ETV Bharat / state

ভোটের আগে খণ্ডঘোষে উদ্ধার ব্যাগ ভরতি বোমা - Boma recover

গোষ্ঠী সংঘর্ষের ছয় দিন পর উদ্ধার হল ব্যাগ ভরতি বোমা । পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের ওয়াড়ি গ্রামের ঘটনা ।

উদ্ধারকৃত বোমা
author img

By

Published : May 11, 2019, 2:38 PM IST

খণ্ডঘোষ, 11 মে : ভোটের আগে উদ্ধার হল বোমা । পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের ওয়াড়ি গ্রামের ঘটনা । ঘটনাস্থানে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে ।

ছ'দিন আগে খণ্ডঘোষের ওয়াড়ি গ্রামের আলিপুর এলাকায় গোষ্ঠীসংঘর্ষের জেরে শেখ কামরুল নামে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল । ওই ঘটনায় নাম জড়ায় এক তৃণমূল নেতা সহ নয় তৃণমূল কর্মীর । CPI (M) নেতৃত্বের বক্তব্য, মৃত ব্যক্তি তাদের দলীয় কর্মী । পাশাপাশি একই দাবি তৃণমূলের তরফ থেকেও করা হয় । এরইমধ্যে আলিপুর গ্রামের কয়তার পাড় এলাকায় আজ সকালে একটি ব্যাগের মধ্য থেকে উদ্ধার হয় বেশকিছু বোমা ।

স্থানীয় বাসিন্দা শেখ হালিম বলেন, "কয়তাড় পাড়ে আমার একটি পোল্ট্রি ফার্ম আছে । সকালে ফার্মে যাওয়ার সময় একটি ব্যাগ পড়ে থাকতে দেখি । তারপরই খবর দিলে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে ।"

খণ্ডঘোষ, 11 মে : ভোটের আগে উদ্ধার হল বোমা । পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের ওয়াড়ি গ্রামের ঘটনা । ঘটনাস্থানে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে ।

ছ'দিন আগে খণ্ডঘোষের ওয়াড়ি গ্রামের আলিপুর এলাকায় গোষ্ঠীসংঘর্ষের জেরে শেখ কামরুল নামে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল । ওই ঘটনায় নাম জড়ায় এক তৃণমূল নেতা সহ নয় তৃণমূল কর্মীর । CPI (M) নেতৃত্বের বক্তব্য, মৃত ব্যক্তি তাদের দলীয় কর্মী । পাশাপাশি একই দাবি তৃণমূলের তরফ থেকেও করা হয় । এরইমধ্যে আলিপুর গ্রামের কয়তার পাড় এলাকায় আজ সকালে একটি ব্যাগের মধ্য থেকে উদ্ধার হয় বেশকিছু বোমা ।

স্থানীয় বাসিন্দা শেখ হালিম বলেন, "কয়তাড় পাড়ে আমার একটি পোল্ট্রি ফার্ম আছে । সকালে ফার্মে যাওয়ার সময় একটি ব্যাগ পড়ে থাকতে দেখি । তারপরই খবর দিলে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে ।"

Intro:ভোটের আগের বোমা উদ্ধার খন্ডঘোষে, চাঞ্চল্য

পুলক যশ, খন্ডঘোষ

ভোটের আগের দিন বেশকিছু বোমা উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভার ওঁয়াড়ি গ্রামে। আগামীকাল রবিবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এই বিষ্ণুপুর লোকসভার মধ্যে পড়ছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভা। এমনিতেই দিন কয়েক আগে খণ্ডঘোষ এর পঞ্চায়েত ওঁয়াড়ির আলীপুর গ্রামে রাজনৈতিক সংঘর্ষে শেখ কামরুল নামে এক যুবককে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটে। ঘটনায় নাম জড়ায় এক তৃণমূল নেতা সহ নয় জনের। যদিও তৃণমূলের একটি গোষ্ঠী এবং সিপিএম এর পক্ষ থেকে দাবি করা হয়েছিল মৃত ব্যক্তি তাদের দলের সমর্থক। এই ঘটনাকে কেন্দ্র করে এমনিতেই উত্তপ্ত হয়ে আছে খণ্ডঘোষ। এরই মধ্যে ফের আলীপুর গ্রামের কয়তার পাড় এলাকায় একটি ব্যাগের মধ্যে বেশকিছু বোমা উদ্ধার হয়। সকালের দিকে স্থানীয় এক গ্রামবাসী আজ সকালে কয়তার পাড় এলাকায় তার পোল্ট্রি ফার্মে যাবার সময় একটি নতুন ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেখে ওই ব্যাগের মধ্যে বেশ কিছু বোমা রাখা আছে। পুলিশ বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায়। শেখ হালিম নামে এক গ্রামবাসী বলেন কয়তার পাড়ে তার একটি পোল্ট্রি ফার্ম আছে পাশে। আরেকটি পোল্ট্রি ফার্ম আছে। ওই দুটি ফার্মের মাঝখানে আজ তিনি একটা নতুন ব্যাগ পড়ে থাকতে দেখে সিভিক পুলিশে খবর দেয়। তারা এসে ব্যাগের মধ্যে বোম আছে এরপর খন্ডঘোষ থানার পুলিশকে খবর দিলে পুলিশ ব্যক্তি উদ্ধার করে নিয়ে যায়। রাজনৈতিক মহলের মতে ভোটের দিনে এলাকায় গণ্ডগোল ঘটনার উদ্দেশ্যেই এলাকায় বোমা মজুত করা হচ্ছে।Body:বোমা উদ্ধারConclusion:খন্ডঘোষে

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.