বর্ধমান, 18 ফেব্রুয়ারি : "আগে আমরা ইতিহাসে পড়েছি ঝাঁসির রানির কথা ৷ এবার আগামী দিনে মানুষ পড়বে ফাঁসির রানির কথা ।" বর্ধমান পৌর এলাকায় দলীয় কর্মীদের সমর্থনে বৃহস্পতিবার প্রচারে এসে এইভাবেই মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় (Raju Banerjee slams Mamata) ।
শাসকদলকে আক্রমণ রাজু বলেন, "তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে জুয়া-চুরির দল ৷ ক্রিমিনাল, গুন্ডা, কাটমানির লিডার সব তৃণমূল কংগ্রেসে আছে । আর তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে বর্ধমান । তাই বর্ধমানের মানুষের কাছে আমরা বলছি দুর্নীতিমুক্ত একটা প্রশাসন চাই । আমরা যাদের নির্বাচনে দাঁড় করিয়েছি তাদের বেশিরভাগ যুবক । অথচ তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের ওয়ার্ডের জন্য প্রার্থী খুঁজে না পেয়ে অন্য বহিরাগতকে প্রার্থী করেছে । তাই সকলের কাছে আমাদের আবেদন, মানুষ যদি কাজ চায় তাহলে বিজেপিকে নিয়ে আসতে হবে । গোটা ভারতবর্ষে জুড়ে এর উদাহরণ হচ্ছে যে, মোদিজির উন্নয়ন ৷ যে রাজ্যে আমাদের সরকার নেই সে রাজ্যে গিয়ে দেখলেও দেখা যাবে বিভিন্ন কর্পোরেশনে বিজেপি প্রথম সারিতে রয়েছে ৷ কারণ বিজেপি কাজ করতে জানে মানুষের সেবা করতে জানে । (Raju Banerjee campaigning for Municipal Election in Burdwan)"
দলীয় প্রার্থী ও কর্মী-সমর্থকদের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরে প্রচারের সময় তিনি সকলকে বললেন, "সকাল সকাল ভোট দিন ৷ নিজের ভোট নিজে দিন । যেভাবে তৃণমূলের গুন্ডারা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে জেতার চেষ্টা করছে সেটা গত চারটি কর্পোরেশনের নির্বাচনেই দেখা গিয়েছে । মানুষ সেখানে ভোট দিতে পারেনি । নাহলে 90 শতাংশের বেশি ভোট পায় কখনও একটা দল ? এটা গণতন্ত্রে কখনও সম্ভব নয় ।"
আরও পড়ুন : Raju Banerjee Interview : রাজ্য কমিটি তাঁদের জিজ্ঞেস করে তৈরি হয়নি: রাজু বন্দ্যোপাধ্যায়