ETV Bharat / state

Kalna TMC Murder: কীর্তনের আসর থেকে ডেকে এনে তৃণমূল কর্মীকে খুন, ধৃত বিজেপি কর্মী - কালনা

কীর্তনের আসর থেকে ডেকে নিয়ে গিয়ে, গলায় গামছা পেঁচিয়ে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ ৷ পূর্ব বর্ধমানের কালনার ঘটনায় (Kalna TMC Murder) গ্রেফতার মূল অভিযুক্ত ৷ তিনি বিজেপি কর্মী বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের ৷

BJP Worker Arrested in Kalna for alleged murder of a TMC Member
Kalna TMC Murder: কীর্তনের আসর থেকে ডেকে এনে তৃণমূল কর্মীকে খুন, ধৃত বিজেপি কর্মী
author img

By

Published : Jul 29, 2022, 7:34 PM IST

কালনা, 29 জুলাই: কীর্তনের আসর থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে খুন করার অভিযোগ উঠল ৷ কাঠগড়ায় এলাকারই এক বিজেপি কর্মী ৷ পূর্ব বর্ধমান জেলার কালনার বৈদ্যপুর আটকেটিয়া গ্রামের ঘটনা (Kalna TMC Murder) ৷ নিহত ব্যক্তির নাম দয়াল হাজরা ৷ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে, নিহত দয়াল হাজরা দলের সক্রিয় কর্মী ছিলেন ৷ তিনি খুব ভালো খোল বাজাতেন ৷ তাই মাঝেমধ্য়েই কীর্তনের আসরে ডাক পড়ত দয়ালের ৷ বৃহস্পতিবার সন্ধেয় এলাকায় কীর্তন চলছিল ৷ দয়াল সেই অনুষ্ঠানে ছিলেন ৷ অভিযোগ, সেখান থেকেই ওই ব্যক্তিকে ডেকে নিয়ে যান কৃষ্ণচন্দ্র হাতি নামে এক বিজেপি কর্মী ৷ এর কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা গোঙানির শব্দ শুনতে পান ৷ চারিদিকে খোঁজ করতেই তাঁরা দেখতে পান, গলায় গামছা জড়ানো অবস্থায় পড়ে রয়েছেন দয়াল ৷ ঘটনাস্থল থেকে কৃষ্ণচন্দ্র-সহ বেশ কয়েকজনকে ছুটে পালাতে দেখা যায় ৷ তাঁদের মধ্যে কৃষ্ণচন্দ্রকে দৌড়ে ধরে ফেলেন এলাকাবাসী ৷ পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷

পরিকল্পিত খুনের অভিযোগ ৷

আরও পড়ুন: Malda Murder: পাওনা টাকা ফেরত দেওয়ার নামে ডেকে পিটিয়ে খুন

স্থানীয় তৃণমূল নেতা প্রণব রায়ের অভিযোগ, পরিকল্পিতভাবেই তৃণমূল কর্মী দয়াল হাজরাকে খুন করা হয়েছে ৷ বিজেপি কর্মীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন তিনি ৷ যদিও বিজেপি-র পালটা দাবি, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ৷ ব্যক্তিগত আক্রোশের কারণেই দয়ালকে খুন করা হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

কালনা, 29 জুলাই: কীর্তনের আসর থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে খুন করার অভিযোগ উঠল ৷ কাঠগড়ায় এলাকারই এক বিজেপি কর্মী ৷ পূর্ব বর্ধমান জেলার কালনার বৈদ্যপুর আটকেটিয়া গ্রামের ঘটনা (Kalna TMC Murder) ৷ নিহত ব্যক্তির নাম দয়াল হাজরা ৷ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে, নিহত দয়াল হাজরা দলের সক্রিয় কর্মী ছিলেন ৷ তিনি খুব ভালো খোল বাজাতেন ৷ তাই মাঝেমধ্য়েই কীর্তনের আসরে ডাক পড়ত দয়ালের ৷ বৃহস্পতিবার সন্ধেয় এলাকায় কীর্তন চলছিল ৷ দয়াল সেই অনুষ্ঠানে ছিলেন ৷ অভিযোগ, সেখান থেকেই ওই ব্যক্তিকে ডেকে নিয়ে যান কৃষ্ণচন্দ্র হাতি নামে এক বিজেপি কর্মী ৷ এর কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা গোঙানির শব্দ শুনতে পান ৷ চারিদিকে খোঁজ করতেই তাঁরা দেখতে পান, গলায় গামছা জড়ানো অবস্থায় পড়ে রয়েছেন দয়াল ৷ ঘটনাস্থল থেকে কৃষ্ণচন্দ্র-সহ বেশ কয়েকজনকে ছুটে পালাতে দেখা যায় ৷ তাঁদের মধ্যে কৃষ্ণচন্দ্রকে দৌড়ে ধরে ফেলেন এলাকাবাসী ৷ পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷

পরিকল্পিত খুনের অভিযোগ ৷

আরও পড়ুন: Malda Murder: পাওনা টাকা ফেরত দেওয়ার নামে ডেকে পিটিয়ে খুন

স্থানীয় তৃণমূল নেতা প্রণব রায়ের অভিযোগ, পরিকল্পিতভাবেই তৃণমূল কর্মী দয়াল হাজরাকে খুন করা হয়েছে ৷ বিজেপি কর্মীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন তিনি ৷ যদিও বিজেপি-র পালটা দাবি, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ৷ ব্যক্তিগত আক্রোশের কারণেই দয়ালকে খুন করা হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.