কাঁকসা, 15 জুলাই : কাটমানি নেওয়ার অভিযোগে স্থানীয় তৃণমূলনেত্রীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল BJP । বিক্ষোভকারীরা স্লোগান দেয় পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর । কাঁকসা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা । পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে পুলিশ ও কমব্যাট ফোর্স ।
অভিযোগ, কাঁকসায় বেসরকারি কারখানায় ঠিকা শ্রমিক নিয়োগে কাটমানি দিতে হত তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বপ্না বৈদ্য ও তাঁর স্বামীকে । লোকসভা নির্বাচনের পর এই ইশুতে একাধিকবার চলে বিক্ষোভ । স্বপ্নার অভিযোগ, তাঁকে ও তাঁর স্বামী হ্যাপি বৈদ্যকে ফোনে হুমকি দেওয়া হয় । বাড়িতে ঢুকেও নাকি হুমকি দেওয়া হয় তাঁদের । এরপর নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে স্বামীকে নিয়ে থানায় ধরনা দেন স্বপ্না বৈদ্য ।
আজ BJP-র পক্ষ থেকে ঘেরাও করা হয় স্বপ্নার বাড়ি । স্লোগান দেওয়া হয় পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ও কমব্যাট ফোর্স ।
তবে কাটমানি নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন স্বপ্না । তাঁর পালটা অভিযোগ, আমাকে হেয় করতেই BJP এই চক্রান্ত করছে । আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে ওরা থানায় যাক, আদালতে যাক । মানুষকে ভুল বুঝিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে BJP ।"