বর্ধমান, 21 জানুয়ারি : বিজেপির গোষ্ঠীসংঘর্ষের জেরে উত্তপ্ত বর্ধমান শহর । দুই গোষ্ঠীর সংঘর্ষে জেলা বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হল । বিজেপি অফিসের সামনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে বর্ধমান থানার পুলিশ । যদিও বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বিজেপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে । তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ।
বেশ কিছুদিন ধরেই বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছিল পুরোনো কর্মীরা । তাদের অভিযোগ, পুরোনো কর্মীদের সমস্যার কথা না শুনে জেলা সভাপতি তৃণমূল থেকে আসা কর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছেন । এমনকী তৃণমূল থেকে আসা বিজেপি কর্মীরা তাদের উপর অত্যাচার শুরু করেছে বলে অভিযোগ । এই বিষয়ে সন্দীপ নন্দীকে একাধিকবার জানানো হলেও তিনি সমস্যার সমাধান করেননি, বলছে পুরোনোরা । বর্ধমান শহরের পুরোনো বিজেপি কর্মীদের অভিযোগ, ক্ষোভের কথা জানাতে গেলে বিজেপির দলীয় কার্যালয় থেকে তাদের দিকে ইট-পাথর ছুড়ে হামলা করা হয় । এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷ বিক্ষুব্ধরা দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ।
আরও পড়ুন: দুর্নীতিতে বীতশ্রদ্ধ, তৃণমূল ছেড়ে BJP-তে পঞ্চায়েত সদস্য
জেলা বিজেপি নেতা প্রবাল রায় বলেন, "কিছুদিন আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই অফিসের উদ্বোধন করেছিলেন । এদিন তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে ।"
তাঁর আরও দাবি, "যাঁরা মন্দিরের সমান দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে তাঁরা কোনভাবেই বিজেপির লোক হতে পারে না । বিজেপিতে কোনও গোষ্ঠী কোন্দল নেই ৷ তৃণমূল এই ঘটনার সঙ্গে যুক্ত ৷"
অন্যদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে ৷ তাদের বক্তব্য, ঘটনার জন্য দায়ি বিজেপির গোষ্ঠী কোন্দলই ৷