ভাতার, 14 এপ্রিল : নিজের বাড়িতে গুলিবিদ্ধ হলেন এক BJP নেতা। গতকাল তিন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর জখম হন কৃষ্ণকলি সামন্ত নামে ওই BJP নেতা। তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনাটি ভাতার বিধানসভার আমারুন গ্রামের। আজ তাঁকে দেখতে যান বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া।
কৃষ্ণকলি সামন্ত BJP-র ভাতার মণ্ডল কমিটির সভাপতি। তিনি গতরাতে বাড়ির বারান্দায় বসেছিলেন। তখন তিন দুষ্কৃতী বাইকে চেপে সেখানে আসে এবং কৃষ্ণকলিবাবুকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি হাতে ও অপর গুলিটি পায়ে লাগে। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। প্রথমে ভাতার হাসপাতালে ভরতি করা হলেও পরে কৃষ্ণকলিবাবুকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।
কৃষ্ণকলিবাবুর ছেলে সম্পদ বলেন, "বাবার নেতৃত্বে এলাকায় BJP শক্তিশালী হচ্ছে। তাই শাসকদল বাবার উপর হামলা চালিয়েছে।" যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
আজ ওই BJP নেতাকে দেখতে যান সুরিন্দর সিং আলুওয়ালিয়া। ঘটনার নিন্দা করেছেন তিনি।