ETV Bharat / state

বিদ্যুৎ বিলে ছাড় সহ একাধিক দাবিতে পূর্বস্থলীতে অবস্থান বিক্ষোভ BJP-র

বিদ্যুৎ বিলে ছাড়, কৃষকদের প্রধানমন্ত্রী যোজনার সুবিধা প্রদানের দাবি ও রেশন সামগ্রীর কালোবাজারি র অভিযোগ সহ একাধিক ইশুতে আজ পূর্বস্থলীতে বিক্ষোভ দেখাল এলাকার BJP নেতৃত্ব ।

ছবি
ছবি
author img

By

Published : May 8, 2020, 8:12 PM IST

পূর্বস্থলী, 8 মে : বিদ্যুৎ বিলে ছাড়, কৃষকদের প্রধানমন্ত্রী যোজনার সুবিধা প্রদান সহ একাধিক দাবিতে আজ পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে অবস্থান বিক্ষোভ করলেন এলাকার BJP নেতা-কর্মীরা । ন'দফা দাবিতে BDO অফিসে একটি ডেপুটেশনও জমা দেন তাঁরা ।

কোরোনার সংক্রমণ রুখতে তৃতীয় দফায় লকডাউন চলছে দেশে । এই পরিস্থিতিতে অনেকেই সমস্যায় পড়েছেন । দু'বেলা খাওয়ার জুটছে না দিন আনা দিন খাওয়া মানুষের । রেশন সামগ্রী পর্যাপ্ত নয় বলে অনেকে অভিযোগ তুলেছেন । নানা এলাকায় আবার রেশন সামগ্রী নিয়ে কালোবাজারির খবরও সামনে এসেছে । তার উপর বাড়তি বোঝা বিদ্যুতের বিল । আজ এই সব ইশুতেই সরব হয় এলাকার BJP নেতৃত্ব । পূর্বস্থলী 1 নম্বর ব্লকের BDO অফিসের সামনে বিক্ষোভে সামিল হয় তারা । BJP নেতাকর্মীদের দাবি, অবিলম্বে যেন তিন মাসের বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হয় ।

এলাকার BJP নেতৃত্বের অভিযোগ, রেশন সামগ্রী নিয়েও দুর্নীতি চলছে । অনেক জায়গায় তৃণমূলের লোকজন পঞ্চায়েতের মাধ্যমে জোর করে ব্যবসায়ীদের কাছ থেকে চাল তুলছে । পরে সেই চাল পার্টির নামে বিলি করছে । পরে ন'দফা দাবিতে BJP-র জেলা সম্পাদক সুরজিৎ কর্মকারের নেতৃত্বে BDO অফিসে একটি ডেপুটেশনও জমা দেওয়া হয় ।

আজকের অবস্থান থেকে BJP-র তরফে আরও জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে চরম ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের 40 লাখ কৃষক পরিবার । কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার অন্তর্গত বাৎসরিক 6 হাজার টাকা সহায়তা প্রাপ্তি থেকে এরা সকলে বঞ্চিত । রাজ্য সরকারের কাছে আবেদন এই বিষয়ে যেন দ্রুত পদক্ষেপ করা হয় ।

পূর্বস্থলী, 8 মে : বিদ্যুৎ বিলে ছাড়, কৃষকদের প্রধানমন্ত্রী যোজনার সুবিধা প্রদান সহ একাধিক দাবিতে আজ পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে অবস্থান বিক্ষোভ করলেন এলাকার BJP নেতা-কর্মীরা । ন'দফা দাবিতে BDO অফিসে একটি ডেপুটেশনও জমা দেন তাঁরা ।

কোরোনার সংক্রমণ রুখতে তৃতীয় দফায় লকডাউন চলছে দেশে । এই পরিস্থিতিতে অনেকেই সমস্যায় পড়েছেন । দু'বেলা খাওয়ার জুটছে না দিন আনা দিন খাওয়া মানুষের । রেশন সামগ্রী পর্যাপ্ত নয় বলে অনেকে অভিযোগ তুলেছেন । নানা এলাকায় আবার রেশন সামগ্রী নিয়ে কালোবাজারির খবরও সামনে এসেছে । তার উপর বাড়তি বোঝা বিদ্যুতের বিল । আজ এই সব ইশুতেই সরব হয় এলাকার BJP নেতৃত্ব । পূর্বস্থলী 1 নম্বর ব্লকের BDO অফিসের সামনে বিক্ষোভে সামিল হয় তারা । BJP নেতাকর্মীদের দাবি, অবিলম্বে যেন তিন মাসের বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হয় ।

এলাকার BJP নেতৃত্বের অভিযোগ, রেশন সামগ্রী নিয়েও দুর্নীতি চলছে । অনেক জায়গায় তৃণমূলের লোকজন পঞ্চায়েতের মাধ্যমে জোর করে ব্যবসায়ীদের কাছ থেকে চাল তুলছে । পরে সেই চাল পার্টির নামে বিলি করছে । পরে ন'দফা দাবিতে BJP-র জেলা সম্পাদক সুরজিৎ কর্মকারের নেতৃত্বে BDO অফিসে একটি ডেপুটেশনও জমা দেওয়া হয় ।

আজকের অবস্থান থেকে BJP-র তরফে আরও জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে চরম ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের 40 লাখ কৃষক পরিবার । কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার অন্তর্গত বাৎসরিক 6 হাজার টাকা সহায়তা প্রাপ্তি থেকে এরা সকলে বঞ্চিত । রাজ্য সরকারের কাছে আবেদন এই বিষয়ে যেন দ্রুত পদক্ষেপ করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.