ETV Bharat / state

বর্ধমান শহরে দোকান খোলা এবং বন্ধের নির্দেশিকা জারি - burdwan district administration

কোরোনা সংক্রমণ রুখতে জেলা প্রশাসন জারি করল নতুন নির্দেশিকা ৷ এই নির্দেশিকাতে জারি করা হল কোনও দোকান কখন বন্ধ ও খোলা রাখা যাবে ৷

বর্ধমান
বর্ধমান শহরে দোকান খোলা এবং বন্ধের নির্দেশিকা জারি
author img

By

Published : Aug 12, 2020, 9:07 AM IST

বর্ধমান, 12 অগাস্ট: পূর্ব বর্ধমান জেলার সঙ্গে বর্ধমান শহরেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণ । সেই কারণে শহরের কনটেনমেন্ট জ়োনে দোকানপাঠ খোলার সময়সীমা বেঁধে দিল জেলা প্রশাসন । এছাড়াও একটি নির্দেশিকা জারি করা হয়েছে প্রশাসনের তরফে । সেখানে বলা হয়েছে বর্ধমান পৌরসভার 35 টি ওয়ার্ডে স্কুল, কলেজ, কোচিং সেন্টার, সিনেমা হল, সুইমিং পুল, খেলাধুলা বন্ধ রাখতে হবে । এছাড়া ক্লাবের কোনও কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না ।

প্রশাসন দোকান বাজার খোলার যে নির্দেশিকা জারি করেছে তা কাল ভোর 4 থেকে সকাল 7 টা পর্যন্ত হোলসেল সবজি ও মাছের বাজার খোলা থাকবে । খুচরো সবজি, মাছ ও মাংসের দোকান খোলা থাকবে সকাল 7 টা থেকে বেলা সাড়ে 10 টা পর্যন্ত।ফলের বাজার সকাল 7 টা থেকে 11 পর্যন্ত খোলা থাকবে । মিষ্টির দোকান খুলতে হবে সকাল দশটায় । আর বন্ধ করার সময় বিকেল পাঁচটা ৷ নির্দেশিকাতে বলা হয়েছে, মুদিখানা খোলা রাখার সময়সীমা সকাল 11 টা 5 টা ৷ বাকি অন্যান্য দোকান খোলা থাকবে 11 টা থেকে 5 টা পর্যন্ত ৷ হোটেল ও রেস্টুরেন্টের খোলার সময়সীমা দুপুর 12 টা থেকে রাত্রি 9 টা ৷ নতুনগঞ্জের হোলসেল মার্কেট খোলা থাকবে 11 টা থেকে 5 টা পর্যন্ত৷ আর, নতুনগঞ্জ হোলসেল মার্কেটে মাল খালাস করা হবে সন্ধে 6 টা থেকে রাত 10 টা পর্যন্ত৷ বর্ধমান শহরের বিসি রোড ও জিটি রোড এলাকায় একদিন অন্তর দোকান খোলা থাকবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে । বর্ধমান শহর ব্যবসায়ী সমিতির সহ অন্যান্য সংগঠনের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যারা সোমবার, বুধবার, শুক্রবার দোকান খুলবে তারা মঙ্গল ,বৃহস্পতি, শনিবার দোকান বন্ধ রাখবে। অন্যদিকে যারা মঙ্গল ,বৃহস্পতি ,শনি দোকান দোকান খুলবে তারা সোম, বুধ, শুক্র দোকান বন্ধ রাখবে । রবিবার সমস্ত দোকানপাঠ বন্ধ থাকবে । রাজ্য সরকারের ঘোষিত দিনে দোকান বাজার, অফিস সহ সমস্ত কিছুই বন্ধ থাকবে বলে জানানো হয়েছে ।

বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিশ্বেশ্বর চৌধুরি বলেন, "প্রতিদিন সকাল 10 টা থেকে সন্ধে 6 টা পর্যন্ত দোকান যাতে খোলা রাখা যায় সেকথা জেলা প্রশাসনকে জানানো হয়েছে। একদিন অন্তর দোকান বন্ধ রাখলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন । এছাড়া কোনও দোকানেই এখন প্রচুর ভিড় হচ্ছে না । সেখানে সামাজিক দূরত্ব মেনেই ব্যবসা করা হচ্ছে ।"

বর্ধমান, 12 অগাস্ট: পূর্ব বর্ধমান জেলার সঙ্গে বর্ধমান শহরেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণ । সেই কারণে শহরের কনটেনমেন্ট জ়োনে দোকানপাঠ খোলার সময়সীমা বেঁধে দিল জেলা প্রশাসন । এছাড়াও একটি নির্দেশিকা জারি করা হয়েছে প্রশাসনের তরফে । সেখানে বলা হয়েছে বর্ধমান পৌরসভার 35 টি ওয়ার্ডে স্কুল, কলেজ, কোচিং সেন্টার, সিনেমা হল, সুইমিং পুল, খেলাধুলা বন্ধ রাখতে হবে । এছাড়া ক্লাবের কোনও কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না ।

প্রশাসন দোকান বাজার খোলার যে নির্দেশিকা জারি করেছে তা কাল ভোর 4 থেকে সকাল 7 টা পর্যন্ত হোলসেল সবজি ও মাছের বাজার খোলা থাকবে । খুচরো সবজি, মাছ ও মাংসের দোকান খোলা থাকবে সকাল 7 টা থেকে বেলা সাড়ে 10 টা পর্যন্ত।ফলের বাজার সকাল 7 টা থেকে 11 পর্যন্ত খোলা থাকবে । মিষ্টির দোকান খুলতে হবে সকাল দশটায় । আর বন্ধ করার সময় বিকেল পাঁচটা ৷ নির্দেশিকাতে বলা হয়েছে, মুদিখানা খোলা রাখার সময়সীমা সকাল 11 টা 5 টা ৷ বাকি অন্যান্য দোকান খোলা থাকবে 11 টা থেকে 5 টা পর্যন্ত ৷ হোটেল ও রেস্টুরেন্টের খোলার সময়সীমা দুপুর 12 টা থেকে রাত্রি 9 টা ৷ নতুনগঞ্জের হোলসেল মার্কেট খোলা থাকবে 11 টা থেকে 5 টা পর্যন্ত৷ আর, নতুনগঞ্জ হোলসেল মার্কেটে মাল খালাস করা হবে সন্ধে 6 টা থেকে রাত 10 টা পর্যন্ত৷ বর্ধমান শহরের বিসি রোড ও জিটি রোড এলাকায় একদিন অন্তর দোকান খোলা থাকবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে । বর্ধমান শহর ব্যবসায়ী সমিতির সহ অন্যান্য সংগঠনের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যারা সোমবার, বুধবার, শুক্রবার দোকান খুলবে তারা মঙ্গল ,বৃহস্পতি, শনিবার দোকান বন্ধ রাখবে। অন্যদিকে যারা মঙ্গল ,বৃহস্পতি ,শনি দোকান দোকান খুলবে তারা সোম, বুধ, শুক্র দোকান বন্ধ রাখবে । রবিবার সমস্ত দোকানপাঠ বন্ধ থাকবে । রাজ্য সরকারের ঘোষিত দিনে দোকান বাজার, অফিস সহ সমস্ত কিছুই বন্ধ থাকবে বলে জানানো হয়েছে ।

বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিশ্বেশ্বর চৌধুরি বলেন, "প্রতিদিন সকাল 10 টা থেকে সন্ধে 6 টা পর্যন্ত দোকান যাতে খোলা রাখা যায় সেকথা জেলা প্রশাসনকে জানানো হয়েছে। একদিন অন্তর দোকান বন্ধ রাখলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন । এছাড়া কোনও দোকানেই এখন প্রচুর ভিড় হচ্ছে না । সেখানে সামাজিক দূরত্ব মেনেই ব্যবসা করা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.