ETV Bharat / state

Baranilpur arrest : বন্দুক হাতে প্রতিবেশীদের ভয় দেখানো, বড়নীলপুরে গ্রেফতার যুবক - বর্ধমান থানার পুলিশ

বাড়িতে স্ত্রীকে মারধর করা হচ্ছিল ৷ স্থানীয়রা প্রতিবাদ করায় পাল্টা বন্দুক দিয়ে তাঁদের ভয় দেখায় বড়নীলপুরের এক যুবক ৷ পরে পুলিশ গ্রেফতার করে তাঁকে ৷ (Burdwan Police arrests a person for allegedly threatening neighbours with rifle in Baranilpur of Purba Bardhaman)

Baranilpur person arrest
বর্ধমানে গ্রেফতার যুবক
author img

By

Published : Dec 28, 2021, 12:05 PM IST

বর্ধমান, 28 ডিসেম্বর : বন্দুক দিয়ে পাড়ার লোকদের ভয় দেখিয়েছেন যুবক ৷ সেই অভিযোগে বর্ধমান শহরের বড়নীলপুর এলাকার এক যুবককে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ । ধৃতের নাম শেখ রফিকুল । তাঁর কাছ থেকে দু‘ধরনের বন্দুক পাওয়া গিয়েছে । ঘটনার জেরে সোমবার সন্ধে নাগাদ বর্ধমান শহরের বড়নীলপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । (Burdwan Police arrests a person for allegedly threatening neighbours with rifle in Baranilpur of Purba Bardhaman)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ রফিকুল ওরফে কচি নামের ওই যুবক প্রায় প্রত্যেক দিন নিজের বাড়িতে অশান্তি করতেন ৷ স্ত্রীকে মারধর করতেন । পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গেও কোনও না কোনও কারণে ঝামেলা লেগে থাকত । এদিনও তিনি স্ত্রীকে মারেন । স্থানীয়রা এর প্রতিবাদ করলে বিকেল নাগাদ শালে জড়িয়ে বন্দুক নিয়ে এসে এলাকাবাসীকে ভয় দেখান রফিকুল ।

আরও পড়ুন : Teenage murder in Burdwan : বর্ধমানে কিশোর খুনের নেপথ্যে প্রেমিকার বাবা ! আটক অভিযুক্ত

স্থানীয়রা পুলিশকে খবর দেন ৷ সন্ধে নাগাদ পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে গ্রেফতার করে । তাঁর কাছ থেকে একটা দেশি পাইপগান ও বেলুন ফাটানো বন্দুক পাওয়া গিয়েছে । স্থানীয় বাসিন্দা প্রতিমা দে বলেন, "প্রায় দিন ওই যুবক নিজের বাড়িতে অশান্তি করত । গতকাল বাড়িতে একজন মহিলাকে নিয়ে এসে মদ্যপান করছিল সে । তাকে কিছু বলতে গেলেই সে বন্দুক দেখিয়ে ভয় দেখায় ।" রফিকুলের কঠিন শাস্তি দাবি করেছেন প্রতিবেশীরা ৷

বর্ধমান, 28 ডিসেম্বর : বন্দুক দিয়ে পাড়ার লোকদের ভয় দেখিয়েছেন যুবক ৷ সেই অভিযোগে বর্ধমান শহরের বড়নীলপুর এলাকার এক যুবককে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ । ধৃতের নাম শেখ রফিকুল । তাঁর কাছ থেকে দু‘ধরনের বন্দুক পাওয়া গিয়েছে । ঘটনার জেরে সোমবার সন্ধে নাগাদ বর্ধমান শহরের বড়নীলপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । (Burdwan Police arrests a person for allegedly threatening neighbours with rifle in Baranilpur of Purba Bardhaman)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ রফিকুল ওরফে কচি নামের ওই যুবক প্রায় প্রত্যেক দিন নিজের বাড়িতে অশান্তি করতেন ৷ স্ত্রীকে মারধর করতেন । পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গেও কোনও না কোনও কারণে ঝামেলা লেগে থাকত । এদিনও তিনি স্ত্রীকে মারেন । স্থানীয়রা এর প্রতিবাদ করলে বিকেল নাগাদ শালে জড়িয়ে বন্দুক নিয়ে এসে এলাকাবাসীকে ভয় দেখান রফিকুল ।

আরও পড়ুন : Teenage murder in Burdwan : বর্ধমানে কিশোর খুনের নেপথ্যে প্রেমিকার বাবা ! আটক অভিযুক্ত

স্থানীয়রা পুলিশকে খবর দেন ৷ সন্ধে নাগাদ পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে গ্রেফতার করে । তাঁর কাছ থেকে একটা দেশি পাইপগান ও বেলুন ফাটানো বন্দুক পাওয়া গিয়েছে । স্থানীয় বাসিন্দা প্রতিমা দে বলেন, "প্রায় দিন ওই যুবক নিজের বাড়িতে অশান্তি করত । গতকাল বাড়িতে একজন মহিলাকে নিয়ে এসে মদ্যপান করছিল সে । তাকে কিছু বলতে গেলেই সে বন্দুক দেখিয়ে ভয় দেখায় ।" রফিকুলের কঠিন শাস্তি দাবি করেছেন প্রতিবেশীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.