ETV Bharat / state

একাধিক দাবি নিয়ে বিক্ষোভ ,পরে ডেপুটেশন জমা বর্ধমান পৌরসভার 120 জন স্বাস্থ্যকর্মীর - কোভিড-19

burdwan municipality agitation
burdwan municipality agitation
author img

By

Published : Jul 31, 2020, 7:17 PM IST

পূর্ব বর্ধমান, 31জুলাই : ন্যূনতম বেতন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন পৌরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা । বর্তমান পরিস্থিতিতে কোভিড-19 মোকাবিলায় তাদের কাজে নিযুক্ত করা হয়েছে । এই কাজের জন্য এপ্রিল ,মে এবং জুন তিন মাস অতিরিক্ত এক হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার । কিন্তু প্রথম দুমাস টাকা পেলেও শেষ মাসের টাকা তারা এখনও পাননি বলে অভিযোগ করছেন । এছাড়াও আরও একাধিক দাবি নিয়ে আজ বর্ধমান পৌরসভার অন্তর্গত 102 জন স্বাস্থ্য কর্মী জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন।

রাজ্যের 126 টি পৌরসভায় প্রায় 10 হাজার অস্থায়ী স্বাস্থ্য কর্মী রয়েছেন । যারা মাসিক 3338 টাকা বেতনে কাজ করে থাকেন । কোভিড পরিস্থিতি তৈরি হওয়ার পর গত মার্চ মাস থেকে তাদের কোভিড নিয়ন্ত্রণের কাজে লাগানো হয়েছে। অভিযোগ,এই পরিস্থিতিতে প্রথমদিকে কর্মীদের সুরক্ষার জন্য মাস্ক, গ্লাভস, স্যানিটাইজ়ারের ব্যবস্থা করলেও এখন আর তাদের এইসব সুরক্ষা সামগ্রী দেওয়া হচ্ছে না। এছাড়া গত মাসের বকেয়া টাকাও দেওয়া হয়নি । আজ বর্ধমান পৌরসভার অন্তর্গত 102 জন স্বাস্থ্য কর্মী বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্মারকলিপি জমা দেন।

এই 102 জন স্বাস্থ্য কর্মীরা তাদের অন্যান্য দাবিরও উল্লেখ করেন। আর সেগুলি হল-অবসরকালীন ভাতা চালু করা, কোরোনা মোকাবিলা চলাকালীন উপযুক্ত সুরক্ষা সামগ্রী প্রদান করা, ভাতা হিসাবে মাসিক পাঁচ হাজার টাকা ও কর্মীদের স্থায়ীকরণ করা । পৌরসভা ছাড়াও জেলাশাসক ও প্রশাসনের বিভিন্ন মহলে তারা তাদের দাবি জানিয়ে আজ স্মারকলিপি জমা দিয়েছে।

পূর্ব বর্ধমান, 31জুলাই : ন্যূনতম বেতন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন পৌরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা । বর্তমান পরিস্থিতিতে কোভিড-19 মোকাবিলায় তাদের কাজে নিযুক্ত করা হয়েছে । এই কাজের জন্য এপ্রিল ,মে এবং জুন তিন মাস অতিরিক্ত এক হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার । কিন্তু প্রথম দুমাস টাকা পেলেও শেষ মাসের টাকা তারা এখনও পাননি বলে অভিযোগ করছেন । এছাড়াও আরও একাধিক দাবি নিয়ে আজ বর্ধমান পৌরসভার অন্তর্গত 102 জন স্বাস্থ্য কর্মী জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন।

রাজ্যের 126 টি পৌরসভায় প্রায় 10 হাজার অস্থায়ী স্বাস্থ্য কর্মী রয়েছেন । যারা মাসিক 3338 টাকা বেতনে কাজ করে থাকেন । কোভিড পরিস্থিতি তৈরি হওয়ার পর গত মার্চ মাস থেকে তাদের কোভিড নিয়ন্ত্রণের কাজে লাগানো হয়েছে। অভিযোগ,এই পরিস্থিতিতে প্রথমদিকে কর্মীদের সুরক্ষার জন্য মাস্ক, গ্লাভস, স্যানিটাইজ়ারের ব্যবস্থা করলেও এখন আর তাদের এইসব সুরক্ষা সামগ্রী দেওয়া হচ্ছে না। এছাড়া গত মাসের বকেয়া টাকাও দেওয়া হয়নি । আজ বর্ধমান পৌরসভার অন্তর্গত 102 জন স্বাস্থ্য কর্মী বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্মারকলিপি জমা দেন।

এই 102 জন স্বাস্থ্য কর্মীরা তাদের অন্যান্য দাবিরও উল্লেখ করেন। আর সেগুলি হল-অবসরকালীন ভাতা চালু করা, কোরোনা মোকাবিলা চলাকালীন উপযুক্ত সুরক্ষা সামগ্রী প্রদান করা, ভাতা হিসাবে মাসিক পাঁচ হাজার টাকা ও কর্মীদের স্থায়ীকরণ করা । পৌরসভা ছাড়াও জেলাশাসক ও প্রশাসনের বিভিন্ন মহলে তারা তাদের দাবি জানিয়ে আজ স্মারকলিপি জমা দিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.