বর্ধমান, 25 জুলাই : বর্ধমান শহরে লকডাউন শুরু হয়েছে বুধবার থেকে । সেই সঙ্গে আজ রাজ্যজুড়ে শুরু হয়েছে লকডাউন । গত বৃহস্পতিবারের পরে এদিন ফের বর্ধমানের ছবিটা সম্পূর্ণ বদলে গেছে । সকাল থেকেই রাস্তাঘাট ফাঁকা । সকালে কিছু মানুষ পথে বেরোলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা হয়েছে সুনসান ।
পূর্ব বর্ধমান জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকায় গত মঙ্গলবার সন্ধ্যা নাগাদ জেলা প্রশাসন সাত দিনের জন্য বর্ধমান শহরে লকডাউন ঘোষণা করে । সেইমতো বুধবার থেকে বর্ধমান শহরে লকডাউন শুরু হয়েছিল । তবুও লকডাউনে প্রচুর মানুষকে রাস্তায় বের হতে দেখা যায় । তাই রাস্তায় রাস্তায় মোতায়েন করা হয় পুলিশ । বিনা প্রয়োজনে মানুষ যাতে বাড়ি থেকে বের না হয় সেই বিষয়ে পুলিশের পক্ষ থেকে সচেতন করা হয় ৷ এমনকী তাদেরকে সাবধান করে দেওয়া হয় বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
আজ সকাল থেকেই বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ । শহর ছাড়িয়ে রায়না, খণ্ডঘোষ, জামালপুর, মেমারি, কালনা, কাটোয়া সব জায়গার চিত্রও একই রকম । মানুষজনকে বাড়ি মুখো করতে পুলিশকে শহর জুড়ে টহল দিতে দেখা যায় ।
রাজ্য সরকারের নির্দেশে লকডাউনে অন্যান্য দিনের তুলনায় আজকের ছবিটা ভিন্ন । ওষুধ ও দুধের দোকান ছাড়া সমস্ত দোকানপাঠ বন্ধ । বন্ধ যান চলাচল । চলছে পুলিশি টহল ।