁ দিকের দোকান সোমবার, বুধবার, শুক্রবার বন্ধ থাকবে । ওই রাস্তার ডানদিকের দোকান মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ থাকবে ।
  • কার্জন গেট থেকে উত্তর ফটকের দিকের রাস্তার বাঁ দিকের দোকান সোমবার, বুধবার এবং শুক্রবার বন্ধ থাকবে ৷ ওই রাস্তায় ডানদিকের দোকান মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ থাকবে ৷
  • আরবি ঘোষ রোড থেকে হাসপাতাল পর্যন্ত বাঁ দিকের দোকান সোমবার, বুধবার এবং শুক্রবার বন্ধ থাকবে ৷ একই রাস্তার ডানদিকের দোকানগুলি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার বন্ধ থাকবে ৷
  • বর্ধমান স্টেশন থেকে রানিগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার বাঁ দিকের দোকান শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকবে ৷ ওই রুটের ডানদিকের দোকানগুলি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আরও পড়ুন : বর্ধমান পৌরসভার অডিট রিপোর্টে 23 কোটি টাকার দুর্নীতির অভিযোগ

  • জেলাশাসকের অফিস সংলগ্ন এলাকা, কোর্ট কম্পাউন্ড ও জেলা পুলিশ সুপারের অফিস সংলগ্ন সমস্ত দোকান মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।
  • সুপারমার্কেটগুলিতে রবিবার বাদে জোড় ও বিজোড় পদ্ধতিতে দোকান খোলা থাকবে ।
  • বর্ধমান পৌরসভা এলাকায় 10 জানুয়ারি মাছ, মাংস, সবজি এবং মিষ্টির দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । ওইদিন দুপুর নাগাদ বৈঠকে গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।
  • প্রতিটি দোকানের সামনে ‘No mask No sell’ লিখে বোর্ড ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.