ETV Bharat / state

10 লাখ চেয়ে ফোন ও বোমাবাজি, বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের - Burdwan

বর্ধমানে বিরিয়ানির দোকানে বোমাবাজির ঘটনায় জখম 6 ।

বর্ধমানে বিরিয়ানির দোকানে বোমাবাজি
author img

By

Published : Aug 24, 2019, 5:58 PM IST

বর্ধমান, 24 অগাস্ট : ফোন করে 10 লাখ টাকা তোলা চেয়েছিল দুষ্কৃতীরা । টাকা না দেওয়ায় দোকানে বোমাবাজি করে তারা । ঘটনাটি বর্ধমানের । বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযুক্তদের 48 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে 11টি জেলায় ব্যবসা বন্ধের হুমকি দিয়েছেন চেম্বার অফ ট্রেডার্সের সম্পাদক চন্দ্রবিজয় যাদব ।

গতরাত 10টা নাগাদ বর্ধমানের টাউনহল সংলগ্ন একটি বিরিয়ানির দোকানের মালিককে 10 লাখ টাকা চেয়ে ফোন করে দুষ্কৃতীরা । তারা জানায়, টাকা না দিতে পারলে বোমা মেরে দোকান উড়িয়ে দেবে । অভিযোগ, ফোন করার ঠিক 1 ঘণ্টা পর দোকান লক্ষ্য করে বোমা মারে দুষ্কৃতীরা । ঘটনায় জখম হয় দোকানের 6 কর্মী ।

বর্ধমান চেম্বার অফ ট্রেডার্সের সম্পাদক চন্দ্রবিজয় যাদব বলেন, "মোবাইলে ফোন করে দোকানের মালিকের কাছে 10 লাখ টাকা চাওয়া হয় । ফোন করার 1 ঘণ্টা পরই দোকান লক্ষ্য করে বোমাবাজি করা হয় । পুলিশ ইচ্ছা করলেই এই ঘটনায় অভিযুক্তদের ধরতে পারে । আমরা পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছি । তিনি 48 ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করবে বলে আশ্বাস দিয়েছেন । কিন্তু পুলিশ যদি 48 ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারে তাহলে বর্ধমান জেলা সহ 11টি জেলায় লাগাতার ব্যবসা বন্ধ শুরু হবে ।"

ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বর্ধমান থানার পুলিশ ।

বর্ধমান, 24 অগাস্ট : ফোন করে 10 লাখ টাকা তোলা চেয়েছিল দুষ্কৃতীরা । টাকা না দেওয়ায় দোকানে বোমাবাজি করে তারা । ঘটনাটি বর্ধমানের । বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযুক্তদের 48 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে 11টি জেলায় ব্যবসা বন্ধের হুমকি দিয়েছেন চেম্বার অফ ট্রেডার্সের সম্পাদক চন্দ্রবিজয় যাদব ।

গতরাত 10টা নাগাদ বর্ধমানের টাউনহল সংলগ্ন একটি বিরিয়ানির দোকানের মালিককে 10 লাখ টাকা চেয়ে ফোন করে দুষ্কৃতীরা । তারা জানায়, টাকা না দিতে পারলে বোমা মেরে দোকান উড়িয়ে দেবে । অভিযোগ, ফোন করার ঠিক 1 ঘণ্টা পর দোকান লক্ষ্য করে বোমা মারে দুষ্কৃতীরা । ঘটনায় জখম হয় দোকানের 6 কর্মী ।

বর্ধমান চেম্বার অফ ট্রেডার্সের সম্পাদক চন্দ্রবিজয় যাদব বলেন, "মোবাইলে ফোন করে দোকানের মালিকের কাছে 10 লাখ টাকা চাওয়া হয় । ফোন করার 1 ঘণ্টা পরই দোকান লক্ষ্য করে বোমাবাজি করা হয় । পুলিশ ইচ্ছা করলেই এই ঘটনায় অভিযুক্তদের ধরতে পারে । আমরা পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছি । তিনি 48 ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করবে বলে আশ্বাস দিয়েছেন । কিন্তু পুলিশ যদি 48 ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারে তাহলে বর্ধমান জেলা সহ 11টি জেলায় লাগাতার ব্যবসা বন্ধ শুরু হবে ।"

ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বর্ধমান থানার পুলিশ ।

Intro:তোলা চেয়ে না পেয়ে দোকান লক্ষ্য করে বোমাবাজি, অপরাধী গ্রেফতার না হলে ১১ টি জেলায় ব্যবসা বন্ধের হুমকি চেম্বার অফ ট্রেডার্সের

পুলক যশ, বর্ধমান



প্রথমে মোবাইল ফোনে 10 লক্ষ টাকা তোলা চেয়ে হিন্দিতে ফোন করা হয়েছিল দোকান মালিককে। কিন্তু এক ঘণ্টার মধ্যেই টাকা দিতে না পারায় দোকান লক্ষ্য করে বোমা ছুঁড়ল দুষ্কৃতীরা। বর্ধমান শহরের টাউন হল সংলগ্ন একটি দোকানে এই বোমা মারার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে বর্ধমান পুলিশ সুপারের কাছে অভিযোগ করে চেম্বার অফ টেডার্সের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে 48 ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করতে না পারে তাহলে বর্ধমান জেলা সহ 11 টি জেলায় ব্যবসা বন্ধের ডাক দেবে ব্যবসায়ীরা।এমনকি দিদিকে বলো দেওয়া নাম্বারে ফোন করেও কোন উত্তর মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার রাত দশটা নাগাদ বর্ধমানের টাউন হল সংলগ্ন একটি বিরিয়ানির দোকানের মালিকের মোবাইলে ফোন আসে। হিন্দিতে দোকানের মালিক কে 10 লক্ষ টাকা চাওয়া হয়। এমনকি বলা হয় টাকা না দিলে বোমা মেরে দোকান উড়িয়ে দেওয়া হবে। তার ঠিক ঘন্টাখানেক পরে ওই দোকান লক্ষ্য করে বোমা মারা হয় বলে দোকান মালিকের অভিযোগ। ঘটনায় 6 জন দোকানের কর্মী আহত হয়েছেন। ঘটনার পর বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছে দোকানের মালিক।
এদিকে বর্ধমান চেম্বার অফ ট্রেডার্সের পক্ষ থেকে পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করা হয়। বর্ধমান চেম্বার অফ ট্রেডার্সের সম্পাদক চন্দ্রবিজয় যাদব বলেন মোবাইলে হিন্দিতে ফোন করে ওই দোকানদারের কাছ থেকে 10 লক্ষ টাকা দাবি করা হয়। তার ঘণ্টাখানেকের মধ্যেই দোকান লক্ষ্য করে বোমাবাজি করা হয়।তিনি বলেন পুলিশ ইচ্ছা করলেই অপরাধীকে ধরে ফেলতে পারে। আমরা পুলিশ সুপারকে জানিয়েছি। 48 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু এর পরেও পুলিশ যদি গ্রেপ্তার করতে না পারে তাহলে বর্ধমান জেলা সহ 11 টি জেলায় লাগাতার ব্যবসা ব্যবসা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বর্ধমান থানার পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে।Body:দোকান লক্ষ্য Conclusion:করে বোমাবাজি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.