মির্জাপুর , 31 অগাস্ট : মির্জাপুরে তৃণমূলের পার্টি অফিস দখলকে কেন্দ্র করে বিভ্রান্তি ৷ শনিবার রাতে বর্ধমান 1 ব্লকের মির্জাপুরে 176 নম্বর বুথে শাসকদলের দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ায় । তৃণমূল দলে কর্মীরা গতকাল সকালে গিয়ে দেখেন তাদের পার্টি অফিসের সামনে BJP - র পতাকা লাগানো রয়েছে ৷ এছাড়াও এলাকার বিভিন্ন জায়গায় তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলা রয়েছে ৷
স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল এলাকায় । তৃণমূলের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছিল । শনিবার রাতে আবারও একই ঘটনায় BJP কে দায়ি করছেন তাঁরা । অন্যদিকে, এবিষয়ে BJP-র বর্ধমান জেলার শহর সভাপতি প্রবল রায় বলেন, "গত লোকসভা নির্বাচনের থেকে ওই এলাকার মানুষ BJP মনস্ক হয়েছে । নির্বাচনের ফলই তা প্রমাণ করেছে । এর ফলে এলাকায় জমি হারাচ্ছে তৃণমূল । BJP-র নামে মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা করছে । সামনে বিধানসভা নির্বাচন ৷ তাই এলাকায় বিভ্রান্তি ছড়াতে তারা নিজেই এই কাজ করছে । BJP-র কর্মীরা এলাকায় সংযত হয়ে সংঘবদ্ধভাবে কাজ করছে । এই ধরনের রাজনীতিতে আমরা বিশ্বাসী নই ।"