কেতুগ্রাম, 30 মে : বিজয় মিছিলের প্রস্তুতি চলছিল । সেই সময়, BJP কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । মৃতের নাম সুশীল মণ্ডল । ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম এলাকার পাণ্ডু গ্রামের । অভিযোগ, পতাকা লাগানোর সময় সুশীলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তৃণমূল কর্মী রাজু মণ্ডল । গুরুতর আহত অবস্থায় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।
বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেতুগ্রামের পাণ্ডু গ্রামের চারটি বুথের মধ্যে দু'টিতে লিড পায় BJP । আর আজ নরেন্দ্র মোদির শপথ উপলক্ষ্যে এলাকায় পতাকা লাগানোর কাজ চলছিল । পতাকা লাগাচ্ছিলেন BJP কর্মী সুশীল মণ্ডল । সেই সময়ই তাঁকে কোপানো হয় ।
BJP-র অভিযোগ, মঙ্গলবার পাণ্ডু গ্রামে একটি মিছিল বের করে তৃণমূল । সেখান থেকে BJP কর্মীদের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় । আর আজ খুন করা হল সুশীল মণ্ডলকে । পুরোটাই পরিকল্পনামাফিক বলে অভিযোগ তুলেছে তারা । যদিও, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তাদের বক্তব্য, পারিবারিক বিবাদের জেরেই এই খুন । এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ।