বর্ধমান, 28 ফেব্রুয়ারি : 2018 সাল থেকে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া শতাধিক মোবাইল ফোন উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ । শুক্রবার গ্রাহকদের হাতে মোবাইল ফোন তুলে দেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় ।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, 2018 সাল থেকে 2020 সাল পর্যন্ত হারিয়ে যাওয়া কিংবা মোবাইল চুরি যাওয়া নিয়ে যেসব অভিযোগ জমা পড়েছিল সেই সব অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশ মনিটরিং করতে শুরু করে । তারপর হারিয়ে যাওয়া মোবাইলগুলি ট্র্যাক করে 100টি মোবাইল উদ্ধার করে পুলিশ । যেসব মোবাইল চুরি গিয়েছিল আইন মেনে গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয় ।
জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, অনেক সময় মোবাইল হারিয়ে যাওয়া কিংবা চুরি যাওয়ার পরে অভিযোগ দায়ের করা হলেও টেকনিক্যাল কারণে সেসব মোবাইল ট্র্যাক করা সম্ভব হয় না । এবার মোবাইলগুলির লোকেশন মনিটরিং করা হয়েছে । যে কারণে 2018 সালের হারিয়ে যাওয়া মোবাইলও উদ্ধার করা সম্ভব হয়েছে । আগামীদিনে আরও বেশকিছু মোবাইল উদ্ধার করা সম্ভব হবে বলে জানান পুলিশ সুপার ।