ETV Bharat / state

ভাতারের গ্রামে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কয়াড - এরুয়া গ্রামে বোমা নিষ্ক্রিয়

শুক্রবার এরুয়ার গ্রামে বোমা উদ্ধার হয় । বোমা উদ্ধার হওয়ার পর এরুয়ার গ্রামের ওই এলাকাটিকে পুলিশ ঘিরে রেখেছিল । এরপর গতকাল সেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করে বম্ব স্কয়াড ।

bhatar bomb
ছবিটির প্রতীকী
author img

By

Published : Jun 7, 2020, 12:33 PM IST

বর্ধমান , 7 জুন : ফের তাজা বোমা উদ্ধার । এবার ভাতারের এরুয়া গ্রাম । শুক্রবার , গ্রামের মাঠ থেকে 27 টি তাজা বোমা উদ্ধার করে ভাতার থানার পুলিশ । সেই বোমাগুলি গতকাল নিষ্ক্রিয় করেন বম্ব স্কয়াড ।

বোমা উদ্ধার হওয়ার পর এরুয়ার গ্রামের ওই এলাকাটিকে পুলিশ ঘিরে রেখেছিল । এরপর গতকাল সেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করে বম্ব স্কয়াড । বোমা উদ্ধার হওয়ার পাশাপাশি প্রায় তিন কিলো বারুদও উদ্ধার হয় । গতকালই তা নিষ্ক্রিয় করা হয় । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য রয়েছে ।

লকডাউনের মধ্যে বোমা উদ্ধারের ঘটনা নতুন নয় । এর আগেও বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার হয় । যদিও এখন আনলকডাউনের 1.0 পর্ব চলছে । তবুও তার মধ্যে একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটে চলেছে । বর্ধমানের এরুয়ার গ্রামে কীভাবে ওই বোমাগুলি সেখানে এল তা নিয়ে তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ ।

বর্ধমান , 7 জুন : ফের তাজা বোমা উদ্ধার । এবার ভাতারের এরুয়া গ্রাম । শুক্রবার , গ্রামের মাঠ থেকে 27 টি তাজা বোমা উদ্ধার করে ভাতার থানার পুলিশ । সেই বোমাগুলি গতকাল নিষ্ক্রিয় করেন বম্ব স্কয়াড ।

বোমা উদ্ধার হওয়ার পর এরুয়ার গ্রামের ওই এলাকাটিকে পুলিশ ঘিরে রেখেছিল । এরপর গতকাল সেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করে বম্ব স্কয়াড । বোমা উদ্ধার হওয়ার পাশাপাশি প্রায় তিন কিলো বারুদও উদ্ধার হয় । গতকালই তা নিষ্ক্রিয় করা হয় । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য রয়েছে ।

লকডাউনের মধ্যে বোমা উদ্ধারের ঘটনা নতুন নয় । এর আগেও বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার হয় । যদিও এখন আনলকডাউনের 1.0 পর্ব চলছে । তবুও তার মধ্যে একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটে চলেছে । বর্ধমানের এরুয়ার গ্রামে কীভাবে ওই বোমাগুলি সেখানে এল তা নিয়ে তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.