ETV Bharat / state

Mithun Chakraborty: মহাগুরুকে দেখতে রাস্তার ধারে দাঁড়িয়ে বিজেপি নেতা-কর্মীরা, গাড়ি থেকে নামলেন না মিঠুন - BJP workers upset with Mithun Chakraborty

সোমবার সন্ধ্যায় বর্ধমান হয়ে কলকাতা ফেরার সময়ে বিজেপি কর্মীদের আবদারেও গাড়ি থেকে নামেননি না মিঠুন চক্রবর্তী ৷ এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল (BJP workers of Bardhaman upset with Mithun Chakraborty) ৷

ETV Bharat
Mithun Chakraborty
author img

By

Published : Nov 28, 2022, 9:30 PM IST

বর্ধমান, 28 নভেম্বর: দুর্গাপুর ও বোলপুরে দলীয় কর্মিসভা সেরে সোমবার সন্ধের সময় কলকাতায় ফিরছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী । তিনি বর্ধমানের উপর দিয়ে কলকাতা অভিমুখে যাবেন সেই খবর শোনার পরেই রাস্তার ধারে ফুলের মালা নিয়ে জড়ো হন বিজেপির নেতা কর্মীরা । সন্ধে থেকে কয়েক ঘণ্টা তাঁরা জাতীয় সড়কের ধারে অপেক্ষাও করেন । একসময় সেখানে এসে দাঁড়ায় মিঠুন চক্রবর্তীর গাড়িও । কিন্তু মিঠুন গাড়ি থেকে না নামায় মন ভেঙে যায় বিজেপি কর্মীদের (BJP workers of Bardhaman upset with Mithun Chakraborty) ।

তাঁদের মধ্যে অনেককেই বলতে শোনা যায় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) সম্পর্কে যে ধারণা তাঁদের ছিল সেই ধারণা ভেঙে গিয়েছে । তিনি অন্তত দলীয় কর্মীদের মুখ চেয়ে গাড়ি থেকে নামতে পারতেন । বিষয়টি জানার পরেই তৃণমূলের দিক থেকে ধেয়ে এসেছে কটাক্ষ ৷ বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস বলেন,"মিঠুন চক্রবর্তীকে সবাই সিনেমার হিরো হিসেবেই চেনে । সেখানেই তার জনপ্রিয়তা । কিন্তু তিনি বিজেপির হয়ে প্রচার করছেন সেটা মানুষ ভালোভাবে মেনে নেননি । তিনি তো বিজেপির হয়ে দালালি করছেন । বিজেপি ভেবেছে মিঠুন চক্রবর্তীকে ব্যবহার করে ক্ষমতায় আসবে । 2021 সালের নির্বাচন বুঝিয়ে দিয়েছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে চেনে না । মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার কাছে সবাই ফিকে । আর মিঠুন চক্রবর্তীও বুঝে গিয়েছেন বর্ধমানের বিজেপির অবস্থা কতটা শোচনীয় । তাই তিনি আর সেখানে দাঁড়াননি, বিজেপির নেতা কর্মীদের পাত্তাও দেননি । "

গাড়ি থেকে নামলেন না মিঠুন, হতাশ বিজেপি কর্মীরা, কটাক্ষ তৃণমূলের

আরও পড়ুন: নবান্নে মমতা-অভিষেক বৈঠক নিয়ে জল্পনা

যদিও বিজেপির বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ তা জানিয়েছেন, মিঠুন চক্রবর্তী পঞ্চায়েত ভোট নিয়ে আসানসোল ও বোলপুরে মিটিং করেছেন । তিনি কলকাতা ফেরার পথে তাঁরা সৌজন্য সাক্ষাৎ করেছেন (Mithun Chakraborty in Bardhaman) ।

বর্ধমান, 28 নভেম্বর: দুর্গাপুর ও বোলপুরে দলীয় কর্মিসভা সেরে সোমবার সন্ধের সময় কলকাতায় ফিরছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী । তিনি বর্ধমানের উপর দিয়ে কলকাতা অভিমুখে যাবেন সেই খবর শোনার পরেই রাস্তার ধারে ফুলের মালা নিয়ে জড়ো হন বিজেপির নেতা কর্মীরা । সন্ধে থেকে কয়েক ঘণ্টা তাঁরা জাতীয় সড়কের ধারে অপেক্ষাও করেন । একসময় সেখানে এসে দাঁড়ায় মিঠুন চক্রবর্তীর গাড়িও । কিন্তু মিঠুন গাড়ি থেকে না নামায় মন ভেঙে যায় বিজেপি কর্মীদের (BJP workers of Bardhaman upset with Mithun Chakraborty) ।

তাঁদের মধ্যে অনেককেই বলতে শোনা যায় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) সম্পর্কে যে ধারণা তাঁদের ছিল সেই ধারণা ভেঙে গিয়েছে । তিনি অন্তত দলীয় কর্মীদের মুখ চেয়ে গাড়ি থেকে নামতে পারতেন । বিষয়টি জানার পরেই তৃণমূলের দিক থেকে ধেয়ে এসেছে কটাক্ষ ৷ বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস বলেন,"মিঠুন চক্রবর্তীকে সবাই সিনেমার হিরো হিসেবেই চেনে । সেখানেই তার জনপ্রিয়তা । কিন্তু তিনি বিজেপির হয়ে প্রচার করছেন সেটা মানুষ ভালোভাবে মেনে নেননি । তিনি তো বিজেপির হয়ে দালালি করছেন । বিজেপি ভেবেছে মিঠুন চক্রবর্তীকে ব্যবহার করে ক্ষমতায় আসবে । 2021 সালের নির্বাচন বুঝিয়ে দিয়েছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে চেনে না । মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার কাছে সবাই ফিকে । আর মিঠুন চক্রবর্তীও বুঝে গিয়েছেন বর্ধমানের বিজেপির অবস্থা কতটা শোচনীয় । তাই তিনি আর সেখানে দাঁড়াননি, বিজেপির নেতা কর্মীদের পাত্তাও দেননি । "

গাড়ি থেকে নামলেন না মিঠুন, হতাশ বিজেপি কর্মীরা, কটাক্ষ তৃণমূলের

আরও পড়ুন: নবান্নে মমতা-অভিষেক বৈঠক নিয়ে জল্পনা

যদিও বিজেপির বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ তা জানিয়েছেন, মিঠুন চক্রবর্তী পঞ্চায়েত ভোট নিয়ে আসানসোল ও বোলপুরে মিটিং করেছেন । তিনি কলকাতা ফেরার পথে তাঁরা সৌজন্য সাক্ষাৎ করেছেন (Mithun Chakraborty in Bardhaman) ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.