ETV Bharat / state

খুনের পর ধর্ষণের চেষ্টা করত কালনার সিরিয়াল কিলার

বিদ্যুতের মিটার দেখার নাম করে ঘরে ঢুকে একের পর এক খুন । শ্বাসরোধ করে খুন করার পর মৃত্যু নিশ্চিত করতে ভারী জিনিস দিয়ে আঘাত । শেষের দিকে খুনের পর মৃতদেহকে ধর্ষণের চেষ্টাও করত । গতকাল সিভিক ভলান্টিয়ারের হাতে ধরা পড়ে অভিযুক্ত কামারুজ্জামান সরকার ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 3, 2019, 8:34 PM IST

Updated : Jun 3, 2019, 10:25 PM IST

কালনা, 3 জুন : বিদ্যুতের মিটার দেখার নাম করে ঘরে ঢুকে একের পর এক খুন । টার্গেট মহিলারা । ধরন প্রায় একইরকম । শ্বাসরোধ করে খুন করার পর মৃত্যু নিশ্চিত করতে ভারী জিনিস দিয়ে আঘাত । খুনের সময়ও প্রায় এক । দুপুর থেকে বিকেলের মধ্যে । 12 জনকে খুনের চেষ্টা । মৃত্যু হয় 6 জনের । শেষের দিকে খুনের পর মৃতদেহকে ধর্ষণের চেষ্টাও করত । গতকাল সিভিক ভলান্টিয়ারের হাতে ধরা পড়ে অভিযুক্ত কামারুজ্জামান সরকার ।


জেরা করতে পুরো বিষয়টি স্বীকার করেছে সে । জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য । পুলিশকে সে জানিয়েছে, দুপুরের পর থেকেই তার শরীরে কেমন একটা হত । অস্বস্তি করত । কাউকে খুন করতে ইচ্ছে করত । তাই সে বাইক নিয়ে বেরিয়ে পড়ত খুন করতে । শুধু পূর্ব বর্ধমান নয়, এই সিরিয়াল কিলারের শিকার হয়েছেন হুগলির পান্ডুয়া ও বলাগড়ের মহিলারাও ।

ডিসেম্বর 2018 । একের পর এক খুন হতে থাকে মহিলারা । সবক্ষেত্রেই ঘরের দরজা খোলা । ভিতরে পড়ে দেহ । পাশে চেন । যে চেন দিয়ে শ্বাসরোধ করে খুন করা হত । একের পর এক এমন খুনের অভিযোগ জমা পড়তে থাকে এলাকার বিভিন্ন থানায় । খুনের চেষ্টা হয়েছে এমনও অভিযোগ জমা পড়তে থাকে । ঘটনার তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে এর নেপথ্যে রয়েছে কোনও একজন ব্যক্তি । এক মহিলার বয়ান অনুযায়ী স্কেচ করা হয় এই সিরিয়াল কিলারের । শুরু হয় তদন্ত । পুলিশ নামে নাকা চেকিংয়ে । কিছুদিন আগে এক মহিলার বাড়িতে একইভাবে খুন করতে যায় সে । কিন্তু বাড়িতে লোক থাকায় ফিরে আসে । ফের গতকাল সে আরেকটি খুন করতে যায় মেরারির জেদিপুরে কিন্তু সেখানেও লোক থাকায় ফিরে আসে । ফিরতে গিয়েই CCTV ফুটেজে ধরা পড়ে তার ছবি । লাল বাইক । মাথায় হেলমেট । সঙ্গে একটা ব্যাগ । রাস্তায় ধরে ফেলে এক সিভিক ভলান্টিয়ার । ওই ব্যাগ থেকে মেলে চেন, লোহার রড ।

জেরায় ধৃত জানিয়েছে, প্রথমে দু-একজনকে শুধু খুন করে সে । পরের খুনগুলি করার পর মৃতদেহকে রড দিয়ে আঘাত করত । এমনকী, মৃতদেহকে ধর্ষণের চেষ্টা করত ।

কী ভাবে করত খুন ?

ইলেকট্রিক মিটার দেখতে গিয়ে সে খুন করত । দেখে নিত বাড়িতে শিকার ছাড়া আর কেউ আছে কি না । তারপর চালাত অপারেশন । কেন খুন করত ? জেরার পর পুলিশের প্রাথমিক অনুমান, কোনও মহিলার প্রতি আক্রোশ থেকেই সে এই কাজ করত । ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করলেও প্রমাণ না হওয়ায় বিষয়টি নিয়ে ধন্দে পুলিশ । কালনা মহকুমা আদালতে তোলা হলে 12 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক । জেরার সময় বর্ধমান জেলা পুলিশের পাশাপাশি থাকছে হুগলি জেলা পুলিশের আধিকারিকরাও । অন্যদিকে, জেরার পাশাপশি এই সিরিয়াল কিলারকে খুনের স্থানে নিয়ে গিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ ।

কালনা, 3 জুন : বিদ্যুতের মিটার দেখার নাম করে ঘরে ঢুকে একের পর এক খুন । টার্গেট মহিলারা । ধরন প্রায় একইরকম । শ্বাসরোধ করে খুন করার পর মৃত্যু নিশ্চিত করতে ভারী জিনিস দিয়ে আঘাত । খুনের সময়ও প্রায় এক । দুপুর থেকে বিকেলের মধ্যে । 12 জনকে খুনের চেষ্টা । মৃত্যু হয় 6 জনের । শেষের দিকে খুনের পর মৃতদেহকে ধর্ষণের চেষ্টাও করত । গতকাল সিভিক ভলান্টিয়ারের হাতে ধরা পড়ে অভিযুক্ত কামারুজ্জামান সরকার ।


জেরা করতে পুরো বিষয়টি স্বীকার করেছে সে । জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য । পুলিশকে সে জানিয়েছে, দুপুরের পর থেকেই তার শরীরে কেমন একটা হত । অস্বস্তি করত । কাউকে খুন করতে ইচ্ছে করত । তাই সে বাইক নিয়ে বেরিয়ে পড়ত খুন করতে । শুধু পূর্ব বর্ধমান নয়, এই সিরিয়াল কিলারের শিকার হয়েছেন হুগলির পান্ডুয়া ও বলাগড়ের মহিলারাও ।

ডিসেম্বর 2018 । একের পর এক খুন হতে থাকে মহিলারা । সবক্ষেত্রেই ঘরের দরজা খোলা । ভিতরে পড়ে দেহ । পাশে চেন । যে চেন দিয়ে শ্বাসরোধ করে খুন করা হত । একের পর এক এমন খুনের অভিযোগ জমা পড়তে থাকে এলাকার বিভিন্ন থানায় । খুনের চেষ্টা হয়েছে এমনও অভিযোগ জমা পড়তে থাকে । ঘটনার তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে এর নেপথ্যে রয়েছে কোনও একজন ব্যক্তি । এক মহিলার বয়ান অনুযায়ী স্কেচ করা হয় এই সিরিয়াল কিলারের । শুরু হয় তদন্ত । পুলিশ নামে নাকা চেকিংয়ে । কিছুদিন আগে এক মহিলার বাড়িতে একইভাবে খুন করতে যায় সে । কিন্তু বাড়িতে লোক থাকায় ফিরে আসে । ফের গতকাল সে আরেকটি খুন করতে যায় মেরারির জেদিপুরে কিন্তু সেখানেও লোক থাকায় ফিরে আসে । ফিরতে গিয়েই CCTV ফুটেজে ধরা পড়ে তার ছবি । লাল বাইক । মাথায় হেলমেট । সঙ্গে একটা ব্যাগ । রাস্তায় ধরে ফেলে এক সিভিক ভলান্টিয়ার । ওই ব্যাগ থেকে মেলে চেন, লোহার রড ।

জেরায় ধৃত জানিয়েছে, প্রথমে দু-একজনকে শুধু খুন করে সে । পরের খুনগুলি করার পর মৃতদেহকে রড দিয়ে আঘাত করত । এমনকী, মৃতদেহকে ধর্ষণের চেষ্টা করত ।

কী ভাবে করত খুন ?

ইলেকট্রিক মিটার দেখতে গিয়ে সে খুন করত । দেখে নিত বাড়িতে শিকার ছাড়া আর কেউ আছে কি না । তারপর চালাত অপারেশন । কেন খুন করত ? জেরার পর পুলিশের প্রাথমিক অনুমান, কোনও মহিলার প্রতি আক্রোশ থেকেই সে এই কাজ করত । ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করলেও প্রমাণ না হওয়ায় বিষয়টি নিয়ে ধন্দে পুলিশ । কালনা মহকুমা আদালতে তোলা হলে 12 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক । জেরার সময় বর্ধমান জেলা পুলিশের পাশাপাশি থাকছে হুগলি জেলা পুলিশের আধিকারিকরাও । অন্যদিকে, জেরার পাশাপশি এই সিরিয়াল কিলারকে খুনের স্থানে নিয়ে গিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ ।

Intro:১২ টি খুনের ঘটনায় অভিযুক্ত সিরিয়াল কিলার গ্রেফতার

পুলক যশ, পূর্ব বর্ধমান

একের পর এক খুনের ঘটনায় ঘুম ছুটেছিল জেলা পুলিশের। পূর্ব বর্ধমান এবং হুগলি জেলা মিলিয়ে বারোটি খুনের ঘটনা ঘটেছিল। সবক্ষেত্রেই মহিলাকে খুন করা হয়েছিল। কিন্তু জেলা পুলিশ খুনির কোন হদিস পায় নি। অবশেষে পুলিশের তৎপরতায় ধরা পড়ল খুনি। পূর্ব বর্ধমানের কালনার বেগপুর এলাকা থেকে ১২ টি খুনের আসামি কামরুজ্জামান সরকারকে গ্রেফতার করল কালনা থানার পুলিশ। পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, একের পর এক খুনের ঘটনায় উদবিগ্ন ছিল জেলা পুলিশ। পূর্ব বর্ধমান জেলার থানা এলাকায় খুনি কে ধরার জন্য নাকা চেকিংয়ের ব্যবস্থা করে পুলিশ। আর এই নাকা চেকিং করতে গিয়ে গতকাল বারোটি খুনের আসামি ওই সিরিয়াল কিলার কে গ্রেপ্তার করে পুলিশ। এদিনও মেমারির দেবীপুর গ্রাম এলাকায় সে ইলেকট্রিকের মিটার দেখার নাম করে একটি বাড়িতে ঢুকেছিল। কিন্তু ওই বাড়িতে মহিলা ছাড়াও অন্য ব্যাক্তি থাকায় সে খুন করার সুযোগ পায়নি। পুলিশ সুপার আরো বলেন জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে সবকটা খুনের ঘটনায় ওই ব্যক্তি একা ঘটিয়েছে। সাইকেলের চেন জাতীয় জিনিস দিয়ে শুধুমাত্র মহিলাদেরই গলায় ফাঁস দিয়ে ওই ব্যক্তি একের পর এক খুন করেছে। পরবর্তীকালে দেখা গেছে খুন করতে গিয়ে গলায় চেনের ফাঁস দেওয়ার পরে মৃত্যু নিশ্চিত করার জন্য ভারী জাতীয় লোহার জিনিস দিয়ে মাথায় আঘাত করতো সে। খুন করার পরে সোনা রুপো এবং ইমিটেশনের গয়না সে চুরি করে নিয়ে পালাতো। কিন্তু ঠিক কী কারণে সে খুন করত তার সদুত্তর মেলেনি। এদিন কামরুজ্জামানকে পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হয়। পুলিশের তরফে ১৪ দিনের পুলিশ-হেফাজত চাওয়া হয়েছে। যেসব জায়গায় খুনের ঘটনা ঘটেছিল সেই সব জায়গায় নিয়ে গিয়ে। পুলিশ সুপার জানিয়েছেন ওকে ধরতে পারা জেলা পুলিশের বড় সাফল্য।Body:১২ টি খুনের ঘটনায় Conclusion:গ্রেফতার সিরিয়াল কিলার
Last Updated : Jun 3, 2019, 10:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.