ETV Bharat / state

TMC MLA on Nobel Theft : 'নোবেল দিয়ে কবিগুরুকে অপমান করা হয়েছিল, তাই চুরি গিয়েছে' ! বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের - bhatar tmc mla gives controversial statement over nobel theft

রবীন্দ্রজয়ন্তীতে বিতর্কিত মন্তব্য ভাতারের তৃণমূল বিধায়কের (Bhatar TMC MLA on rabindranath tagore nobel prize) ৷

TMC MLA on Rabindra Jayanti
তৃণমূল-কংগ্রেস বিধায়ক মানগোবিন্দ অধিকারী
author img

By

Published : May 9, 2022, 4:43 PM IST

ভাতার, 9 মে : "রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার দিয়ে অপমান করা হয়েছিল ৷ তাই বাংলার ছেলেরা সেই নোবেল চুরি করে নিয়েছে।" বিশ্বকবির 161তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করে বসলেন ভাতারের তৃণমূল-কংগ্রেস বিধায়ক মানগোবিন্দ অধিকারী (Bhatar TMC MLA on rabindranath tagore nobel prize) ।

সোমবার ভাতার ব্লক তৃণমূল-কংগ্রেসের উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী উৎসব পালন করা হয় । সেই উৎসবে প্রধান অতিথি ছিলেন ভাতারের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানগোবিন্দ অধিকারী । মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়ে গিয়েছিল একটা কারণেই, সেটা হল বিশ্বকবিকে নোবেল দিয়ে অপমান করা হয়েছিল । সেই কারণেই বাংলার ছেলেরা সেই নোবেল চুরি করে নিয়েছে ।"

আরও পড়ুন : তিনি অনুপ্রেরণা, পথপ্রদর্শক ! রবীন্দ্রজয়ন্তীতে কবিগুরুকে স্মরণ মোদি-মমতার

মঞ্চ থেকে বিধায়কের এহেন মন্তব্যের পরই দেখা যায় পাশ থেকে কর্মীরা হাসতে হাসতে হাততালি দিচ্ছেন ৷ এরপর তৃণমূল বিধায়ক আরও বলেন, "সেকারণে বিজেপি এখন সিবিআই সিবিআই করে লাফাচ্ছে । সিবিআই সেই নোবেল এখনও খুঁজে বের করতে পারেনি । এখন আবার সেই নোবেল উদ্ধার করার জন্য বাংলার পুলিশকে লাগানো হচ্ছে । পুলিশের তরফে সিবিআইকে বলা হয়েছে আপনারা সমস্ত তথ্য দিন আমরা সেটা বের করার চেষ্টা করব । এ সমাধান সিবিআইকে দিয়ে কখনও সম্ভব নয় । আপনারা রবীন্দ্রনাথকে জানুন, তাঁকে চিনুন ।"

ভাতার, 9 মে : "রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার দিয়ে অপমান করা হয়েছিল ৷ তাই বাংলার ছেলেরা সেই নোবেল চুরি করে নিয়েছে।" বিশ্বকবির 161তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করে বসলেন ভাতারের তৃণমূল-কংগ্রেস বিধায়ক মানগোবিন্দ অধিকারী (Bhatar TMC MLA on rabindranath tagore nobel prize) ।

সোমবার ভাতার ব্লক তৃণমূল-কংগ্রেসের উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী উৎসব পালন করা হয় । সেই উৎসবে প্রধান অতিথি ছিলেন ভাতারের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানগোবিন্দ অধিকারী । মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়ে গিয়েছিল একটা কারণেই, সেটা হল বিশ্বকবিকে নোবেল দিয়ে অপমান করা হয়েছিল । সেই কারণেই বাংলার ছেলেরা সেই নোবেল চুরি করে নিয়েছে ।"

আরও পড়ুন : তিনি অনুপ্রেরণা, পথপ্রদর্শক ! রবীন্দ্রজয়ন্তীতে কবিগুরুকে স্মরণ মোদি-মমতার

মঞ্চ থেকে বিধায়কের এহেন মন্তব্যের পরই দেখা যায় পাশ থেকে কর্মীরা হাসতে হাসতে হাততালি দিচ্ছেন ৷ এরপর তৃণমূল বিধায়ক আরও বলেন, "সেকারণে বিজেপি এখন সিবিআই সিবিআই করে লাফাচ্ছে । সিবিআই সেই নোবেল এখনও খুঁজে বের করতে পারেনি । এখন আবার সেই নোবেল উদ্ধার করার জন্য বাংলার পুলিশকে লাগানো হচ্ছে । পুলিশের তরফে সিবিআইকে বলা হয়েছে আপনারা সমস্ত তথ্য দিন আমরা সেটা বের করার চেষ্টা করব । এ সমাধান সিবিআইকে দিয়ে কখনও সম্ভব নয় । আপনারা রবীন্দ্রনাথকে জানুন, তাঁকে চিনুন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.