গলসি, 11 ডিসেম্বর: পঞ্চায়েত ভোটের আগে বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বর্ধমানের গলসি এলাকায় । রবিবার সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড সেগুলি নিষ্ক্রিয় করে । 30টি বোমা উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে ।
সূত্রের খবর, শনিবার বিকেলের দিকে ধান কাটার সময় জমিতে চাষিরা তিনটে বড় তেলের পাত্র পরে থাকতে দেখেন (Bomb Recovered from paddy field) । তাঁরা পুলিশে খবর দেন । পুলিশ এসে জায়গাটি ঘিরে নেয় । এরপর আজ রবিবার সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড সেগুলি নিষ্ক্রিয় করে । স্থানীয়দের দাবি, ধান কাটার মরশুম চলছে । এই অবস্থায় ধান খেতের মধ্যে যেভাবে বড় পাত্রের মধ্যে বোমাগুলো রাখা ছিল তাতে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত । এমনকী বোমা বিস্ফোরণ হলে প্রাণহানির আশংকা থাকত । ফলে এই পরিস্থিতিতে চাষিরা মাঠে কাজ করতে যেতে ভয় পাচ্ছেন ।
অন্যদিকে বিজেপির অভিযোগ, শাসক দলের মধ্যে দিনে দিনে গোষ্ঠী কোন্দল বাড়ছে । এই অবস্থায় তারা বোমা মজুত করতে শুরু করেছে । পঞ্চায়েত ভোট আসার আগে বিভিন্ন জায়গাতেই এরকম বোমা উদ্ধার হবে । আর এর জেরে প্রাণহানির আশংকা থাকবে সাধারণ মানুষের । যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, এলাকাকে উত্তপ্ত করতে বিজেপি বোমার রাজনীতি করতে শুরু করেছে ।
আরও পড়ুন: সবজির বাগান থেকে উদ্ধার তাজা বোমা, আতঙ্ক ভাঙড়ে
প্রসঙ্গত, বুধবার মুর্শিদাবাদের সুতি থানার হারুয়া এলাকা থেকে উদ্ধার হয় 45টি তাজা বোমা, আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ । বোমাগুলি তিনটি বালতিতে মজুত ছিল (45 Bombs Recovered at Suti)। এর পর ভাঙড়ে উদ্ধার হয় তাজা বোমা । নাটাপুকুরের পর আবার আলাকুলিয়ায় একটি সবজির বাগান থেকে উদ্ধার হয় ওই তাজা বোমাগুলি (Bomb recovered from vegetable garden)৷ বাজারের ব্যাগের মধ্যে বোমাগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা ।