ETV Bharat / state

Bombs Found in Purba Bardhaman : পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার - Bombs recovered from various places in Purba Bardhaman

পূর্ব বর্ধমানের একাধিক জায়গা থেকে উদ্ধার হয় বোমা (Bombs Found in Purba Bardhaman) ৷ পুলিশের তৎপরতায় বোমাগুলি উদ্ধার হয় ৷

Purba Bardhaman News
বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার
author img

By

Published : Mar 29, 2022, 1:27 PM IST

বর্ধমান, 29 মার্চ : ফের উদ্ধার প্রচুর বোমা ৷ এবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের কল্যাণপুর জোড়া আমতলা বাস স্ট্যান্ডের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বোমা (Bombs Found in Purba Bardhaman)। পাশাপাশি ভাতার থানার মোহনপুর হাইস্কুলের মাঠের পাশ থেকেও উদ্ধার হয়েছে বোমা ভর্তি জার ।

রামপুরহাটের বগটুই কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যজুড়ে সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করতে ৷ এরপরেই নজরে আসে পুলিশি তৎপরতা ৷ বিগত কয়েকদিনে পুলিশি অভিযানে একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে ৷ এবার পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় ৷

জানা গেছে, বাসস্ট্যান্ড সংলগ্ন একটা পরিত্যক্ত বাড়ির ভিতরে বেশ কিছু বোমা মজুত করা আছে ৷ খবর পেয়ে সেখানে পৌঁছয় গুসকরা ফাঁড়ির পুলিশ । এছাড়া সোমবার আউশগ্রামের পিচকুড়ি এলাকা থেকেও উদ্ধার করা হয় জার ভর্তি বোমা । পুলিশ জানতে পারে সেখানে একটা মিশন আছে । সেই মিশন যাওয়ার পথে একটা ঝোপের মধ্যে প্লাস্টিকের জারের মধ্যে বোমা রাখা ছিল । পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে ।

আরও পড়ুন : এবার দুবরাজপুরে 30টি বোমা উদ্ধার

খবর পাওয়ার পরেই যাতে সেখানে সাধারণ মানুষ ভিড় জমাতে না পারে তাই সেখানে সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয় ৷ কে বা কারা ওই সব এলাকায় বোমা মজুত করছিল তা তদন্ত শুরু করেছে পুলিশ ।

বর্ধমান, 29 মার্চ : ফের উদ্ধার প্রচুর বোমা ৷ এবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের কল্যাণপুর জোড়া আমতলা বাস স্ট্যান্ডের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বোমা (Bombs Found in Purba Bardhaman)। পাশাপাশি ভাতার থানার মোহনপুর হাইস্কুলের মাঠের পাশ থেকেও উদ্ধার হয়েছে বোমা ভর্তি জার ।

রামপুরহাটের বগটুই কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যজুড়ে সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করতে ৷ এরপরেই নজরে আসে পুলিশি তৎপরতা ৷ বিগত কয়েকদিনে পুলিশি অভিযানে একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে ৷ এবার পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় ৷

জানা গেছে, বাসস্ট্যান্ড সংলগ্ন একটা পরিত্যক্ত বাড়ির ভিতরে বেশ কিছু বোমা মজুত করা আছে ৷ খবর পেয়ে সেখানে পৌঁছয় গুসকরা ফাঁড়ির পুলিশ । এছাড়া সোমবার আউশগ্রামের পিচকুড়ি এলাকা থেকেও উদ্ধার করা হয় জার ভর্তি বোমা । পুলিশ জানতে পারে সেখানে একটা মিশন আছে । সেই মিশন যাওয়ার পথে একটা ঝোপের মধ্যে প্লাস্টিকের জারের মধ্যে বোমা রাখা ছিল । পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে ।

আরও পড়ুন : এবার দুবরাজপুরে 30টি বোমা উদ্ধার

খবর পাওয়ার পরেই যাতে সেখানে সাধারণ মানুষ ভিড় জমাতে না পারে তাই সেখানে সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয় ৷ কে বা কারা ওই সব এলাকায় বোমা মজুত করছিল তা তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.