ETV Bharat / state

Madhyamik Result 2022 : মাধ্যমিকে যুগ্ম প্রথম, ডাক্তার হতে চায় সিএমএস স্কুলের ছাত্র রৌনক

author img

By

Published : Jun 3, 2022, 10:39 AM IST

Updated : Jun 3, 2022, 11:52 AM IST

বাঁকুড়ার অর্ণব ঘড়াই এবং পূর্ব বর্ধমানের রৌনক মণ্ডল প্রথম স্থান অধিকার করেছে এবারের মাধ্যমিক পরীক্ষায় ৷ এক বছর পর অফলাইন পরীক্ষার ফল প্রকাশিত হল রাজ্যে (Madhyamik Result 2022) ৷

Raunak Mandal first in Madhyamik
মাধ্যমিকে প্রথম রৌনক মণ্ডল

বর্ধমান, 3 জুন : মাধ্যমিকে যুগ্মভাবে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে বর্ধমান সিএমএস হাই স্কুলের ছাত্র রৌনক মণ্ডল এবং অর্ণব ঘড়াই । দু'জনেই 693 অর্থাৎ 99 শতাংশ নম্বর পেয়েছে ৷ অর্ণব বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ৷ রৌনক বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র ৷ প্রথম হয়ে স্বভাবতই উচ্ছ্বসিত রৌনক ৷ সে জানাল, ভবিষ্যতে সে ডাক্তার হতে চায় (Burdwan CMS High School student ranks first together with another in Madhyamik Examination 2022) ৷

প্রথম হওয়া নিয়ে রৌনকের প্রতিক্রিয়া ?

"মাধ্যমিকে প্রথম হবো ভাবিনি। তবে 1 থেকে 10-এর মধ্যে থাকব, এটা আশা করেছিলাম ৷ খুব ভাল লাগছে ৷ বাবা-মা এবং 7 জন গৃহশিক্ষকের জন্য আমি প্রথম হয়েছি ৷"

কী ভাবে জীবনের প্রথম বড় পরীক্ষায় এই অভাবনীয় সাফল্য পেলেন রৌনক ?

মাধ্যমিকে প্রথম হলেও বাঁধাধরা পড়াশোনার কোনও সময় ছিল না রৌনকের । কোনও দিন সকালের দিকে এমনকী রাত বারোটাতেও সে পড়তে বসত । তবে প্রতিদিন 8 ঘণ্টা করে পড়াশোনা করত ৷ আর 7টি বিষয়ের জন্য 7 জন গৃহশিক্ষক ছিল রৌনকের ৷ অঙ্ক আর জীবন বিজ্ঞান তার সবচেয়ে প্রিয় বিষয় ৷

মাধ্যমিকে প্রথম হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি বর্ধমানের রৌনক

আরও পড়ুন : Madhyamik Result 2022: মাধ্যমিকে পাশের হার 86.6%, সবার উপরে পূর্ব মেদিনীপুর

শুধুই লেখাপড়া নাকি অন্য কিছুও ভালো লাগত ?
রৌনকের গোয়েন্দা গল্প পড়তে ভালো লাগে ৷ প্রতিদিনের লেখাপড়া করেও সময় বাঁচিয়ে সত্যজিৎ রায়ের ফেলুদা পড়ত সে ৷ সত্যজিৎ রায়ের সব সিনেমাই তার দেখা ৷ এছাড়া গান করতে ভালোবাসে রৌনক ৷ রবীন্দ্রসঙ্গীত তার প্রিয় ৷ সাংবাদিকদের বায়না মেটাতে দু'বছর চর্চা না থাকলেও সে গাইল "আমার মাথা নত করে দাও হে তোমার..." ৷

আগামী পরীক্ষার্থীদের জন্য রৌনকের পরামর্শ

মাধ্যমিক পরীক্ষার্থীদের পাঠ্যবইটা ভালো করে পড়ার উপদেশ দিল মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী রৌনক ৷ এর সঙ্গে যতটা সম্ভব প্রশ্নের উত্তর লেখার অভ্যেস করতে হবে ৷

ভবিষ্যতে ডাক্তার হতে চায় 2022-এর মাধ্যমিকে 693 পাওয়া রৌনক মণ্ডল ৷ এ প্রসঙ্গে সে ইটিভি ভারতের প্রতিনিধিকে বলল, "মানুষের সেবা করতে চাই ৷ পাশাপাশি কোনও অসুস্থ মানুষকে সুস্থ করার যে আনন্দ, আমি সেটা পেতে চাই ৷" এখন থেকেই নিট-এর প্রস্তুতি নিচ্ছে পূর্ব বর্ধমানের কৃতী ছাত্র ৷

বর্ধমান, 3 জুন : মাধ্যমিকে যুগ্মভাবে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে বর্ধমান সিএমএস হাই স্কুলের ছাত্র রৌনক মণ্ডল এবং অর্ণব ঘড়াই । দু'জনেই 693 অর্থাৎ 99 শতাংশ নম্বর পেয়েছে ৷ অর্ণব বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ৷ রৌনক বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র ৷ প্রথম হয়ে স্বভাবতই উচ্ছ্বসিত রৌনক ৷ সে জানাল, ভবিষ্যতে সে ডাক্তার হতে চায় (Burdwan CMS High School student ranks first together with another in Madhyamik Examination 2022) ৷

প্রথম হওয়া নিয়ে রৌনকের প্রতিক্রিয়া ?

"মাধ্যমিকে প্রথম হবো ভাবিনি। তবে 1 থেকে 10-এর মধ্যে থাকব, এটা আশা করেছিলাম ৷ খুব ভাল লাগছে ৷ বাবা-মা এবং 7 জন গৃহশিক্ষকের জন্য আমি প্রথম হয়েছি ৷"

কী ভাবে জীবনের প্রথম বড় পরীক্ষায় এই অভাবনীয় সাফল্য পেলেন রৌনক ?

মাধ্যমিকে প্রথম হলেও বাঁধাধরা পড়াশোনার কোনও সময় ছিল না রৌনকের । কোনও দিন সকালের দিকে এমনকী রাত বারোটাতেও সে পড়তে বসত । তবে প্রতিদিন 8 ঘণ্টা করে পড়াশোনা করত ৷ আর 7টি বিষয়ের জন্য 7 জন গৃহশিক্ষক ছিল রৌনকের ৷ অঙ্ক আর জীবন বিজ্ঞান তার সবচেয়ে প্রিয় বিষয় ৷

মাধ্যমিকে প্রথম হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি বর্ধমানের রৌনক

আরও পড়ুন : Madhyamik Result 2022: মাধ্যমিকে পাশের হার 86.6%, সবার উপরে পূর্ব মেদিনীপুর

শুধুই লেখাপড়া নাকি অন্য কিছুও ভালো লাগত ?
রৌনকের গোয়েন্দা গল্প পড়তে ভালো লাগে ৷ প্রতিদিনের লেখাপড়া করেও সময় বাঁচিয়ে সত্যজিৎ রায়ের ফেলুদা পড়ত সে ৷ সত্যজিৎ রায়ের সব সিনেমাই তার দেখা ৷ এছাড়া গান করতে ভালোবাসে রৌনক ৷ রবীন্দ্রসঙ্গীত তার প্রিয় ৷ সাংবাদিকদের বায়না মেটাতে দু'বছর চর্চা না থাকলেও সে গাইল "আমার মাথা নত করে দাও হে তোমার..." ৷

আগামী পরীক্ষার্থীদের জন্য রৌনকের পরামর্শ

মাধ্যমিক পরীক্ষার্থীদের পাঠ্যবইটা ভালো করে পড়ার উপদেশ দিল মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী রৌনক ৷ এর সঙ্গে যতটা সম্ভব প্রশ্নের উত্তর লেখার অভ্যেস করতে হবে ৷

ভবিষ্যতে ডাক্তার হতে চায় 2022-এর মাধ্যমিকে 693 পাওয়া রৌনক মণ্ডল ৷ এ প্রসঙ্গে সে ইটিভি ভারতের প্রতিনিধিকে বলল, "মানুষের সেবা করতে চাই ৷ পাশাপাশি কোনও অসুস্থ মানুষকে সুস্থ করার যে আনন্দ, আমি সেটা পেতে চাই ৷" এখন থেকেই নিট-এর প্রস্তুতি নিচ্ছে পূর্ব বর্ধমানের কৃতী ছাত্র ৷

Last Updated : Jun 3, 2022, 11:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.