ETV Bharat / state

পূর্বস্থলী স্টেশনে উদ্ধার বোমা - উদ্ধার বোমা

পূর্বস্থলী স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বোমাটি উদ্ধার করা হয় ৷ চার নম্বর প্ল্যাটফর্মে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল ৷ সেই সময় ট্রেনের নীচে গোলাকার বস্তু দেখতে পান অন্যান্য যাত্রীরা ৷ খবর দেওয়া হয় স্টেশন মাস্টারকে ৷

পূর্বস্থলী স্টেশনে উদ্ধার বোমা
পূর্বস্থলী স্টেশনে উদ্ধার বোমা
author img

By

Published : Jul 4, 2021, 11:04 PM IST

বর্ধমান, 4 জুলাই : ভর সন্ধ্যায় বোমাতঙ্ক বর্ধমানের পূর্বস্থলীতে ৷ পূর্বস্থলী স্টেশনে রেললাইন থেকে উদ্ধার বোমা ৷ স্টেশন সন্নিকটে বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷

রবিবার বিকেলে পূর্বস্থলী স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বোমাটি উদ্ধার করা হয় ৷ চার নম্বর প্ল্যাটফর্মে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল ৷ সেই সময় ট্রেনের নীচে গোলাকার বস্তু দেখতে পান অন্যান্য যাত্রীরা ৷ খবর দেওয়া হয় স্টেশন মাস্টারকে ৷

আরও পড়ুন : মোদি-মমতাকে হাড়িভাঙা আম উপহার হাসিনার

ঘটনাস্থলে আসে রেলপুলিশও ৷ তড়িঘড়ি ট্রেনটিকে লাইন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় । দেখা যায় বোমা জাতীয় কিছু একটা সেখানে পড়ে আছে । খবর দেওয়া হয় হাওড়া বম্ব স্কোয়াডকে । জায়গাটিকে ঘিরে রাখে রেল পুলিশ ৷ বম্ব স্কোয়াডের লোক এসে বোমটি উদ্ধার করে ৷ বর্তমানে পূর্বস্থলী থানায় রাখা হয়েছে বোমটি ৷ আগামিকাল সেটি নিষ্ক্রিয় করা হবে ৷

বর্ধমান, 4 জুলাই : ভর সন্ধ্যায় বোমাতঙ্ক বর্ধমানের পূর্বস্থলীতে ৷ পূর্বস্থলী স্টেশনে রেললাইন থেকে উদ্ধার বোমা ৷ স্টেশন সন্নিকটে বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷

রবিবার বিকেলে পূর্বস্থলী স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বোমাটি উদ্ধার করা হয় ৷ চার নম্বর প্ল্যাটফর্মে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল ৷ সেই সময় ট্রেনের নীচে গোলাকার বস্তু দেখতে পান অন্যান্য যাত্রীরা ৷ খবর দেওয়া হয় স্টেশন মাস্টারকে ৷

আরও পড়ুন : মোদি-মমতাকে হাড়িভাঙা আম উপহার হাসিনার

ঘটনাস্থলে আসে রেলপুলিশও ৷ তড়িঘড়ি ট্রেনটিকে লাইন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় । দেখা যায় বোমা জাতীয় কিছু একটা সেখানে পড়ে আছে । খবর দেওয়া হয় হাওড়া বম্ব স্কোয়াডকে । জায়গাটিকে ঘিরে রাখে রেল পুলিশ ৷ বম্ব স্কোয়াডের লোক এসে বোমটি উদ্ধার করে ৷ বর্তমানে পূর্বস্থলী থানায় রাখা হয়েছে বোমটি ৷ আগামিকাল সেটি নিষ্ক্রিয় করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.