ETV Bharat / state

ভাতারে বাড়িতে গুলিবিদ্ধ BJP নেতা, অভিযুক্ত তৃণমূল - injured

ভাতারে নিজের বাড়িতে গুলিবিদ্ধ হলেন BJP নেতা কৃষ্ণকলি সামন্ত। আজ তাঁকে দেখতে যান বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

আক্রান্ত BJP নেতাকে দেখতে হাসপাতালে সুরিন্দর সিং আলুওয়ালিয়া
author img

By

Published : Apr 14, 2019, 1:47 PM IST

Updated : Apr 14, 2019, 2:12 PM IST

ভাতার, 14 এপ্রিল : নিজের বাড়িতে গুলিবিদ্ধ হলেন এক BJP নেতা। গতকাল তিন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর জখম হন কৃষ্ণকলি সামন্ত নামে ওই BJP নেতা। তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনাটি ভাতার বিধানসভার আমারুন গ্রামের। আজ তাঁকে দেখতে যান বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

কৃষ্ণকলি সামন্ত BJP-র ভাতার মণ্ডল কমিটির সভাপতি। তিনি গতরাতে বাড়ির বারান্দায় বসেছিলেন। তখন তিন দুষ্কৃতী বাইকে চেপে সেখানে আসে এবং কৃষ্ণকলিবাবুকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি হাতে ও অপর গুলিটি পায়ে লাগে। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। প্রথমে ভাতার হাসপাতালে ভরতি করা হলেও পরে কৃষ্ণকলিবাবুকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।

আক্রান্ত BJP নেতার বক্তব্য

কৃষ্ণকলিবাবুর ছেলে সম্পদ বলেন, "বাবার নেতৃত্বে এলাকায় BJP শক্তিশালী হচ্ছে। তাই শাসকদল বাবার উপর হামলা চালিয়েছে।" যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আজ ওই BJP নেতাকে দেখতে যান সুরিন্দর সিং আলুওয়ালিয়া। ঘটনার নিন্দা করেছেন তিনি।

ভাতার, 14 এপ্রিল : নিজের বাড়িতে গুলিবিদ্ধ হলেন এক BJP নেতা। গতকাল তিন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর জখম হন কৃষ্ণকলি সামন্ত নামে ওই BJP নেতা। তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনাটি ভাতার বিধানসভার আমারুন গ্রামের। আজ তাঁকে দেখতে যান বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

কৃষ্ণকলি সামন্ত BJP-র ভাতার মণ্ডল কমিটির সভাপতি। তিনি গতরাতে বাড়ির বারান্দায় বসেছিলেন। তখন তিন দুষ্কৃতী বাইকে চেপে সেখানে আসে এবং কৃষ্ণকলিবাবুকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি হাতে ও অপর গুলিটি পায়ে লাগে। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। প্রথমে ভাতার হাসপাতালে ভরতি করা হলেও পরে কৃষ্ণকলিবাবুকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।

আক্রান্ত BJP নেতার বক্তব্য

কৃষ্ণকলিবাবুর ছেলে সম্পদ বলেন, "বাবার নেতৃত্বে এলাকায় BJP শক্তিশালী হচ্ছে। তাই শাসকদল বাবার উপর হামলা চালিয়েছে।" যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আজ ওই BJP নেতাকে দেখতে যান সুরিন্দর সিং আলুওয়ালিয়া। ঘটনার নিন্দা করেছেন তিনি।

Intro:বিজেপি নেতা গুলিবিদ্ধ, উত্তেজনা ভাতারে

পুলক যশ, ভাতার

নিজের বাড়িতেই গুলিবিদ্ধ বলেন এক বিজেপি নেতা। কৃষ্ণকলি সামন্ত নামে ওই বিজেপি নেতাকে দুষ্কৃতীরা দুটি গুলি করে বলে অভিযোগ। একটি গুলি লাগে তার পায়ে অন্য গুলিটি লাগে তার হাতে। আহত অবস্থায় ওই বিজেপি নেতা কে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার ওই বিজেপি নেতা কে দেখতে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়া।Body:স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার আমারুন গ্রামে কৃষ্ণকলি সামন্তের বাড়ি। তিনি ভাতার মণ্ডল কমিটির বিজেপি সভাপতি। শনিবার রাতের বেলা তিনি খাওয়া-দাওয়া করার পরে যখন বারান্দায় বসে ছিলেন সেই সময় বাইকে করে তিন জন দুষ্কৃতী তার বাড়ির সামনে আসে। তারা ওই বিজেপি নেতা কে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। প্রথম গুলিটি তার পায় লাগলে তিনি পড়ে গেলে দ্বিতীয় গুলিটি তার হাতে লাগে। এদিকে গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে যায়। দুষ্কৃতীরা পালিয়ে যায়। ওই বিজেপি নেতার ছেলে সম্পদ সামন্ত বলেন রক্তাক্ত অবস্থায় বাবা মাটিতে পড়ে ছিল। তারা প্রথমে তাকে ভাতার হাসপাতাল এবং গভীর রাতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।তার ছেলের অভিযোগ, যেহেতু তার বাবার নেতৃত্বে ওই এলাকায় বিজেপি শক্তিশালী হচ্ছে। তাই আক্রমণ করেছে শাসক দল। যদিও শাসক দলের তরফে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে এটা বিজেপির অর্ন্তদ্বন্দ্বের ফল। রবিবার ওই বিজেপি নেতাকে দেখতে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। তিনি ঘটনার নিন্দা করেছেন।Conclusion:বিজেপি নেতা গুলি বিদ্ধ
Last Updated : Apr 14, 2019, 2:12 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.